হ্যালো ছাত্র-ছাত্রী তথা অভিভাবকগণ, Dailybarak.com এর পক্ষ থেকে এই পোস্টে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ (Class III Environment Science) বই (আমরা ও আমাদের পরিবেশ) এর দ্বিতীয় পাঠ 'আমাদের চারপাশের প্রাণীরা' সম্পূর্ণ নোট ও প্রশ্ন-উত্তর প্রদান করছি।
'আমাদের চারপাশের প্রাণীরা 'এই পাঠ থেকে ছাত্র-ছাত্রীরা যাহা শিখবে-
- চারপাশের প্রাণী ও পাখির সাধারণ বৈশিষ্ট্যসমূহ , চলন, কোথায় পাওয়া যায়, খাদ্যাভাস, ডাক ইত্যাদি চিনতে পারবে ।
 - ইন্দ্রিয়ের সাহায্যে প্রাণী, পাখি, ও বিভিন্ন জিনিসের বাহ্যিক রূপ/চলন/পছন্দ-অপছন্দ ইত্যাদির সাদৃশ্য-বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে এইগুলোর শ্রেণি বিভাজন করতে পারবে ।
 - চারদিকের প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হবে ।
 - চিত্র, নক্সা, নমুনা, মডেল বানাতে পারবে ও ছবি ইত্যাদি আকতে পারবে ও সঙ্গে Album প্রস্তুত করতে পারবে ।
 
(toc)
অনুশীলনী
১। উত্তর লেখো
  (ক) মাছ কিভাবে জলে সাঁতার কাটে?
উত্তর:- দেহের দুপাশের পাখনা ও ল্যাজের
  সাহায্যে মাছ জলে সাঁতার কাটে৷
  (খ) ব্যাঙকে উভচর প্রাণী কেনো বলা হয়?
উত্তর:- ব্যাঙ জল ও মাটি দুই জায়গায়
  বসবাস করে তাই তাকে উভচর প্রাণী বলে।
  (গ) আশ্রয় স্থলের ওপর ভিত্তি করে প্রাণীকে কী কী ভাগে বিভক্ত করা হয়েছে?
উত্তর:-
  আশ্রয় স্থলের ওপর ভিত্তি করে প্রাণীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। যেমন – স্থলচর
  প্রাণী, জলচর প্রাণী ও উভচর প্রাণী।
  (ঘ) পাখি কিভাবে ওড়ে?
উত্তর:- পাখি তার পালকযুক্ত ডানাদুটো ও ল্যাজের
  সাহায্যে উড়ে।
  (ঙ) আমরা গৃহপালিত প্রাণীর যত্ন কিভাবে নেই?
উত্তর:- আমরা গৃহপালিত প্রাণীর
  যত্ন যেভাবে নেই –
- প্রাণীদের সময়মত খাদ্য ও জল দেই।
 - বিশ্রামের জন্য বাসস্থান তৈরি করে দেই।
 - স্নান করিয়ে পরিষ্কার করে রাখি।
 - প্রাণীর বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি৷
 - প্রাণী অসুস্থ হলে চিকিৎসালয়ে নিয়ে যাই।
 - বিভিন্ন রকম অসুখ থেকে রক্ষা করার জন্য নিয়মিত টিকাকরণ করতে হয়৷
 
  (চ) দুধ থেকে তৈরি হওয়া চার প্রকারের খাদ্যের নাম লেখো।
উত্তর:- দুধ থেকে
  তৈরি হওয়া চার প্রকারের খাদ্যের নাম – দই, পনির, মাখন, আইসক্রিম ইত্যাদি ।
  (ছ) প্রাণী আমাদের কি কি কাজে সাহায্য করে লেখো।
উত্তর:- প্রাণী আমাদের
  যেভাবে সাহায্য করে -
- কৃষি কাজে সাহায্যে করে।
 - বাড়ি পাহারা দিতে সাহায্য করে।
 - জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া আনা ছাড়াও আরো বিভিন্ন কাজে সাহায্য করে।
 
