প্রিয় শিক্ষার্থী আজ তৃতীয় শ্রেণির পরিবেশের পাঠ্যবইয়ের (Class 3) এর আমাদের চারপাশের পরিবেশ বইটির অধ্যায়ঃ ১ পরিবার ও সমাজ এর পাঠঃ ৩ আমাদের গ্রাম পাঠের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। নিচে সারিবদ্ধভাবে অনুশীলনীসহ ক্রিয়াকলাপের সকল ধনের প্রশ্ন উত্তর আছে , খুব সহজেই সেগুলো পড়তে পারবে।
(toc)
আমাদের গ্রাম (পাঠ- ৩): EVS Class 3 Question Answer Assam.
১। উত্তর দাও —
(ক) ডাক-ঘরের চিঠি-পত্র বিতরণ করা মানুষটিকে কী বলে?
উত্তরঃ ডাক-ঘরের চিঠি-পত্র বিতরণ করা মানুষটিকে পিয়ন বা পোষ্টম্যান বলে ।
(খ) চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য কে কে থাকেন?
উত্তরঃ চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য ডাক্তার ও নার্স থাকেন।
(গ) আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম লিখো।
উত্তরঃ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানটির নাম- থানা।
(ঘ) দুটো ধর্মীয় অনুষ্ঠানের নাম লিখো।
উত্তরঃ মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার।
২। 'ক' অংশে কিছু অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম ও 'খ' অংশে সেখানে দেওয়া সেবার বিষয়ে
অমিল ভাবে দেওয়া হয়েছে । কোন অনুষ্ঠানে কোন সেবা প্রদান করা হয় দাগ টেনে মিলাও—
'ক' অংশ | 'খ' অংশ |
---|---|
বিদ্যালয় | রোগীর চিকিৎসা করা হয়। |
চিকিৎসালয় | পড়াশোনা খেলাধুলা ইত্যাদি করা হয় |
ডাক-ঘর | শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হয়। |
পুলিস-থানা | বই-পত্র, আলোচনা ইত্যাদি ঘরে এনে পড়তে পারি। |
গ্রন্থাগার | চিঠি-পত্র আনা নেওয়া ও টাকা পয়সা আদান-প্রদান করা হয়। |
৩। শুদ্ধ না অশুদ্ধ লিখো —
(ক) একটি গ্রামে বেশ কয়েকটি পাড়া থাকে।
উত্তরঃ শুদ্ধ ।
(খ) চিঠি-পত্র আদান-প্রদান করা অনুষ্ঠানটির নাম ডাকঘর।
উত্তরঃ শুদ্ধ ।
(গ) পড়ার জন্য পুস্তক ও আলোচনা থাকা অনুষ্ঠানটির নাম ডাকঘর।
উত্তরঃ অশুদ্ধ ।
(ঘ) একটি পাড়াতে মাত্র একটি পরিবার থাকে।
উত্তরঃ অশুদ্ধ ।
(ঙ) আইন-শৃঙ্খলা রক্ষা করে প্রতিষ্ঠানটির নাম চিকিৎসালয়।
উত্তরঃ অশুদ্ধ ।
৪। তোমার গ্রাম বা শহরটির বিষয়ে পাঁচটা বাক্য লিখো।
উত্তরঃ
- আমার গ্রামের নাম - (নিজেদের গ্রামের নাম লিখবে)
- আমার গ্রামে একটি বিদ্যালয় আছে।
- আমার গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে।
- আমার গ্রামের পরিবহন ব্যবস্থা ভালো।
- আমার গ্রামে অনেকগুলো পাড়া আছে।
৫। তোমার গ্রাম না শহরটিতে আরোও কী কী সুবিধা আছে ভালো লাগলে লিখতে পারো।
উত্তরঃ আমার গ্রামে যেসব সুবিধা আছে সেইগুলো হলো-সরকারি চিকিৎসালয়, ডাকঘর,
পশু-চিকিৎসালয় ইত্যাদি।