নীতি বাক্য বা উপদেশ বাক্য , শিক্ষামূলক নীতি বাক্য, স্কুলের নীতি বাক্য, আদর্শ নীতি বাক্য প্রাথমিক বিদ্যালয়ের নীতি বাক্য
নীতি বাক্য কি?
নীতিবাক্য একটি বাক্যবন্ধ যা সাধারণভাবে কোনও সামাজিক সংগঠন বা সংস্থার সাধারণ উদ্দেশ্যটি বর্ণনা করে।
| ক্রমিক নং | নীতিবাক্য |
|---|---|
| ১ | বিদ্যা অমূল্য ধন |
| ২ | সদা সত্য কথা বলিবো |
| ৩ | অন্যায় করবো না |
| ৪ | গুরুজন কে শ্রদ্ধা করিবো |
| ৫ | বিদ্ধান সর্বত্রই পূজিত |
| ৬ | অহিংসা পরম ধর্ম |
| ৭ | সততাই উত্তম পন্থা |
| ৮ | বিপদের সময় ধৈর্য রাখা উচিত |
| ৯ | শিক্ষাই জাতীর মেরুদণ্ড |
| ১০ | অহংকার পতনের মূল |
| ১১ | চুরি করা মহা পাপ |
| ১২ | বন্ধু-বান্ধবের সাথে মিলেমিশে থাকবো |
| ১৩ | বই পড়লে জ্ঞান বাড়ে |
| ১৪ | শিক্ষা অজ্ঞ্যানতা দূর করে |
| ১৫ | শিক্ষক শ্রদ্ধার পাত্র |
| ১৬ | সুঅভ্যাস করা ভালো |
| ১৭ | সঞ্চয় করা ভালো অভ্যাস |
| ১৮ | বিদ্বান লোককে সকলেই সম্মান করে |
| ১৯ | ভালো সময় সবার জন্যই আসে |
| ২০ | একটি ভালো বই একশো বন্ধুর সমান |

