আমাদের পরিবেশ (পাঠ-১) Class V EVS Lesson 1 Question Answer

ডেইলি বরাক
By -

আমাদের পরিবেশ পাঠ-১ এর প্রশ্ন উত্তর। পঞ্চম শ্রেণীর পরিবেশ । Class V Environment Science Question Answer Chapter 1, আমাদের পরিবেশ (পাঠ-১) Class 5 Environment Science.


(toc)

আমাদের পরিবেশ পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর

১। উত্তর লেখো-

(ক) পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম কী কী?
উত্তর:- পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম হল – উদ্ভিদ, প্রাণী, পাখি, কীট-পতঙ্গ, অণুজীব ইত্যাদি।

(খ) পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন ?
উত্তর:- পেঙ্গুইনের দেহের গঠন ডিম্বাকৃতি লম্বা শরীরে ছোটো ছোটো দুটি পাখনা আছে৷ ডানা দুটো ছোটো হওয়ার জন্য তারা উড়তে পারে না। কিন্তু তারা হাঁটতে ও সাঁতার কাটতে পারে৷

(গ) জলাভূমি কাকে বলে?
উত্তর:- সাধারণত সাময়িকভাবে বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানকে জলাভূমি বলে৷

(ঘ) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী ?
উত্তর:- পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হল – বায়ু, জল, মাটি, নদী, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি।

(ঙ) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর:- প্রকৃতি থেকে পাওয়া উপাদানগুলো দ্বারা নির্মাণ করা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সেতু, উদ্যান, উদ্যোগ, কীর্তিচিহ্ন ইত্যাদিই হচ্ছে মানবসৃষ্ট পরিবেশ।

(চ) মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখো।
উত্তর:- মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম হল – উট, মাকড়াসা, সাপ৷

২। শূন্যস্থান পূরণ করো-

(ক) ______ মরুভূমির প্রধান প্রাণী।
উত্তর:- উট মরুভূমির প্রধান প্রাণী।

(খ) সাদাভালুক______অঞ্চলে বাস করে।
উত্তর:- সাদাভালুক মেরু অঞ্চলে বাস করে।

(গ) তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে ________ পাওয়া যায়।
উত্তর:- তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে ঘাস পাওয়া যায়।

(ঘ) মরুভূমিতে _______ জাতীয় উদ্ভিদ হয়।
উত্তর:- মরুভূমিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয়।

(ঙ) সূর্যের আলো পরিবেশের একটি _______ উপাদান।
উত্তর:- সূর্যের আলো পরিবেশের একটি অজৈবিক উপাদান।

৩। নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো

(ক) সাদাভালুক/ হরিণ/ জেব্রা মেরু অঞ্চলের প্রাণী।
উত্তর:- সাদাভালুক মেরু অঞ্চলের প্রাণী।

(খ) সিল/ বল্গাহরিণ/ চমরী গোরু বা ইয়াক এর শাখা-প্রশীখাযুক্ত শিং থাকে।
উত্তর:- বল্গাহরিণ এর শাখা-প্রশীখাযুক্ত শিং থাকে।

(গ) জিরাফ/ সিংহ/ বাঘ তৃণভোজী প্রাণী৷
উত্তর:- জিরাফ তৃণভোজী প্রাণী।

৪। সংক্ষিপ্ত টীকা লেখো – জলাভূমি, অণুজীব, জল ও বায়ু৷
উত্তর:- জলাভূমি – জলাভূমি ও তার পার্শ্বরতী অঞ্চলে নানা ধরনের ব্যাঙ, মৎস্য, সাপ, শামুক, কীট-পতঙ্গ, জলজ-মাকড়সা, কাকড়া ইত্যাদি প্রাণীর আবাসস্থল। এখানে বহু ধরনের অণুজীবও থাকে। তার পার্শ্ববর্তী অঞ্চলের বড়ো বড়ো গাছগুলোতে বক, হাড়গিলা, পানকৌড়ি, সারস, ডাউক, মাছরাঙা, চিল ইত্যাদি পাখি থাকে। খাদ্যের জন্য জলাভুমির প্রাণীগুলো একে অন্যের উপর নির্ভরশীল।

অণুজীব – ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি জীব এতো ছোটো যে খালি চোখে এদের দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায়। সেইজন্য এদের অণুজীব বলা হয়। ওরা জল, বায়ু, মাটি সর্বত্রই থাকে৷ কিছু কিছু ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ বা প্রাণীর পচন ঘটিয়ে পচন সার তৈরি করতে সাহায্য করে।

জল ও বায়ু – আমাদের চারদিকেই বায়ু আছে বায়ু আছে বলেই আমাদের পৃথিরীটি উদ্ভিদ,-প্রাণী এবং মানুষের বসবাসযোগ্য তাই বায়ু হল পরিবেশের একটি গুরুত্ব পূর্ণ উপাদান বায়ু কয়েকটি গ্যাসের সমষ্টি। বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড ছাড়াও জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসও সামান্য পরিমাণে থাকে।

জল বা জলভাগ হল পরিবেশের একটি অতি প্রয়োজনীয় অজৈবিক উপাদান। পৃথিবীর মোট জলের অধিকাংশই হচ্ছে সাগর বা মহাসাগরের জল। তদুপরি বৃষ্টিপাত, হ্রদ, খাল-বিল, পুকুর, নদী-উপনদী, ঝরনা, ভূগর্ভস্থ জল হচ্ছে জলের এক একটি উৎস। জল ছড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না৷

৫। একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি অঙ্কন করো।

উত্তর:-


পাঠ-২ জীব ও পরিবেশ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!