ঝংকারঃ মিঠা ফল, টক ফল

ডেইলি বরাক
By -

Class II ঝংকার Textbook Chapter I Lesson-I "মিঠা ফল, টক ফল" lesson with all question answers questions pdf provided in this post. 

"Jhankar Class 2 Bangla Medium" Textbook published by Assam Govt SCERT Board will motivate all students. Hope you and students like our "ঝংকার" textbook solution.

মিঠা ফল, টক ফল

এসো, একসঙ্গে বলি - 

টক মিঠে কষা
কত যে ফল,
ফল খেলে দেহে পাই
হাতির মতো বল। 

পাকা পাকা ফল যত
ঝুলে আছে গাছে,
ফল খেয়ে পাখিরাও
উড়ে আকাশে। 

এসো, কথা বলি - 

ক) তুমি কী কী ফল খেতে ভালোবাস?
উত্তরঃ আমি আম, কাঠাল, জাম, কলা ছাড়াও নানা ধরনের ফল খাই।

খ) কয়েকটি টক ও কষা ফলের নাম বলো৷
উত্তরঃ টক ফল - লেবু, তেঁতুল, জলপাই।
কষা ফল - হরীতকী।

গ) ফল ছাড়া আর কী কী খেলে আমরা দেহে বল পাই?
উত্তরঃ ফল ছাড়া দুধ, দই, মাখন, বিভিন্ন ধরনের শাক-সবজি, মাছ-মাংস খেলে আমরা দেহে বল পাই।

ঘ) ফলমূল খায় এমন কয়েকটি পশু পাখির নাম বলো।
উত্তরঃ

ক্রিয়াকলাপ -

এসো, ফল, যত, ধরে, পাকা - এই শব্দগুলোর শেষধ্বনির সঙ্গে মিল আছে এমন নতুন শব্দ গঠন করে লিখি এবং পড়ি।

ফল বল নল কল
যত কত নত শত
ধরে পরে ঘরে সরে
পাকা চাকা কাকা টাকা

এসো, ফলমূলের নাম পড়ি

কলা আম লেবু কাঠাল পেপে
আনারস আমলকী জলপাই তেতুল হরীতকী

এসো ফলমূলের স্বাদ অনুযায়ী তাদের ভাগ করি

টক ফল মিঠা ফল কষা ফল
লেবু
তেতুল
জলপাই
কলা
কাঠাল
পেপে
হরীতকী
আমলকী

এসো রঙ করি

নিজেরা চেষ্টা করো

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!