বিভিন্ন প্রাণী, পাঠ-২, চতুর্থ শ্রেণীর পরিবেশ। Class 4 Environment Science Lesson - 2. বিভিন্ন প্রাণী class 4 question answer bengali medium. বিভিন্ন প্রাণী (পাঠ ২) Class IV Environment Lesson 2 Question Answer.
বিভিন্ন প্রাণী class 4 question answer bengali medium
১। উত্তর লেখো -
(ক) মানুষকে কেন সর্বভোজী প্রাণী বলা হয়?
উত্তর:- মানুষ খাদ্যের জন্য
উদ্ভিদ এবং প্রাণী উভয়ের উপরই নির্ভর তাই মানুষ সর্বভোজী প্রাণী।
(খ) পরিযায়ী পাখিগুলো কেন দেশ-বিদেশ ঘুরে বেড়ায়?
উত্তর:- পরিযায়ী পাখিগুলো খাদ্যের অভাবে অথবা প্রচণ্ড শীত থেকে নিজেকে রক্ষা করার জন্য দেশ-বিদেশে ঘুরে বেড়ায় ।
(গ) মাংসভোজী প্রাণী কাকে বলে?
উত্তর:- যে প্রাণী মাংস খেয়ে বেঁচে থাকে তাকে
মাংসভোজী প্রাণী বলে৷
(ঘ) তৃণভোজী প্রাণী কাকে বলে?
উত্তর:- যে প্রাণী ঘাস, গাছের পাতা ইত্যাদি
খেয়ে বেঁচে থাকে তাকে তৃণভোজী প্রাণী বলে।
(ঙ) প্রাণীর বাসস্থানের কেনো প্রয়োজন?
উত্তর:- রোদ, বাতাস, বৃষ্টি এবং
শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য বাসস্থান বা আশ্রয়স্থলের প্রয়োজন হয়৷
চ) ব্যাঙ কীভাবে কীট-পতঙ্গ ধরে খায়?
উত্তর:- ব্যাঙ জিহ্বার সাহায্যে
কীট-পতঙ্গ ধরে খায়৷
(ছ) প্রাণীর আহারের প্রয়োজন কেনো?
উত্তর:- সব ধরনের প্রাণীই শক্তি পাবার
জন্য, সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার জন্য আহারের প্রয়োজন।
(জ) বাবুই পাখি কীভাবে বাসা তৈরি করে?
উত্তর:- বাবুই পাখি কাঁচা লম্বা ঘাস,
নারিকেল, খেঁজুর, কলা গাছ ইত্যাদির আঁশ ব্যবহার করে বাসা তৈরি করে ৷ বাবুই পাখি
আঁশটির গোড়ায় খামচে ধরে ঠোঁট দিয়ে আঁশটি পাকিয়ে মসৃণ করে বাসা তৈরি করে৷
(ঝ) মাছ কোন কোন জায়গা বাসস্থান হিসাবে ব্যবহার করে?
উত্তর:- জলে ঝোপযুক্ত
উদ্ভিদ, কচুরিপানা, জলের নিচে গর্তে, নদীর মধ্যে পাথরের ফাঁক ইত্যাদি জায়গা মাছ
বাসস্থান হিসাবে ব্যবহার করে৷
২। শুদ্ধ করে লেখো
(ক) টুনটুনি/ কোকিল/ বুলবুলি পাখি বাসা তৈরি করেনা।
উত্তর:- কোকিল পাখি বাসা
তৈরি করেনা।
(খ) ধৃতরাজ/ বুলবুলি/ ময়ূর একটি পরিযায়ী পাখি।
উত্তর:- ধৃতরাজ একটি
পরিযায়ী পাখি।
৩। শূন্যস্থান পূরণ করো-
(ক) দেশ-বিদেশ থেকে অসমে পরিযায়ী পাখি দেখতে আসা লোককে_______ বলে।
উত্তর:-
দেশ-বিদেশ থেকে অসমে পরিযায়ী পাখি দেখতে আসা লোককে পর্যটক বলে।
(খ) হাঁসের ঠোঁট _________ এবং_________ ।
উত্তর:- হাঁসের ঠোঁট মোটা এবং চ্যাপ্টা।
(গ) বাসা তৈরিতে পারদর্শিতার জন্য বাবুই পাখিকে_____ বলা হয়।
উত্তর:- বাসা
তৈরিতে পারদর্শিতার জন্য বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়।