দুর্যোগ ও আমরা (পাঠ-৮), Class V Environment Science QnA, Class V EVS QnA, Class 5 EVS Question Answer.
(toc)
দুর্যোগ ও আমরা পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর
১। উত্তর লেখো –
  (ক) প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগের নাম উল্লেখ করো।
উত্তর:-
  প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগের নাম হল – ভূমিকম্প, বন্যা ও সুনামি।
  (খ) কৃত্রিম বন্যায় কি ধরনের দুর্ঘটনা হতে পারে?
উত্তর:- কৃত্রিম বন্যায়
  যে ধরনের দুর্ঘটনা হয় –
(১) নগর-শহরে অতিরিক্ত বৃষ্টিপাত হলে বৃষ্টির জল
  শহরের বিভিন্ন জায়গায় স্তূপিকৃত জমা
আবর্জনা নালা-নর্দমাতে জমা করে। ফলে
  বৃষ্টির জল নালা-নর্দমা দিয়ে প্রবাহিত হতে পারে না৷
(২) খাল-বিল ইত্যাদিতে মাটি ভরাট করে মানুষ বসতি স্থাপন করার ফলে বৃষ্টির জল হওয়ার জন্য জলাশয়ের অভাব হয়। যার ফলস্বরূপ এক পশলা বৃষ্টি হলে বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ইত্যাদি প্লাবিত হয়।
  (৩) পাহাড়ের গাছপালা কেটে ফেলার ফলে পাহাড়ের মাটি বা জলের সঙ্গে নেমে এসে
সমতল
  অঞ্চলের শহর বা নগরের নালা-নর্দমা ইত্যাদি ভরাট করে ফেলে এবং সেগুলো দিয়ে
জল
  প্রবাহিত হতে পারেনা।
  (গ) দাবানলের সৃষ্টি কীভাবে হয়?
উত্তর:- কখনও বিদ্যুৎ চমকিয়ে বজ্রপাত পড়ে উঁচুগাছ নিমিষে জ্বলে যায় এই বজ্রপাত গাছপালায় ভরপূর বনাঞ্চলে পড়লে গাছে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। আবার, 
কখনও আকস্মিকভাবে দুটো পাথরের মধ্যে ঘর্ষণের ফলে উৎপত্তি হওয়া আগুন বনাঞ্চলের শুকনো গাছের ডালে বা পাতায় লেগে জ্বলে ওঠে। ফলে পুরো বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এভাবে দাবানলের সৃষ্টি হয়৷
  (ঘ) ভূমিস্থলন হওয়ার কারণগুলো লেখো।
উত্তর:- ভূমিস্খলন হওয়ার কারণগুলো হল
  –
(ক) বনানী ধবংসকরণ
(খ) খনন কার্য
(গ) অবিরত ধারা বর্ষন
২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশে মেলাও-
উত্তর:-
৩। নীচে দেওয়া দুর্যোগগুলোর বিষয়ে সংক্ষেপে লেখো।
(ক) খরা (খ) ভূমিস্থলন (গ) ভূমিকম্প
  উত্তর:- (ক) খরা – খরা এমন এক প্রকার দুর্যোগ যেখানে বন্যার
  সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়৷ বহুদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে
  ভূ-পৃষ্ঠের ও ভু-গর্ভের জলের উৎসগুলো শুকিয়ে যায়। মাটি শুকিয়ে যাওয়ার ফলে
  তাতে ফাটল দেখা যায়। মানুষ, প্রাণী, পাখি ও উদ্ভিদের জলের খুব অভাব হয়। গাছপালা
  শুকিয়ে যায়। জলের অভাবে
কৃষক চাষ করতে পারে না। শস্যখেতে চাষ না হওয়ার
  ফলে খাদ্য সামগ্রীর অভাব হয়। মানুষ ও প্রাণীর অনাহারে থাকতে হয়। পিপাসার
  জলটুকুও না পাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। সেরকম পরিস্থিতিতে দেশে দুর্ভিক্ষ
  দেখা দেয়।
  (খ) ভূমিস্থলন :- ভূমিস্খলন হলো একটি প্রাকৃতিক দুর্যোগ।
  সাধারণত বনানী ধবংসকরণ, খনন কার্য ইত্যাদির ফলে কোন জায়গায় মাটি, বালি, পাথর
  বিস্তৃতভাবে খসে পড়ে। এটাকেই ভূমিস্খলন বলা হয়।
অবিরত ধার বর্ষণ, জলের প্রবল
  স্রোত, বন্যা, ঝড় ইত্যাদির কারণে নদীর পার বা পাহাড়ের মাটি খসে ভূমিস্খলন হয়।
  হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ভূমিস্খলন প্রায়ই হয়। ভূমিস্খলনের ফলে কখনও রাস্তা-ঘাট
  বন্ধ হয়ে যায়। কখনও পাহাড়ি অঞ্চলে ভূমিস্খলের ফলে ঘর-বাড়ি ধূলিসাৎ হয়ে যায় ও
  জীবনহানিও হয়। নদীর পারে ভূমিস্খলনের ফলে অনেক মানুষের আবাসভূমি নদীর বুকে তলিয়ে
  যায়।
(গ) ভূমিকম্প – পৃথিবীর উপরিভাগ হটাৎ কেঁপে উঠলে আমরা ভূমিকম্প এসেছে বলি। ভূমিকম্প কখনও আগামবার্তা দিয়ে আসে না। এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক কারণে হওয়া একটি ঘটনা । ভূমিকম্পের প্রাবল্য কখনও এতো কম হয় যে আমরা বুঝতেই পারি না৷ কখনও এর প্রাবল্য মধ্যম ধরনের হয় এবং কখনও খুব বেশি৷
| সূচিপত্র | |
|---|---|
| পাঠ নং | পাঠের নাম | 
| ১ | আমাদের পরিবেশ | 
| ২ | জীব ও পরিবেশ | 
| ৩ | আবহাওয়া | 
| ৪ | জীবন ধারনের প্রণালি | 
| ৫ | আহারের প্রয়োজনীয়তা | 
| ৬ | অসমের প্রাকৃতিক সম্পদ এবং সংরক্ষণ | 
| ৭ | অসমের সংস্কৃতি | 
| ৮ | দুর্যোগ ও আমরা | 
| ৯ | পরিবেশ প্রদূষণ | 
| ১০ | আমাদের উদ্যোগসমূহ | 
| ১১ | আমাদের প্রতিষ্ঠানসমূহ | 
| ১২ | আমাদের দেশ | 
| ১৩ | ভারতের স্বাধীনতা আন্দোলন এবং অসম | 
| ১৪ | আমাদের সামাজিক সমস্যা | 
| ১৫ | আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি | 
| ১৬ | আমাদের প্রতিবেশি রাজ্যসমূহ | 
৪। পার্থক্য লেখো-
(ক) খরা ও বন্যা।
উত্তর:-
| খরা | বন্যা | 
|---|---|
| 
          ১) খরা এমন এক প্রকার দুর্যোগ যেখানে বন্যার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির
          সৃষ্টি হয়৷ ২) বহুদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে ভূ-পৃষ্ঠের ও ভু-গর্ভের জলের উৎসগুলো শুকানোর ফলে মাটি শুকিয়ে তাতে ফাটল দেখা যায়।  | 
        
