Class 3 Bengali Book Question Answer খুঁজছেন? এখানে পাবেন এই বছরের তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ্যবই থেকে নেওয়া একটি জনপ্রিয় গল্প “বাঁদর ও বাবুই পাখির গল্প” এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই গল্পে শিক্ষার্থীরা শিখবে বুদ্ধি, পরিশ্রম এবং অভিজ্ঞতার গুরুত্ব। গল্পটি শুধু আনন্দ দেয় না, বরং শিশুদের জীবনের জন্য মূল্যবান শিক্ষা দিয়ে যায়।
আমরা এখানে দিয়েছি Class 3 Bengali শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় তৈরি প্রশ্নোত্তর, যাতে তারা পড়াশোনায় সহায়তা পায় এবং পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে। যারা নতুন বই থেকে নোটস খুঁজছেন, তাদের জন্য এটি হবে একদম উপযুক্ত সংগ্রহ।
চলুন দেখে নিই “বাঁদর ও বাবুই পাখির গল্প” পাঠের প্রশ্নোত্তর (Class 3 Bengali Book Question Answer), যা ছোটদের শেখাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।
(toc)
এই পাঠে বোঝানো হয়েছে মূলত - মানুষের মৌলিক প্রয়োজন তিনটি — অন্ন, বস্ত্র ও বাসস্থান। আমরা যেভাবে ঘর বানাই, অনেক পশু-পাখিও আছে যারা নিজেদের ঘর বানিয়ে নিতে পারে। অনেকে আবার পারেও না৷ আমরা জানবো 'বাঁদর ও বাবুই পাখির গল্প' মাধ্যমে আমরা এমন দুই ধরনের প্রাণী রয়েছে একদল বাসা বানাতে পারে এবং অন্য দল পারে না।
এখানে আমরা দিয়েছি এই পাঠের সহজ-সরল প্রশ্নোত্তর (Class 3 Bengali book question answer), যা তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিশেষভাবে সহায়ক হবে।
বাঁদর ও বাবুই পাখির গল্প
একজনের একটি ফলের বাগান ছিল। সেই বাগানে একটি নারকেল গাছও ছিল যেখানে অনেক বাবুই পাখি বাসা বানিয়েছিল।
একদিন আহারের সন্ধানে একদল বাঁদর সেখানে এসে হাজির হলো। তারা আহার করছিল, এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। তখন তারা গিয়ে সেই গাছটির নীচে আশ্রয় নিল। ধীরে ধীরে বৃষ্টির প্রকোপ বাড়তে লাগল। প্রচণ্ড হাওয়াও বই ছিল। ঠান্ডায়-ঠকঠক করে কাঁপতে শুরু করল। বাঁদরগুলোর এই অবস্থা দেখে পাখিদের খুব কষ্ট হলো। তাদের মধ্যে থেকে একটি পাখি বাঁদরের দলটিকে উদ্দেশ করে বলল, “তোমাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে। তোমরাও আমাদের মতো করে বাসা বানিয়ে নাও না? আমরা তো ঠোঁট দিয়েই বাসা বানিয়ে ফেলি, এই দেখো।”
পাখিটির কথা শুনে কয়েকটি বাঁদর রেগে গেল। তারা প্রচণ্ড ক্ষেপে গিয়ে খ্যাকখ্যাক করছিল আর বৃষ্টি থামার অপেক্ষা করছিল।বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে দুটো বাঁদর গাছের ওপর চড়ে বসল। বাসা ভেঙে লণ্ডভণ্ড করতে চাইল। সেটা দেখে বয়স্ক একটি বাঁদর বাধা দিয়ে বলল, “এই, ভাঙিস না। পাখিগুলো এত কষ্ট করে বাসা বানিয়েছে। সবাই তো ইচ্ছে করলেও বাসা বানাতে পারে না।”
ক্রিয়াকলাপ
১। এসো, আলোচনা করি ও লিখি-
ক) বাবুই পাখিগুলো কোন্ গাছে বাসা বেঁধেছিল?
উত্তরঃ বাবুই পাখিগুলো নারকেল গাছে বাসা বেঁধেছিল।
খ) বাঁদরগুলো বাগানে কীসের সন্ধানে এসেছিল?
