For Class 3 EVS Lesson 6 Question Answer Assam. তৃতীয় শ্রেণির পরিবেশের প্রশ্ন উত্তর অসম।
(toc)
আমাদের চারপাশের প্রাণীরা (পাঠ - ৬)
১। এক শব্দে উত্তর লেখো —
(ক) জলে সাঁতার কাটে, এমন একটি পাখির নাম ।
উত্তরঃ পেংগুইন ।
(খ) সবচেয়ে বড় পাখিটির নাম।
উত্তরঃ উটপাখি ।
(গ) মাটি ও জল উভয়স্থানে বাস করে, এমন একটি প্রাণীর নাম।
উত্তরঃ ব্যাঙ ।
(ঘ) দুটো বেয়ে ওঠা প্রাণীর নাম।
উত্তরঃ টিকটিকি, সাপ ।
(ঙ) দুটো লাফিয়ে চলা প্রাণীর নাম।
উত্তরঃ ব্যাঙ, খরগোশ, চড়ুই ।
২। শূন্যস্থান পূর্ণ করো —
(ক) পাখির __________ ফাঁপা হওয়ার জন্য দেহটি _________ ।
উত্তরঃ পাখির ___হাঁড়___ ফাঁপা হওয়ার জন্য দেহটি
___হালকা___ ।
(খ) দোয়েল পাখির ______________ শক্তিশালী।
উত্তরঃ দোয়েল পাখির ____ডানা____ শক্তিশালী।
(গ) জলেবাস করে বলে মাছ একধরনের ____________ প্রাণী।
উত্তরঃ জলেবাস করে বলে মাছ একধরনের ___জলচর___ প্রাণী।
(ঘ) উইপোকা মাটির সাহায্যে ____________ তৈরি করে ।
উত্তরঃ উইপোকা মাটির সাহায্যে ___উইটিবি___ তৈরি করে।
৩। গৃহপালিত প্রাণীরা আমাদের কোন কাজে সাহায্য করে?
উত্তরঃ গৃহপালিত প্রাণীরা আমাদের নানা কাজে সাহায্য করে, যেমন —
- দুধ, ডিম দেয় – গরু, ছাগল দুধ দেয়; মুরগি ও হাঁস ডিম দেয়।
- চাষাবাদের কাজে সাহায্য করে – গরু, মহিষ ক্ষেত চাষে ব্যবহৃত হয়।
- পরিবহন ও বোঝা বহনে সাহায্য করে – ঘোড়া, গরু, গাধা গাড়ি টানে।
- রক্ষা ও নিরাপত্তা দেয় – কুকুর ঘর পাহারা দেয়।
- গোবর সরবরাহ করে – গোবর সার ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
৪। মাছ কিভাবে জলে সাতার কাটে ?
উত্তরঃ দেহের দুপাশের পাখনা ও ল্যাজের সাহায্যে মাছ জলে সাতার কাটে ।
৫। নিচে ছবিতে দেওয়া প্রাণীগুলোর নাম ও বাসস্থান লেখো —
উত্তরঃ
প্রাণীগুলোর নাম | বাসস্থান |
---|---|
কইমাছ | পুকুর, নদী, খালে । |
কুমটি | মাটির গর্তে । |
খরগোশ | ঘরের খাঁচা , খামার , বনে। |