আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ (পাঠ-১৬) Class V Environment Lesson 16 Question Answer. আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ Class 5. আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ পাঠ-১৬ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Lesson 16, আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ (পাঠ-১৬) Class 5 Environment Science. Class V EVS Bengali Medium.
(toc) #title=(বিষয় সূচী)
১। উত্তর লেখো -
  (ক)) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো ৷
  উত্তর:- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম হলো - অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়,
  মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও সিকিম ।
  (খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
  উত্তর:- উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম হলো- আদি, নিশি, ডিমাসা, বোড়ো,
  খাসিয়া, গারো, মিজো, মার, আঙ্গামি, সেমা, মণিপুরি, কুকি, ত্রিপুরি, চাকমা, লেপচা,
  নেপালি ইত্যাদি।
  (গ) উত্তর-পূর্ব ভারতকে সাতবোনের দেশ কেন বলা হয়?
  উত্তর:- বিশাল ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশে আমাদের অসম রাজ্য অবস্থিত। অসমের
  পাশাপাশি অন্যান্য রাজ্যগুলো হল - অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম,
  নাগাল্যান্ড ও ত্রিপুরা। এগোলো আমাদের প্রতিবেশী রাজ্য। অসমসহ এই সাতটি রাজ্যকে
  সাতবোনের দেশ বলা হয়৷
  (ঘ) উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো।
  উত্তর:- উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম - অসমের হাফলং,
  অরুণাচলের তাওয়াং ও মেঘালয়ের শিলং।
(ads)
২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও
| 'ক' অংশ | 'খ' অংশ | 
|---|---|
| 
        অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম  | 
      কোহিমা ইস্ফল আইজল ইটানগর আগরতলা  | 
    
উত্তর:-
৩। শূন্যস্থান পূরণ করো
  কে) মেঘালয়ের ................... পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
  উত্তর:- মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
  (খ) মণিপুর রাজ্যের .................. হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
  
  উত্তর:- মণিপুর রাজ্যের লোকতাক হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
  (গ) শিলং একটি ..............স্থান৷
  উত্তর:- শিলং একটি স্বাস্থ্যকর স্থান।
  (ঘ) চা উৎপাদনের ক্ষেত্রে ................ ভারতের মধ্যে প্রথম ।
  উত্তর:- চা উৎপাদনের ক্ষেত্রে অসম ভারতের মধ্যে প্রথম ।
  (ঙ) ............... খাসিয়াদের একটি উৎসবের নাম।
  উত্তর:- নংক্রেন খাসিয়াদের একটি উৎসবের নাম।
  
  
  
  
  
  
    
      সূচিপত্র 
     
    
      পাঠ নং 
      পাঠের নাম 
     
    
      ১ 
      
        আমাদের পরিবেশ
       
     
    
      ২ 
      
        জীব ও পরিবেশ
       
     
    
      ৩ 
      
        আবহাওয়া
       
     
    
      ৪ 
      
        জীবন ধারনের প্রণালি
       
     
    
      ৫ 
      
        আহারের প্রয়োজনীয়তা
       
     
    
      ৬ 
      
        অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ
       
     
    
      ৭ 
      
        অসমের সংস্কৃতি
       
     
    
      ৮ 
      
        দুর্যোগ ও আমরা
       
     
    
      ৯ 
      
        পরিবেশ প্রদূষণ
       
     
    
      ১০ 
      
        আমাদের উদ্যোগসমূহ
       
     
    
      ১১ 
      
        আমাদের প্রতিষ্ঠানসমূহ
       
     
    
      ১২ 
      
        আমাদের দেশ
       
     
    
      ১৩ 
      
        ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম
       
     
    
      ১৪ 
      
        আমাদের সামাজিক সমস্যা
       
     
    
      ১৫ 
      
        আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি
       
     
    
      ১৬ 
      
        আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ
       
     
  
  
  
  
  
  ৪। নীচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো- 
| সূচিপত্র | |
|---|---|
| পাঠ নং | পাঠের নাম | 
| ১ | আমাদের পরিবেশ | 
| ২ | জীব ও পরিবেশ | 
| ৩ | আবহাওয়া | 
| ৪ | জীবন ধারনের প্রণালি | 
| ৫ | আহারের প্রয়োজনীয়তা | 
| ৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ | 
| ৭ | অসমের সংস্কৃতি | 
| ৮ | দুর্যোগ ও আমরা | 
| ৯ | পরিবেশ প্রদূষণ | 
| ১০ | আমাদের উদ্যোগসমূহ | 
| ১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ | 
| ১২ | আমাদের দেশ | 
| ১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম | 
| ১৪ | আমাদের সামাজিক সমস্যা | 
| ১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি | 
| ১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ | 
  (ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
  উত্তর:- বর্তমান নাগাল্যান্ড পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
  (খ) কার্বি আংলঙ জেলা সমভূমিতে গঠিত।
  উত্তর:- কার্বি আংলঙ জেলা মালভূমিতে গঠিত।
  (গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
  উত্তর:- অরুণাচল প্রদেশের উত্তর অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। 
  (ঘ) ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত।
  উত্তর:- মিজোরাম রাজ্যটি পাহাড় দ্বারা আবৃত।
  (ঙ) মিজোরামে লোকতাক হ্রদ আছে।
  উত্তর:- মণিপুরে লোকতাক হ্রদ আছে।
৫। কোন কোন রাজ্যকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়?
উত্তর:- অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম এই রাজ্যগুলোকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়।
৬। উত্তর-পূর্বভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয় কেনো তা লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ প্রাকৃতিক সৌন্দর্যে অতি মনোরম। পাহাড়-পর্বত,মালভূমি, সমভূমি, নদ-নদী, উপত্যকা,খাল-বিল, হ্রদ, চর অঞ্চল ইত্যাদিতে এই রাজ্যটি পরিপূর্ণ। বনাঞ্চলগুলোতে বিভিন্ন জীবজন্তু এবং পাখি আছে। এজন্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ পর্যটকদের জন্য আকর্ষণীয়।


.jpeg)