তৃতীয় শ্রেণির পরিবেশের Class 3 EVS 'আমাদের চারপাশের পরিবেশ' পাঠ্যবইয়ের পাঠঃ ৫ "চলো বাগানে যাই" পাঠের প্রশ্ন উত্তর অসম বাংলা মাধ্যম ।
(toc)
চলো বাগানে যাই Class 3
১। উত্তর লিখো —
(ক) একটি আরোহীলতার নাম।
উত্তরঃ একটি আরোহীলতার নাম হলো — পান, গোলমরিচ, ভাদালি পাতা ইত্যাদি।
(খ) চারটি বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম।
উত্তরঃ চারটি বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম হলো — আম, কাঁঠাল, জাম, অশ্বথ ইত্যাদি।
(গ) দুটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম।
উত্তরঃ দুটি গুল্মজাতীয় উদ্ভিদের নাম হলো — ডালিম, লেবু, মেহেন্দি ইত্যাদি।
(ঘ) বর্ষাকালের দুরকম শাক-সবজির নাম।
উত্তরঃ বর্ষাকালের দুরকম শাক-সবজির নাম হলো — লাউ, ঝিঙে, করলা (উচ্ছে), পটল, বেগুন, কচু, শসা ইত্যাদি।
(ঙ) দুরকম অসমের মূল্যবান কাঠের নাম লেখো।
উত্তরঃ অসমের দুরকম মূল্যবান কাঠের নাম হলো — শাল, হলং, বনসোম, তিতাচাপা ইত্যাদি।
২। শূন্যস্থান পূর্ণ করো —
(ক) গাছ _____________র সাহায্যে জল শুষে নেয়।
উত্তরঃ গাছ ____শিকড়_____র সাহায্যে জল শুষে নেয়।
(খ) মৌ-মাছি ফুলের আহরণ করে _____________ তৈরি করে।
উত্তরঃ মৌ-মাছি ফুলের আহরণ করে ____মধু_____ তৈরি করে।
(গ) অর্কিড ____________ কালে ফোটে ।
উত্তরঃ অর্কিড ____বসন্ত___ কালে ফোটে ।
(ঘ) পৃথিবীর সবচেয়ে উঁচু তৃণজাতীয় উদ্ভিদটি হল _________ ।
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে উঁচু তৃণজাতীয় উদ্ভিদটি হল ___বাঁশগাছ___ ।
(ঙ) ডালিম ____________ জাতীয় উদ্ভিদ ।
উত্তরঃ ডালিম ___গুল্ম____ জাতীয় উদ্ভিদ ।
৩। শুদ্ধ শব্দটিতে '✔' চিহ্ন দাও —
(ক) বাঁশ গাছ গুল্ম / বৃক্ষ / তৃণজাতীয় উদ্ভিদ ।
(খ) বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত / কোমল / ফাঁপা ।
(গ) উদ্ভিদ কাণ্ড / শিকড়ের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে ।
(ঘ) উদ্ভিদের কাণ্ড / শিকড় থেকে, ডাল-পাতা বের হয়।
(ঙ) ঘৃতিকুমারী তৃণ / গুল্মজাতীয় উদ্ভিদ ।
উত্তরঃ
৪ । আকার ও গঠনের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়টিভাগে ভাগ করা হয়েছে? ভাগ কয়টি কী কী?
উত্তরঃ আকার ও গঠনের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে যেমন — তৃণজাতীয় উদ্ভিদ, গুল্মজাতীয় উদ্ভিদ এবং বৃক্ষজাতীয় উদ্ভিদ।
৫। একটি গাছ এঁকে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো।
উত্তরঃ
৬। 'গাছ-পালা' সংরক্ষণ এর প্রতি সচেতনতার জন্য শ্লোগান লিখে পোস্টার তৈরি করো।
উত্তরঃ