জাতীয় দিবস | চতুর্থ শ্রেণীর পরিবেশ পাঠ-৪ | Class 4 EVS lesson 4

ডেইলি বরাক
By -

In this article we shall give all notes  looking for information on Class IV Environment Question Answer for Lesson 4, "জাতীয় দিবস" which is a part of the Assam SCERT curriculum. Here’s a summary of what you need:  Class 4 Environment Question Answer Chapter 8 "জাতীয় দিবস"

These solutions are provided by The Daily Barak's authors to help Class IV Environment Medium students prepare for exams. The answers cover every textbook question to help students understand and learn the language quickly and effectively. The solutions are available for free in PDF format and are easily accessible.

Solutions are designed to help students grasp the literature lessons in their textbooks. Created by experts, ensuring that the answers are accurate and easy to understand. All solutions and notes are provided as per the latest Assam SCERT Board Class 4 curriculum. Includes solutions for all questions from the Assam SCERT Board Class IV Model Activity Task. Materials are organized systematically on the Daily Barak's website for easy access. For students looking to enhance their understanding of Lesson 4 "জাতীয় দিবস" and other chapters in the Class IV Environment textbook, these resources will be incredibly useful.

(toc)
পাঠ-৪

জাতীয় দিবস

চতুর্থ শ্রেণীর পরিবেশ পাঠ-৪ , জাতীয় দিবস Class 4 EVS Assam

১। উত্তর লেখো-

(ক) ভারতের জাতীয় পতাকাটিকে কেন ত্রিবর্ণ পতাকা বলা হয়?
উত্তর:- ভারতের জাতীয় পতাকাটি তিন রঙের সেজন্য ত্রিবর্ণ পতাকা বলা হয় ৷

(খ) জাতীয় প্রতীক-মোহরটি আমরা কোথায় কোথায় ব্যবহার করি?
উত্তর:- জাতীয় প্রতীক-মোহরটি আমরা সরকারি কাগজ-পত্র,  ডাক টিকিট,  পোস্টকার্ড ইত্যাদিতে ব্যাবহার করি৷

(গ) ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে কোন্‌ দিনটি পালিত হয়?
উত্তর:- ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসাবে ১৫ ই আগস্ট দিনটি পালিত হয়৷

(ঘ) জাতীয় পতাকার ব্যবহারের যে-কোনো তিনটি নিয়ম লেখো।উত্তর:- জাতীয় পতাকার ব্যবহারের যে-কোনো তিনটি নিয়ম হলো –

উত্তর:- জাতীয় পতাকার ব্যবহারের যে-কোনো তিনটি নিয়ম-

(১) সূর্য উদয় হওয়ার পর পতাকাটি উত্তোলন করতে হয় ও সূর্য অস্ত যাওয়ার আগেই নামাতে হয়৷

(২) জাতীয় পতাকাটি এমনভাবে উত্তোলন করতে হয় যাতে গেরুয়া রংটি উপরের দিকে থাকে।

(৩) জাতীয় পতাকা টেবিল বা অন্য কোনো বস্তুর উপর পেতে রাখতে নেই।

(ঙ) সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এমন দুটি দিবসের নাম লেখো।
উত্তর:- সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এমন দুটি দিবসের নাম – স্বাধীনতা দিবস ও গণতন্ত্র দিবস।

২। জাতীয় পতাকার রংগুলো কী নির্দেশ করে? “ক” অংশের সঙ্গে *খ’ অংশ মেলাও-

উত্তর:-

৩। শূন্য স্থান পূর্ণ করো-

(ক) মহাত্মা গান্ধীর জন্মদিনটি……. হিসাবে পালন করা হয়।
উত্তর:- গান্ধী জয়ন্তী।

(খ) জওহরলাল নেহরু শিশুদের মধ্যে…… বলে পরিচিত।
উত্তর:- চাচা নেহেরু।

(গ) ২৬ জানুয়ারিতে _ _ _ _ __ ____ পালন করা হয়।
উত্তর:- গণতন্ত্র দিবস ৷

(ঘ)…….. জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়।
উত্তর:- ৫ ই সেপ্টেম্বর ।

(ঙ) আমাদের জাতীয় প্রতীকটিকে…… বলে।
উত্তর:- অশোক স্তম্ভ।

৪।নীচে দেওয়া জাতীয় পতাকার নকসাটিতে সঠিক রং দাও-

উত্তর:-


জাতীয় পতাকা ব্যবহারের কয়েকটি নিয়ম-

  • সূর্য উদয় হওয়ার পর পতাকাটি উত্তোলন করতে হয় ও সূর্য অস্ত যাওয়ার আগেই নামাতে হয়।
  • জাতীয় পতাকাটি এমনভাবে উত্তোলন করতে হয় যাতে গেরুয়া রংটি উপরের দিকে থাকে।
  • জাতীয় পতাকাটি টেবিল বা অন্য কোনো বস্তুর উপর পেতে রাখতে নেই।
  • পতাকাটিকে ঘরে বা অন্য কোনো জায়গায় যেমন-তেমন ভাবে রাখতে নেই।
  • সভাকক্ষ বা সভাস্থলে ব্যবহার করলে বক্তার ডানদিকে পতাকাটি রাখতে হয়।
  • জাতীয় পতাকা নিয়ে মিছিল করলে, পতাকা  বহনকারী ব্যক্তি সব সময় মিছিলের একেবারে সামনে থাকবে।
  • আমাদের দেশে অনুষ্ঠিত আন্তঃরাষ্ট্রীয় ক্রিড়া সমারোহ ইত্যাদিতে , অন্য রাষ্ট্রের জাতীয় পতাকার একই সারিতে আমাদের জাতীয় পতাকাটি ডানদিকে প্রথম স্থানে থাকবে।

জাতীয় প্রতীকের বিষয়ে জেনে নিই এসো-

  • আমাদের জাতীয় প্রতীকটি হল ‘অশোক স্তম্ভ।
  • জাতীয় প্রতীকটিতে দেখা যায় যে তিনটি সিংহ পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে চারটি সিংহ থাকে, সামনের দিক থেকে দেখলে পিছনের সিংহটিকে দেখা যায় না। কেবল পাশের ছবিটির মতো তিনটি সিংহই দেখা যায়।
  • সিংহ কয়টির নীচে একটি চক্র আছে চক্রটির একদিকে ঘোড়ার ছবি ও অন্যদিকে একটি ষাঁড়ের ছবি আছে। একেবারে নীচে “সত্যমেব জয়তে” লেখা আছে৷
  • সরকারি কাগজ-পত্র, ডাক টিকিট, পোস্টকার্ড ইত্যাদিতে জাতীয় প্রতীক ব্যবহার করা বাধ্যতামূলক।
  • বিশ্বের যে-কোনো স্থানে জাতীয় পতাকাটিই নিজের দেশের পরিচায়ক। এটি আমাদের গৌরব।  জাতীয় পতাকাকে সম্মান করাও আমাদের কর্তব্য। 
  • পতাকাটির  রংগুলো ভিন্ন ভিন্ন ভাবের প্রতীক।
  • অশোক চক্রটিকে ধর্মচক্রও বলে৷  সারনাথের ‘অশোক স্তম্ভ’ থেকে এই চক্রটি নেওয়া হয়েছে। এটিতে ২৪টি দণ্ড আছে।

চতুর্থ শ্রেণীর পরিবেশ Class 4 EVS Question Answer

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!