          ১) বন্যা এমন এক প্রকার দুর্যোগ যেখানে খরার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির
          সৃষ্টি হয়৷ ২) অতিবৃষ্টির কারণে পাহাড় পর্বত থেকে নেমে আসা জল নদী-নালা, খাল-বিল আর অন্যান্য জলাশয়গুলোকে পরিপূর্ণ করে ফেলে৷  | 
      
(খ) প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ
উত্তর:-
| প্রাকৃতিক দুর্যোগ | মানবসৃষ্ট দুর্যোগ | 
|---|---|
| 
          ১) প্রাকৃতিক দুর্যোগ হঠাৎই আসে। ২) প্রাকৃতিক দুর্যোগ গুলো সম্পূর্ণ প্রাকৃতিক কারণে হয়।  | 
        
          ১) মানবসৃষ্ট দুর্যোগ হটাৎ আসে না৷ ২) মানবসৃষ্ট দুর্যোগ মানুষ তৈরি করে ৷  | 
      
৫। শূন্যস্থান পুরণ করো-
  (ক) ১৯৫০ সনে অসমে বড়ো ________ হয়েছিলো।
উত্তর:- ভূমিকম্প ।
(খ) বনানীকরণের মাধ্যমে _________ রোধকরতে পারি।
উত্তর:- ভূমিস্খলন ।
  (গ) বজ্রপাত হয়ে প্রাকৃতিকভাবে জঙ্গলে _________ লাগে ।
উত্তর:- আগুন ।
  (ঘ) বাঘজান তৈলক্ষেত্রের বিস্ফোরণ একটি
  _________ দুর্ঘটনা।
উত্তর:- ঔদ্যোগিক ।
৬। দুর্যোগ বলতে কি বোঝো ?
  
উত্তর:- প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনা বা পরিঘটনা ভয়াবহ রূপ নিয়ে মূহুর্তের
  মধ্যে পরিবেশের অভাবনীয় ক্ষতি সাধন করে। এই ঘটনা বা পরিঘটনা গুলোকেই দুর্যোগ বলা
  হয়।
প্রাকৃতিক দুর্যোগ হঠাৎই আসে। এই দুর্যোগ গুলো সম্পূর্ণ প্রাকৃতিক কারণে
  হয়। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের সম্পত্তি বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে
  প্রানহানিও হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ভূ-পৃষ্ঠের অনেক অদলবদল ও ক্ষতি
  সাধন হয়ে থাকে। কয়েকটি দুর্যোগের নাম হলো – বন্যা, সুনামি, ভূমিকম্প, ভূমিস্খলন,
  দাবানল, খরা ঔদ্যোগিক দুর্যোগ ইত্যাদি।


.jpg)