২। এক শব্দে উত্তর লেখো-
(ক) জলে সাঁতার কাটে যে পাখি।
উত্তর:- পেঙ্গুইন।
(খ) সবচেয়ে ছোটো পাখি।
উত্তর:- হামিংবার্ড ।
(গ) জল ও মাটি উভয় স্থানে বাস করে যে প্রাণী।
উত্তর:- উভচর প্রাণী।
(ঘ) ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয় যে প্রাণী।
উত্তর:- মাছ ৷
(ঙ) রাতে পাহারা দেয় যে প্রাণী।
উত্তর:- কুকুর ।
(চ) ডানার সাহায্যে জলে সাঁতার দেয় যে প্রাণী
উত্তর:- পেঙ্গুইন।
৩। শূন্যস্থান পূরণ করো –
  (ক) মাছ শরীরের দুপাশের ও পেছন অংশের __________ র
  সাহায্যে জলে সাঁতার দেয়।
উত্তর:- মাছ শরীরের দুপাশের পাখনা ও পেছন অংশের
  ____ল্যাজের____ সাহায্যে জলে সাঁতার দেয়।
  (খ) মাছ ___________ র সাহায্যে শ্বাস-প্রশ্বাস
  নেয়।
উত্তর:- মাছ ___ফুলকার___ সাহায্যে শ্বাস-প্রশ্বাস নেয়।
  (গ) পাখির __________ ফাঁপা তাই দেহটি _________।
উত্তর:- পাখির __হাড়গুলো__ ফাঁপা তাই দেহটি  __হালকা ___৷
  (ঘ) পেংগুইন ___________র সাহায্যে জলে সাঁতার কাটে।
উত্তর:- পেংগুইন ___ডানার___ সাহায্যে
  জলে সাঁতার কাটে।
  (ঙ) উটপাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে ___________।
উত্তর:- উটপাখি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো প্রজাতির পাখি।
৪। প্রাণী আমাদের কী কী কাজে সাহায্য করে লেখো।
উত্তর:- প্রাণী আমাদের বিভিন্ন ভাবে সাহায্যে করে যেমন – মাঠে চাষের জন্য ও ধান মাড়াই করার জন্য গরু সাহায্যে করে। গৃহ সুরক্ষিত রাখার জন্য বাড়িতে কুকুর প্রতিপালন করা হয়৷ বাড়িতে ইঁদুর কমাবার জন্য বেড়াল পোষা হয় ।
আমাদের চারপাশের প্রাণীরা পাঠের ক্রিয়াকলাপের প্রশ্ন ও উত্তর
| লাফিয়ে চলা | উড়ে চলা | বেয়ে চলা | 
|---|---|---|
| ব্যাঙ, খরগোশ, টুনটুনি পাখি ইত্যাদি। | টিয়া, শালিক, ঘুঘু, বক, কাক, বুলবুলি ইত্যাদি। | টিকটিকি, সাপ | 
  আমরা বাড়িতে প্রাণী কেন প্রতিপালন করি নীচে দেওয়া ছবিগুলোর সাহায্যে বলো৷
  উত্তর: আমরা বাড়িতে প্রাণী প্রতিপালন কারণ গুলো হলো-
প্রথম ছবিঃ আমরা চাষাবাদের জন্য গরু প্রতিপালন করি যাহা জমিতে হাল দেওয়ার ক্ষেত্রে অনেক সাশ্রয় হয় ।
দ্বিতীয় ছবিঃ আমরা মাঠ থেকে শস্য আনা-নেওয়ার জন্য গরুর গাড়ি ব্যবহার করি।
তৃতীয় ছবিঃ আমরা গরুর দুধ খেয়ে সুস্থ থাকি তাই গরু প্রতিপালন করি ।
চতুর্থ ছবিঃ পরিবারের অর্থনীতি সাবলিল থাকার জন্য আমার মুরগি প্রতিপালন করি।
  কোন গৃহপালিত প্রাণী থেকে কী কী খাদ্য পাওয়া যায় নীচের তালিকাতে অন্তর্ভুক্ত করো-
  
  উত্তর:
| প্রাণীর নাম | কী কী খাদ্য পাওয়া যায় | 
|---|---|
| গোরু-মহিষ | দুধ | 
| হাঁস-মুরগি | ডিম | 
| ছাগল | দুধ | 
  নীচের শব্দভাণ্ডার থেকে গৃহপালিত প্রাণীর নাম বেছে O চিহ্নের ঘেরাও দাও।
  উত্তর:
  ওপরের ছবিগুলো লক্ষ্য করো, গৃহপালিত প্রাণীগুলোর কেমনভাবে যত্ন করা হচ্ছে বলো।
  তোমার বাড়িতে কি কি গৃহপালিত প্রাণী আছে। তাদের কিভাবে যত্ন নেওয়া হয়? বাড়ির
  বড়োদের থেকে জেনে লেখো৷
  
  উত্তর: আমার বাড়িতে গরু, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি ইত্যাদি গৃহপালিত প্রাণী আছে।
  তাদের আমরা যেভাবে যত্ন নেই যেমন-
- প্রাণীদের সময়মত খাদ্য ও জল দেই।
 - বিশ্রামের জন্য বাসস্থান তৈরি করে দেই।
 - স্নান করিয়ে পরিষ্কার করে রাখি।
 - প্রাণীর বাসস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখি ৷
 - প্রাণী অসুস্থ হলে চিকিৎসালয়ে নিয়ে যাই ।
 - বিভিন্ন রকম অসুখ থেকে রক্ষা করার জন্য নিয়মিত টিকাকরণ করি ৷
 - রাত্রে অন্য জীব-জন্তুর হাত থেকে রক্ষা পেতে সুরক্ষা প্রদান করি ।
 
  তোমার ছাগল ছানাটি দুদিন ধরে খাবার খাচ্ছে না। কি ব্যবস্থা করা উচিত হবে বলে তুমি
  মনে করো।
  
  উত্তর: আমি মনে করি যদি ছাগল ছানাটি খাবার না খায় তখনই আমি বুঝে নেবো ছাগল
  ছানাটির অসুখ হয়েছে তাই, আমি আমার অভিভাবকে পরামর্শ দেবো ছাগল ছানাটিকে পশু
  চিকিঠসালয়ে নিয়ে যাওয়ার জন্য।

