প্রাকৃতিক সম্পদ পাঠ ১২ Class IV Environment Question Answer Assam

ডেইলি বরাক
By -

প্রাকৃতিক সম্পদ পাঠ ১২ Class IV Environment Question Answer Assam

প্রাকৃতিক সম্পদ পাঠের প্রশ্ন উত্তর

১। উত্তর লেখো

(ক) প্রাকৃতিক সম্পদ কাকে বলে ?
উত্তরঃ প্রকৃতিতে পাওয়া সম্পদগুলো যেমন— বায়ু, জল, মাটি, খনিজ পদার্থ, অরণ্য, বন্য প্রাণী ইত্যাদিকে প্রাকৃতিক সম্পদ বলে ।

(খ) খনিজ সম্পদ কাকে বলে ?
উত্তরঃ ভূ-গর্ভে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ইত্যাদি পাওয়া যায়। এই সম্পদগুলিকে খনিজাত বা খনিজ সম্পদ বলা হয়।

(গ) অসমের খনিজ সম্পদ  কোনগুলো ?
উত্তরঃ অসমের খনিজ সম্পদগুলো হল — পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর ইত্যাদি।

(ঘ) অসমকে কেন ‘তরল সোনার দেশ ’ বলা হয় ?
উত্তরঃ অসম পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত। এক্ষেত্রে অসম ভারতের অন্য রাজ্যগুলির তুলনায় অধিক ধনী। এইজন্য অসমকে ‘তরল সোনার দেশ’ বলে।

(ঙ) জলজ সম্পদ কী ?
উত্তরঃ জলে সম্পদ হল জলে থাকা উদ্ভিদ ও প্রাণী সমূহ যেমন মাছ, কাচ্ছপ, কুমির ইত্যাদি।

(চ) অসমকে কেন ‘নদীমাতৃক দেশ’ বলা হয় ?
উত্তরঃ অসমে নদ- নদীর সংখ্যা অনেক বলেই অসমকে ‘নদীমাতৃক দেশ’ বলে।

(ছ) তিন প্রকার বনজ সম্পদের নাম লেখো।
উত্তরঃ তিন প্রকার বনজ সম্পদের নাম হল – শাল, সেগুন, বাঁশ ইত্যাদি।

২। প্রকৃতিক সম্পদগুলোর কেন সদব্যবহার করা উচিত ?

উত্তরঃ সকল প্রাকৃতিক সম্পদই অতি মূল্যবান। তাই এই সম্পদগুলো সংরক্ষণ করা উচিত যাতে প্রকৃতি থেকে এগুলো নিঃশেষ না হয়ে যায়।

৩। শুদ্ধ উত্তরটিতে ‘✓’ চিহ্ন দাওঃ 

(ক) আলকাতরা কয়লাখনিতে পাওয়া যায়।
উত্তরঃ অশুদ্ধ।

(খ) চুনাপাথর একপ্রকার বনজ সম্পদ।
উত্তরঃ অশুদ্ধ।

(গ) আমাদের উচিত প্রাকৃতিক সম্পদের সদব্যবহার করা।
উত্তরঃ শুদ্ধ।

(ঘ) অসমের কার্বি আলং জেলায় পেট্রোলিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়।
উত্তরঃ অশুদ্ধ।

(ঙ) ভূ-গর্ভে পাওয়া পেট্রোলিয়াম সরাসরিভাবে ব্যবহার করার উপযোগী।
উত্তরঃ অশুদ্ধ।

৪। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও

‘ক’ ‘খ’
কয়লা বনজ সম্পদ
পেট্রোলিয়াম জলজ সম্পদ
গণ্ডার, হাতি খনিজ সম্পদ
জলে বাসকারী প্রাণীগুলো তরল সোনা

উত্তরঃ

‘ক’ ‘খ’
কয়লা খনিজ সম্পদ
পেট্রোলিয়াম তরল সোনা
গণ্ডার, হাতি বনজ সম্পদ
জলে বাসকারী প্রাণীগুলো জলজ সম্পদ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!