উত্তরঃ বাঁদরগুলো বাগানে আহারের সন্ধানে এসেছিল ।
গ) বাঁদরগুলো গাছের নীচে কেন আশ্রয় নিয়েছিল?
উত্তরঃ বাঁদরগুলো গাছের নীচে বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিল ।
ঘ) কারা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল?
উত্তরঃ বাঁদরগুলো ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল ।
২। উত্তর কী হবে বলো ও লেখো —
“এই, ভাঙিস না, পাখিগুলো এত কষ্ট করে বাসা বনিয়েছে। সবাই তো ইচ্ছে করলেও বাসা বানাতে পারে না।”
ক) কে, কাকে এই কথাটি বলেছে?
উত্তরঃ একটি বয়স্ক বাঁদর অন্য দুটো বাঁদরকে এই কথাটি বলেছিল ।
খ) কারা কষ্ট করে বাসা বানিয়েছে?
উত্তরঃ বাবুই পাখিরা কষ্ট করে বাসা বানিয়েছে ।
গ) বাঁদর ছাড়া আর কারা কারা বাসা বানাতে পারে না?
উত্তরঃ বাঁদরের মতো আরও কিছু প্রাণী আছে যারা নিজেরা বাসা বানাতে পারে না।
যেমন – গোরু, মহিষ, ছাগল, ভেড়া, হাতি, হরিণ, গরিলা, শিম্পাঞ্জি ।
৩। সঠিক উত্তরটির পাশের চিহ্নটি পূর্ণ করো—
বাঁদরের দলটিকে বৃষ্টিতে ভিজতে দেখে বাবুই পাখি বলেছিল -“তোমাদের অবস্থা দেখে আমাদের খুব খারাপই লাগছে। তোমরাও আমাদের মতো করে বাসা বানিয়ে নাও না কেন? আমরা তো ঠোঁটদিয়েই বাসা বানিয়ে ফেলি, এই দেখো”
এ-কথাটি বলে পাখিগুলো বাঁদরগুলোকে —
(ক) রাগ দেখিয়েছিল
(খ) উপদেশ দিয়েছিল
(গ) অপমান করেছিল
(ঘ) উপহাস করেছিল
উত্তরঃ (খ) উপদেশ দিয়েছিল
৪। দড়িতে ঝুলন্ত সঠিক শব্দটি বেছে নিয়ে নীচের বাক্যগুলোর শূন্যস্থান পূর্ণ করো —
ক) এমন সময় ___________ করে বৃষ্টি নামল।উত্তরঃ এমন সময় ___ঝমঝম___ করে বৃষ্টি নামল।
খ) বাঁদরগুলো ভিজে ____________ হয়ে গিয়েছিল।
উত্তরঃ বাঁদরগুলো ভিজে ___চুপচুপে____ হয়ে গিয়েছিল।
গ) তারা ঠান্ডায় ______________ করে কাপতে শুরু করল।
উত্তরঃ তারা ঠান্ডায় ___ঠকঠক____ করে কাপতে শুরু করল।
ঘ) তারা ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ____________ করছিল ।
উত্তরঃ তারা ভেতরে ভেতরে প্রচণ্ড ক্ষেপে গিয়ে ___খ্যাকখ্যাক___ করছিল ।
ঙ) তারা পাখিগুলোর বাসা ভেঙে _______________ করতে চাইল ।
উত্তরঃ তারা পাখিগুলোর বাসা ভেঙে ____লণ্ডভণ্ড____ করতে চাইল ।
ভাষা-অধ্যয়ন
৫। "একজনের একটি ফলের বাগান ছিল”- এই বাক্যটিতে 'ছিল' শব্দটি পূর্বে অর্থাৎ আগে ছিল বা ঘটে গেছে এমন অবস্থা বোঝাচ্ছে। এরকম আগে ঘটে যাওয়া, থাকা, খাওয়া, করা ইত্যাদি অর্থ বোঝানো শব্দগুলো তোমাদের এই পাঠটি থেকে বেছে বের করো-
উত্তরঃ
৬। তালিকাটিতে যে শব্দগুলো দেওয়া হয়েছে সেটা একটি বোঝাচ্ছে নাকি তার চেয়ে বেশি সেটা ভাবো ও সঠিক স্থানে '' চিহ্ন দাও-
উত্তরঃ
শব্দ | একটি বোঝাচ্ছে | দুই বা তার চেয়ে বেশি বোঝাচ্ছে |
---|---|---|
গাছটি | ✔ | |
একদল | ✔ | |
পাখিগুলো | ✔ | |
দুটো | ✔ | |
কয়েকটি | ✔ |
জ্ঞান-সম্প্রসারণ
৭। (ক) গল্পটিতে তোমরা দেখেছ যে বাঁদরগুলোকে ভিজতে দেখে পাখিগুলোর মনে খুব কষ্ট হয়েছিল। নীচে কয়েকটি পরিস্থিতি তুলে দেওয়া হলো, এবার তোমরা ভাবো তো এমনটা ঘটলে তোমরা কী করবে?
