আমাদের গ্রাম (পাঠ- ৪): EVS Class 3 Question Answer Assam. তৃতীয় শ্রেণির পরিবেশ বই "আমাদের চারপাশের পরিবেশ" বইয়ের অধ্যায়ঃ ১ এর পাঠঃ৪ আমাদের উৎসব পাঠের প্রশ্ন উত্তর।
(toc)
আমাদের উৎসব Class 3 EVS
অনুশীলনী
১। উত্তর লিখো —
(ক) তোমরা কী কী উৎসব পালন করো?
উত্তরঃ আমরা দূর্গাপূজা, সরস্বতী পূজা, বড়দিন, ঈদ, ফাতেহা-ই-দোবাজ-দহম, ব'হাগ
বিহু, মাঘ বিহু, কাতি বিহু, আলি-আই-লৃগাং, বাইখো, বৈশাগু, করম পূজা ইত্যাদি উৎসব
পালন করি। (এগুলোর মধ্যে নিজেদের পালন করা উৎসব বেছে বের করে লিখবে)
(খ) তোমরা উৎসব পালন করতে কী কী জিনিস নাও ও কী কী জিনিস খাও?
উত্তরঃ আমরা উৎসব পালন করতে নতুন কাপড়-চোপড়, ঢাক-ঢাল, রঙ ছাড়া আরোও বিভিন্ন ধরনের
উৎসবীয় জিনিস নিই।
উৎসবে আমরা নানা ধরনের খারার খাই যেমন — পিঠে-পুলি, কেক, সেমুই, পোলাও আরও বিভিন্ন মুখরোচক খাবার খাই।
(গ) ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব কী?
উত্তরঃ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব হলো ঈদ।
(ঘ) খ্রিস্টানদের প্রধান উৎসবটির নাম কী?
উত্তরঃ খ্রিস্টানদের প্রধান উৎসবটির নাম হলো বড়দিন।
২। ধর্মের সাথে জড়িত দুইটি উৎসবের নাম লিখো?
উত্তরঃ ধর্মের সাথে জড়িত দুইটি উৎসবের নাম হলো — দূর্গাপূজা, সরস্বতী পূজা,
বড়দিন, ঈদ, ফাতেহা-ই-দোবাজ-দহম ইত্যাদি।
৩। কৃষিক্ষেতের সাথে জড়িত দুইটি উৎসবের নাম লিখো।
উত্তরঃ কৃষিক্ষেতের সাথে জড়িত দুইটি উৎসবের নাম হলো — ব'হাগ বিহু, মাঘ বিহু, কাতি
বিহু, আলি-আই-লৃগাং, বাইখো, বৈশাগু, করম পূজা ইত্যাদি।
৪। বিদ্যালয়ে পালন করা উৎসব সমূহের নাম লিখো।
উত্তরঃ বিদ্যালয়ে পালন করা উৎসব সমূহের নাম হলো — স্বাধীনতা দিবস, গণতন্ত্র
দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস, যোগ দিবস, ইত্যাদি।
৫। তোমার ভালো লাগা একটি উৎসবের বিষয়ে পাঁচটি বাক্য লিখো।
উত্তরঃ দূর্গাপূজা:
- দূর্গাপূজা আমাদের সবার জন্য খুব আনন্দের উৎসব।
- দেবী দুর্গার মূর্তি প্যান্ডেলে বসানো হয়।
- সবাই নতুন জামা পরে পূজায় যায়।
- মেলা, আলো আর সুন্দর সাজসজ্জা থাকে।
- দশমীতে দেবীকে বিদায় জানিয়ে উৎসব শেষ হয়।
ঈদ:
- ঈদ মুসলমানদের বড় আনন্দের দিন।
- এক মাস রোজা রাখার পর ঈদ হয়।
- সবাই নামাজ পড়ে আর শুভেচ্ছা জানায়।
- নতুন জামা পরে সেমাই ও মিষ্টি খায়।
- গরিবদেরও সাহায্য করা হয় এই দিনে।
বড়দিন:
- বড়দিন খ্রিস্টানদের আনন্দের উৎসব।
- এই দিন যিশুখ্রিস্টের জন্মদিন পালন হয়।
- গির্জায় প্রার্থনা আর গান হয়।
- ক্রিসমাস ট্রি সাজানো হয় ও কেক খাওয়া হয়।
- সান্তা ক্লজ শিশুদের উপহার দেয়।
বিহু:
- বিহু আসামের সবচেয়ে আনন্দের উৎসব।
- বছরে তিনবার বিহু হয় – রঙালি, কঙালি ও ভোগালি।
- বিহুর সময় সবাই নাচগান করে।
- পিঠা আর মিষ্টি খাওয়া হয়।
- সবাই মিলে আনন্দে কাটায় এই সময়।
৬। আমাদের দেশের জাতীয় পতাকার ছবি এঁকে রঙ করো?
উত্তরঃ
৭। শব্দ ছকে থাকা উৎসব গুলোর নামগুলো বেছে বের করে খাতায় লিখো।
উত্তরঃ
দুর্গাপূজা, দীপাবলি, বড়দিন, ঈদ, ব'হাগ বিহু ।