আমাদের ক্ষুদ্র শিল্প পাঠ ১৪ প্রশ্ন উত্তর Class IV Environment

ডেইলি বরাক
By -

আমাদের ক্ষুদ্র শিল্প পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তর Class IV Environment Question Answer Assam

(toc)

আমাদের ক্ষুদ্র শিল্প

১। উত্তর লেখোঃ

(ক) কুটির শিল্প কাকে বলে ?
উত্তরঃ যে শিল্পসমূহে ব্যবহার করা কাঁচা সামগ্রীগুলো সাধারণত স্থানীয়ভাবে সহজেই পাওয়া যায় এবং সামগ্রীগুলো উৎপাদন করতে যন্ত্রপাতি কম ব্যবহার করা হয় তাদের কুটির শিল্প বলে।

(খ) মৃৎশিল্পের বিশেষ আকর্ষণ কী ?
উত্তরঃ মাটির সাহায্যে করা শিল্প কার্যকে মৃৎশিল্প বলে। ‘টেরাকোটা’। মৃৎশিল্পের অন্যতম আকর্ষণ।

(গ) বাগানে চা পাতা কীভাবে প্রস্তুত করা হয় ?
উত্তরঃ বাগান থেকে কোমল বা কুঁড়ি পাতা ছিঁড়ে, শুকিয়ে পরে বিশেষ পদ্ধতিতে মেশিনে চা-পাতা প্রস্তুত করা হয়।

২। সংক্ষিপ্ত উত্তর লেখোঃ—

(ক) অসমের দুপ্রকার কুটির শিল্পের নাম লেখোঃ
উত্তরঃ অসমের দু প্রকার কুটির শিল্প হল — বয়ন শিল্প এবং বেত শিল্প।

(খ) চা চাষ করা হয় এমন তিনটি জেলার নাম লেখ।
উত্তরঃ চা চাষ করা হয় তিনটি জেলার নাম হল — তিনসুকিয়া , ডিব্ৰুগড় এবং শিবসাগর জেলা।

(গ) কোন শিল্পোদ্যোগ অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে অসমকে সাহায্য করে ?
উত্তরঃ চা শিল্প অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে অসমকে সাহায্য করে।

(ঘ) অসমের কোন স্থানটিকে বস্ত্র নগরী বলে ?
উত্তরঃ অসমের শুয়ালকুচিকে বস্ত্রনগরী বলা হয়।

(ঙ) মৃৎশিল্প কেন্দ্র রয়েছে এমন তিনটি জায়গায় নাম লেখো ।
উত্তরঃ মৃৎশিল্প থাকা তিনটি জায়গার নাম হল — আশারীকান্দি, হাজো এবং করিমগঞ্জ।

(চ) বয়ন কেন্দ্রে উৎপাদিত দু প্রকার কাপড়ের নাম লেখো।
উত্তরঃ বয়ন কেন্দ্রে উৎপাদিত দু প্রকার কাপড় হল — পাট-মুগা কাপড় ও এণ্ডী কাপড়।

৩। শুদ্ধ বাক্যটিতে ‘✓’ চিহ্ন দাওঃ-

(ক) কুটির শিল্পে যন্ত্র-পাতির ব্যবহার অধিক।
উত্তরঃ অশুদ্ধ।

(খ) চা-শিল্প অসমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শিল্প।
উত্তরঃ শুদ্ধ।

(গ) ঢকুয়াখানাতে বয়ন কেন্দ্র আছে।
উত্তরঃ শুদ্ধ।

(ঘ) অসমের পাট-মুগা কাপড় দেশ-বিদেশে সমাদৃত।
উত্তরঃ শুদ্ধ।

(ঙ) বয়ন কেন্দ্রের অন্যতম আকর্ষণ টেরাকোটা।
উত্তরঃ অশুদ্ধ।

৪। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাওঃ

‘ক’ ‘খ’
সর্থেবাড়ি মৃৎশিল্প
ঢকুয়াখানা পিতলের শিল্প 
আশারীকান্দি বয়ন শিল্প 
হাজো কাঁসা শিল্প

উত্তরঃ

‘ক’ ‘খ’
সর্থেবাড়ি পিতলের শিল্প
ঢকুয়াখানা মৃৎশিল্প
আশারীকান্দি কাঁসা শিল্প
হাজো বয়ন শিল্প

৫। কাঁসার বাসন প্রস্তুতকারী ব্যক্তিকে কী বলে ?

উত্তরঃ কাঁসার বাসন প্রস্তুত করা ব্যক্তিকে কাঁসার বলে।

৬। অসমে চা-শিল্প গড়ে ওঠার কারণ কী ? 

উত্তরঃ আসামের মাটি চা শিল্পের  জন্য উপযোগী  হওয়ার  জন্য এখানে প্রচুর পরিমাণে চা পাতা উৎপন্ন হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!