তোমাদের দাদু-ঠাম্মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন।উত্তরঃ আমি তাঁদের পাশে থাকব, প্রয়োজনীয় জিনিস এনে দেব, ওষুধ খাওয়াতে সাহায্য করব। তাঁদের সাথে গল্প করব যাতে মন ভালো থাকে।
তোমার বন্ধুরা খেলায় জিতেছে।
উত্তরঃ আমি তাঁদের জয় দেখে খুশি হব, হাততালি দেব ও অভিনন্দন জানাব। পরের বার আমিও ভালো খেলার চেষ্টা করব।
বাসা থেকে একটি পাখির ছানা তোমার সামনে এসে পড়েছে।
উত্তরঃ আমি ছানাটিকে আঘাত না করে সাবধানে তুলে আবার তার বাসায় পৌঁছে দেব। যদি না পারি তবে বড়দের সাহায্য নেব।
(খ) বাবুই পাখির জায়গায় যদি তুমি থাকতে তাহলে বাঁদরগুলোকে কী বলতে? বলো তো।
উত্তরঃ যদি আমি বাবুই পাখির জায়গায় থাকতাম, তবে ভিজতে থাকা বাঁদরগুলোকে এভাবে বলতাম –
১) বন্ধুরা, দেখো বৃষ্টি আসছে। গাছের নিচে বা ডালে শুধু বসে থাকলে ভিজে যাবে। আমাদের মতো তোমরাও যদি একটু কষ্ট করে বাসা বানাও, তবে বৃষ্টিতে শুকনো থাকতে পারবে।
২) অলসতা করলে কষ্ট পেতে হয়। চেষ্টা করলে তোমারাও ভালো থাকবে।
মানে, আমি বাঁদরগুলোকে শ্রমের মূল্য ও নিজের কাজ নিজে করার গুরুত্ব বোঝাতে চাইতাম।
প্রকল্প
৮। ক) কোন্ কোন্ প্রাণী নিজেদের বাসা নিজেরা বানাতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো।
উত্তরঃ
প্রাণী | কী দিয়ে বাসা তৈরি করে |
---|---|
বাবুই পাখি | খড়, পাতা ও তন্তু দিয়ে ঝুলন্ত সুন্দর বাসা বানায়। |
কাক | ডালপালা ও খড় দিয়ে গাছে বাসা বানায়। |
চড়ুই পাখি | ছোটখাটো খড় ও পালক জোগাড় করে বাসা বানায়। |
শালিক | গাছের ফোঁকরে বা ঘরের কোণে বাসা বানায়। |
কাঠঠোকরা | গাছের কাণ্ডে গর্ত করে বাসা বানায়। |
পিঁপড়া | মাটির নিচে বা গাছে বাসা (কলোনি) বানায়। |
মৌমাছি | চাক বা মৌচাক বানিয়ে থাকে। |
বোলতা | কাগজের মতো পদার্থ তৈরি করে গোল চাক বানায়। |
উদবিড়াল | নদীর ধার ঘেঁষে গর্ত বানায়। |
খরগোশ | মাটির নিচে গর্ত করে বাসা বানায়। |
ইঁদুর | গর্ত খুঁড়ে বা খড়-পাতা জোগাড় করে বাসা বানায়। |
শিয়াল | মাটির নিচে গর্ত খুঁড়ে ডেরা বানায়। |
খ) বিভিন্ন পাখির বাসার ছবি সংগ্রহ করে একটি অ্যালবাম প্রস্তুত করো।
উত্তরঃ