বীজাণু ও রোগ পাঠ ১০ Class IV Environment Question Answer

ডেইলি বরাক
By -

বীজাণু ও রোগ পাঠ ১০ Class IV Environment Question Answer.

(toc)

বীজাণু ও রোগ পাঠ -১০ প্রশ্ন উত্তর

১। উত্তর লেখো

(ক) একজন থেকে আরেকজনের গায়ে যে রোগ ছড়ায় তাকে কী রোগ বলে ?
উত্তরঃ একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায় এমন রোগকে সংক্রামক রোগ বলে।

(খ) রোগের বীজাণু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কী কী উপায়ে ছড়াতে পারে ?
উত্তরঃ রোগের বীজাণু বায়ু, জল, খাদ্য বস্তু, রোগীর কফ্, থুতু, মলমূত্র ইত্যাদির দ্বারা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে।

(গ) কী যন্ত্রের সাহায্যে বীজাণু দেখা যায় ?
উত্তরঃ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বীজাণু দেখা যায়।

(ঘ) চারটি সংক্রামক রোগের নাম লেখো ।
উত্তরঃ চারটি সংক্রামক রোগ হল – সর্দি জ্বর বা ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড সান্নিপাতিক জ্বর, মাম্পস্ এবং ম্যালেরিয়া।

(ঙ) দুটি উপকারী অণুজীবের নাম লেখো।
উত্তরঃ দুটি উপকারী অণুজীব হল– ইষ্ট এবং দুধকে দইয়ে পরিণত করা অনুজীব।

২। শুদ্ধ উত্তরটি বেছে নাও।

(ক) সরল অণুজীবই বীজাণু হয় / হয় না।
উত্তরঃ হয় না।

(খ) সংক্রমক রোগ একজন থেকে আরেকজনের গায়ে ছড়ায় / ছড়ায় না।
উত্তরঃ ছড়ায়।

(গ) বীজাণু রোগ ছড়াতে পারে / পারে না।
উত্তরঃ পারে ।

(ঘ) ম্যালেরিয়া রোগ বায়ুর দ্বারা ছড়ায় / ছড়ায় না।
উত্তরঃ ছড়ায় না।

(ঙ) প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করে সংক্রামক রোগ থেকে বাঁচা যায় / যায় না।
উত্তরঃ বাঁচা যায়।

৩। নিম্নলিখিত রোগগুলো কীভাবে ছড়ায় দাগ টেনে মেলাও।

রোগ কীভাবে ছড়ায়
সর্দ্দিজ্বর রোগীর সংস্পর্শের দ্বারা ছড়ায়।
টাইফয়েড হাঁচির মাধ্যমে ছড়ায়।
ম্যালেরিয়া রোগীর মল -মূত্র, কফ্, থুতু ইত্যাদির মাধ্যমে ছড়ায়।
যক্ষ্মা স্ত্রী অ্যানোফিলিস  মশার কামড়ে ছড়ায়।

উত্তরঃ

রোগ কীভাবে ছড়ায়
সর্দ্দিজ্বর হাঁচির মাধ্যমে ছড়ায়।
টাইফয়েড রোগীর সংস্পর্শের দ্বারা ছড়ায়।
ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ছড়ায়।
যক্ষ্মা রোগীর মল -মূত্র, কফ্, থুতু ইত্যাদির মাধ্যমে ছড়ায়।

৪। শূন্যস্থান পূর্ণ করো

(ক) ___________ নামক অণুজীবের সাহায্যে পাউরুটি প্রস্তুত করা হয়।
উত্তরঃ ইস্ট নামক অণুজীবের সাহায্যে পাউরুটি প্রস্তুত করা হয়।

(খ) ___________ যন্ত্রের দ্বারা ছোটো বস্তুকে বড়ো দেখা যায়।
উত্তরঃ অণুবীক্ষণ‌ যন্ত্রের দ্বারা ছোটো বস্তুকে বড়ো দেখা যায়।

(গ) অপকারী ___________ রোগের সৃষ্টি করে ।
উত্তরঃঅপকারী অনুজীব রোগের সৃষ্টি করে ।

(ঙ) জল ভালো করে ___________ পান করা উচিত।
উত্তরঃ জল ভালো করে ফুটিয়ে পান করা উচিত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!