আমাদের প্রত্যেকেরই একটি নিজের নিজের ঘর আছে। মা-বাবা, দিদি-বোন, ভাই-দাদা প্রভৃতি সকলে এক সাথে মিলেমিশে থাকা এক একটি ঘরকেই পরিবার বলে৷
আজ আমরা তৃতীয় শ্রেণির EVS Class 3 Chapter 1 Question Answer (আমাদের পরিবার) এই পাঠ নিয়ে আলোচনা করবো ও সকল প্রশ্ন উত্তর দেখবো ।
(toc)
আমাদের পরিবার Class 3 Question Answer
অনুশীলনী
১। সংক্ষিপ্ত উত্তর দাও —
(ক) পরিবার কাকে বলে?
উত্তর:- মা-বাবা, দিদি-বোন, ভাই-দাদা প্রভৃতি সকলে এক সাথে মিলেমিশে থাকা এক একটি ঘরকেই পরিবার বলে৷
(খ) একক পরিবারে কোন কোন সদস্য থাকে?
উত্তর:- একক পরিবারে মা-বাবা ও তাদের ছেলে-মেয়ে থাকেন ৷
(গ) যৌথ পরিবারে কোন কোন সদস্য থাকে?
উত্তর:- যৌথ পরিবারে ঠাকুরদা-ঠাকুরমা, জ্যাঠামশাই-জ্যাঠিমা, কাকা-কাকিমা, পিসি, কাকা ও ছেলে-মেয়ে থাকেন।
২। সঠিক শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ কর
প্রাথমিক, সাহায্য, স্নেহপ্রীতি
(ক) পরিবার সমাজের ______________ একক।
উত্তর: পরিবার সমাজের ___প্রাথমিক___একক।
(খ) পরিবারের সদস্যদের মধ্যে ___________ থাকতে হয়।
উত্তর: পরিবারের সদস্যদের মধ্যে ____স্নেহপ্রীতি___ থাকতে হয়।
(গ) পরিবারের সদস্যরা একজন অপরজনকে ___________ করতে হয়।
উত্তর: পরিবারের সদস্যরা একজন অপরজনকে ___সাহায্য____ করতে হয়।
৩। পরিবারের সদস্যরা একজন, অপরজনের আদর-যত্ন কীভাবে নেয়-তা লিখো।
উত্তর: পরিবারের সদস্যরা একে অপরকে নানা ভাবে আদর-যত্ন ও ভালোবাসা দেখায়। যেমন—
- সহানুভূতি ও সাহায্য
- খাবার বানানো ও খাওয়ানো
- পড়ালেখায় সাহায্য
- মাথায় হাত বুলিয়ে দেওয়া ও আদর করা
- সহযোগিতা ও উৎসাহ
- দুঃখ-কষ্ট ভাগাভাগি
- ভালোবাসা ও শ্রদ্ধা করা
এভাবেই একে অপরের প্রতি খেয়াল রাখে এবং ভালোবাসা ও যত্ন দিয়ে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত করে তোলে।
৪। সম্পর্কটি একটি শব্দে লিখো।
(ক) মায়ের ভাই —
(খ) বাবার দাদা —
(গ) কাকার ছেলে —
(ঘ) মাসির মেয়ে —
উত্তর: (ক) মায়ের ভাই — মামা ।
(খ) বাবার দাদা — জ্যাঠামশাই ।
(গ) কাকার ছেলে — কাকাতো ভাই ।
(ঘ) মাসির মেয়ে — মাসতুতো বোন ।
৫। ঘরে ব্যবহার করা একটি বাসনের ছবি আঁকো।
উত্তর: