উদ্ভিদ ও পরিবেশ পাঠ-৬ | Class 4 Environment lesson 6

ডেইলি বরাক
By -

Class 4 EVS Lesson 6 Assam SCERT Board  উদ্ভিদ ও পরিবেশ | চতুর্থ শ্রেণীর পরিবেশ আসাম বাংলা মাধ্যম |

(toc)
পাঠ-৬

উদ্ভিদ ও পরিবেশ

১। উত্তর লেখো-

(ক) উদ্ভিদরা খাদ্য প্রস্তুত করতে জল কোথা থেকে পায়?
উত্তর:- উদ্ভিদরা খাদ্য প্রস্তুত করতে শিকড়ের সাহায্যে মাটি থাকে জল পায়।

(খ) উদ্ভিদের কোন্‌ অংশ মাটি থেকে জল শোষণ করে?
উত্তর:- উদ্ভিদের শিকড় মাটি থেকে জল শোষণ করে।

(গ) গাছের পাতার কাজ কী?
উত্তর:- গাছের পাতার কাজ হল – খাদ্য প্রস্তুত করার সময়  বায়ুমন্ডল থেকে কার্বন-ডাই-অঅক্সাইড গ্রহণ করা ও বিনিময়ে  অক্সিজেন বর্জন  করা।

(ঘ) কী কী কার্যে প্রাণী ও উদ্ভিদ পরস্পরের ওপর নির্ভরশীল ?
উত্তর:- অক্সিজেম গ্যাস প্রাণীরা গ্রহণ করে বেঁচে থাকে। নিঃশ্বাসে প্রাণীরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় এবং এই গ্যাস উদ্ভিদরা খাদ্য প্রস্তুত করতে ব্যাবহার করে,  এইভাবে প্রাণী ও উদ্ভিদ পরস্পরের ওপর নির্ভরশীল।

(ঙ) উদ্ভিদরা মাটি থেকে জলের সঙ্গে কী শোষণ করে?
উত্তর:- উদ্ভিদরা মাটি থেকে জলে সঙ্গে দ্রবীভূত খনিজ লবণ শুষে নেয়।

(চ) উদ্ভিদরা কীভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে?
উত্তর:- উদ্ভিদরা বায়ুমন্ডল থেকে প্রাণীর ছাড়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

২। শুদ্ধ উত্তরটিতে “√”  চিহ্ন দাও –

(ক) উদ্ভিদরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না।❌

(খ) যেমন-তেমনভাবে গাছ কাটা অনুচিত। ✅

(গ) উদ্ভিদরা বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করে না।  ❌

৩। শূন্য স্থান পূর্ণ করো-

(ক)……….. আলোতে উদ্ভিদরা আহার প্রস্তুত করে।
উত্তর:- সূর্যের। 

(খ)………. থাকার জন্য উদ্ভিদের পাতার রং সবুজ হয়।
উত্তর:- পত্রহরিৎ বা হরিৎকণা

(গ) উদ্ভিদের বেঁচে থাকার ও বড় হওয়ার জন্য …… প্রয়োজন।
উত্তর:- খাদ্যের।

(ঘ) উদ্ভিদের ছেড়ে দেওয়া…….  গ্যাস প্রাণীরা শ্বাসে গ্রহণ করে।
উত্তর:- অক্সিজেন ৷

(ঙ) বেশি করে…… লাগানো উচিত।
উত্তর:- গাছ ।

৪। উদ্ভিদরা আহার কীভাবে প্রস্তুত করে?
উত্তর:- উদ্ভিদরা শিকড় দ্বারা মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শুষে নেয়। সূর্যের আলোকের প্রভাবে সবুজ পাতায় জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে  খাদ্য প্রস্তুত করে।

অতিরিক্ত প্রশ্নোত্তর 

শূন্য স্থান পূর্ণ করো-

(ক) উদ্ভিদরা খাদ্য প্রস্তুত করতে …….. গ্যাস ব্যবহার করে।
উত্তর:-  কার্বন-ডাই-অক্সাইড ৷

(খ) উদ্ভিদরা খাদ্য প্রস্তুত করতে……….  গ্যাস ছেড়ে দেয়।
উত্তর:- অক্সিজেন ৷

(গ) প্রাণীরা শ্বাসে……….  গ্যাস গ্রহণ করে।
উত্তর:- অক্সিজেন ৷

(ঘ) প্রাণীরা নিঃশ্বাসে………  গ্যাস বর্জন করে।
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড ৷

পত্রহরিৎ বা হরিৎকণা থাকার জন্য পাতার রঙ সবুজ হয়। উদ্ভিদরা বায়ুমন্ডলের অক্সিজেন  ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের ভারসাম্য রক্ষা করে ৷(alert-success)

চতুর্থ শ্রেণীর পরিবেশ


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!