আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি (পাঠ-১৫) Class V Environment Lesson 15 Question Answer. আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি Class 5. আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি পাঠ-১৫ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Lesson 15, আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি (পাঠ-১৫) Class 5 Environment Science.
(toc) #title=(বিষয় সূচী)
১। উত্তর লেখো-
(ক) পাওয়ার টিলার কী?
উত্তর:- পাওয়ার টিলার হচ্ছে একপ্রকার যন্ত্রচালিত লাঙল ৷
খ) শীতল ভান্ডার কী?
উত্তর:- তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমন খাদ্য সামগ্রী যেমন - শাক সবজি, ফল-মূল
ইত্যাদিকে এক নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা রাখার জন্য যে গোলা ভান্ডার ব্যবহার করা
হয় তাকে শীতল ভান্ডার বলে।
(গ) কেক ও বিস্কুট তৈরির জন্য কি কি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারি?
উত্তর:- কেক ও বিস্কুট তৈরির জন্য বিদ্যুৎচালিত মাইক্রোওয়েভ ওভেন, কুকার,
মিশ্রণের বাটি, পরিমাপের কাপ এবং চামচ, একটি স্প্যাটুলা, কেক প্যান, পার্চমেন্ট
পেপার, একটি কুলিং র্যাক ইত্যাদি সরঞ্জাম ব্যবহার করতে পারি।
(ঘ) কম্পিউটারে কী কী কাজ করা হয়?
উত্তর:- কম্পিউটার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা বিভিন্ন কাজ করতে পারে যেমন-
সংখ্যা গণনা করা, অনুসন্ধান করা, সংগঠিত করা এবং ডেটা সংরক্ষণ করা এবং মানুষের
জন্য শ্রম সহজীকরণ করা। এটি অন্যান্য অনেক কিছুর জন্য ব্যবহার করা যেতে পারে,
যেমন ইন্টারনেট ব্রাউজ করা, ইমেল পাঠানো, গেম এবং সঙ্গীত বাজানো ইত্যাদি।
(ঙ) প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করতে পারি?
উত্তর:- বিদ্যুৎ বিল পরিশোধ করতে আমরা UPI, QR Code বা স্ক্যানার ইত্যাদি
প্রযুক্তি ব্যবহার করতে পারি৷
২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও-
| 'ক' | 'খ' |
|---|---|
| কি-বোর্ড মাউস সি পি ইউ মনিটর |
নির্দেশিত কাজগুলো করে এবং সংরক্ষণ করে রাখে। কাজ এবং কাজের ফলাফল দেখতে পাই। মনিটরের কথাগুলো নিয়ন্ত্রণ করে কাজ করতে পারি। লিখিত আকারে নির্দেশ পাঠাতে পারি। |
উত্তর:-
৩। শুদ্ধ না অশুদ্ধ লেখো-
(খ) প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান উন্নত হয়েছে।
উত্তর:- শুদ্ধ।
(খ) ডাকযোগে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে।
উত্তর:- শুদ্ধ।
(গ) রেফ্রিজারেটরে খাদ্যবস্তু রাঁধতে পারি।
উত্তর:- অশুদ্ধ।
(ঘ) কমপিউটারের একটি প্রধান কাজ হলে যোগাযোগ স্থাপন
উত্তর:- শুদ্ধ।
| সূচিপত্র | |
|---|---|
| পাঠ নং | পাঠের নাম |
| ১ | আমাদের পরিবেশ |
| ২ | জীব ও পরিবেশ |
| ৩ | আবহাওয়া |
| ৪ | জীবন ধারনের প্রণালি |
| ৫ | আহারের প্রয়োজনীয়তা |
| ৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ |
| ৭ | অসমের সংস্কৃতি |
| ৮ | দুর্যোগ ও আমরা |
| ৯ | পরিবেশ প্রদূষণ |
| ১০ | আমাদের উদ্যোগসমূহ |
| ১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ |
| ১২ | আমাদের দেশ |
| ১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম |
| ১৪ | আমাদের সামাজিক সমস্যা |
| ১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি |
| ১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ |
৪। সংক্ষিপ্ত টীকা লেখো-
(ক) মোবাইল ফোন খে) ইন্টারনেট বা আন্তর্জাল।
উত্তর:- মোবাইল ফোন- মোবাইল ফোন হলো বর্তমান সময়ের মানুষের কাছে একটি অপরিহার্য ইলেকট্রিক যন্ত্র । মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে সব ধরনের যোগাযোগ করা সম্ভব এবং এটি পৃথিবীর যে কোন প্রান্তে নিয়ে যাওয়া যায় এবং পৃথিবীর অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা যায় । মোবাইল ফোন-এ কথা বলার জন্য বেতার তরঙ্গের সঙ্গে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়। মোবাইল ফোনের সাহায্যে পড়াশোনার তথ্যগুলো সংগ্রহ করা যায়৷ তাছাড়া পাঠ্য বইয়ের পাঠের কিউ আর কোড স্ক্যান করে পাঠের বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যায়৷
ইন্টারনেট বা আন্তর্জাল - সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য কম্পিউটার সংযুক্ত করে এক বিশাল যোগাযোগ ব্যবস্থা গঠন করা হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে ইন্টারনেট বা আন্তর্জাল। ইন্টারনেট হচ্ছে আধুনিক যুগের সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহের সাহায্যে এই যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়েছে৷

.jpeg)
.jpeg)