আমাদের বিদ্যালয় (পাঠ- ২) EVS Class 3 Chapter 2 Question Answer Assam. অসমের বাংলা মাধ্যম পরিবেশ পাঠ্যবইয়ের প্রশ্ন উত্তর।
(toc)
আমাদের বিদ্যালয় Class 3 EVS
অনুশীলনী
১। উত্তর লেখো—
(ক) দিক কয়টা ও কী কী?
উত্তর: দিক প্রধানত চারটি যেমন- পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ।
(খ) তোমাদের বিদ্যালয়ের চারসীমা লিখো।
উত্তর: নিজেরা নিজেদের বিদ্যালয়ের চারসীমা লিখো।
(গ) তোমার ঘরের চারসীমা লিখো।
উত্তর: নিজে চেষ্টা করো।
(ঘ) চকলেটের খোসা, প্লাস্টিকের খালিবোতল ফেলতে কোন রঙের ডাষ্টবিন ব্যবহার করা উচিৎ?
উত্তর: চকলেটের খোসা, প্লাস্টিকের খালিবোতল ফেলতে নীল রঙের ডাষ্টবিন ব্যবহার করা উচিৎ।
২। শূন্যস্থান পূর্ণ করো
সূর্য সবসময় ___________ উদয় হয় এবং ____________ দিকে অস্ত যায়।
উত্তর: সূর্য সবসময় ___পূর্বদিকে___ উদয় হয় এবং ____পশ্চিম____ দিকে অস্ত যায়।
৩। পচন সার কীভাবে তৈয়ার করা হয় লিখো।
উত্তর: বিদ্যালয়ে বা ঘরে পচন সার তৈরি করার খুব সহজ নিয়ম—
- প্রথমে গর্ত করে নাও।
- গর্তে গাছের পাতা আর গোবর দিয়ে মোটামোটি ভর্তী করতে হবে।
- মাঝে মাঝে একটু জল দিয়ে পাতাগুলো ভিজিয়ে রাখো।
- পাতাগুলো নিয়ম করে নাড়াচাড়া করো যেন বায়ু চলে আসতে পারে।
কয়েক মাস পরে পাতা গুলো পচে মাটি্র মতো হয়ে যাবে, সেটাই হলো পচন সার। এই সার দিলে গাছ ভালো হয়ে ওঠে ও বেশি ফল দেয়। এটাই হলো পচন সার তৈরির সহজ উপায়।
৪। ফেলারযোগ্য কাগজ থেকে কী কী জিনিস তৈয়ার করতে পারি লিখো।
উত্তর: ফেলারযোগ্য বা বর্জ্য কাগজ থেকে নিম্নলিখিত জিনিস তৈরি করা যায়—
- বইয়ের কভার, সজ্জার জিনিসপত্র।
- কাগজের ব্যাগ ।
- পুতুল, হ্যান্ডিক্রাফটের জিনিস ।
- উপহার দেওয়ার প্যাকেজিং পাত্র বা ব্যাগ ।