বাংলা ভাষায় স্বরচিহ্ন কয়টি ও কি কি বললে প্রথমেই আমাদের মাথায় চলে এসে কোনো শব্দকে সঠিকভাবে শুদ্ধ, সজ্জিত ও অর্থপূর্ণ করে পড়তে ও লিখতে আমাদের যে সহায়তা করে সেটি হলো স্বরচিহ্ন।
প্রিয় বন্ধুরা আজকের ব্লগ পোস্টে স্বরচিহ্নের বিষয়ে আলোচনা করবো। বাংলা স্বরচিহ্ন কয়টি ও কি কি আজ এই পোস্টে আমরা উদাহরণসহ কিছু স্বরচিহ্ন দেখবো।
(toc)
স্বরচিহ্ন কয়টি ও কি কি
বাংলা ভাষায় স্বরচিহ্ন মোট দশটি যেমন— আ-া, ই- ি, ঈ- ী, উ- ু, ঊ- ূ, ঋ- ৃ, এ- ে, ঐ- ৈ, ও- ো, ঔ- ৌ । মনে রাখিবেন বাংলা ভাষায় স্বরবর্ণ মোট ১১টি কিন্তু অ এর কোনো স্বরচিহ্ন না থাকার কারণে স্বরচিহ্ন মোট দশটি।
ক্র.নং | স্বরবর্ণ | স্বরচিহ্ন |
---|---|---|
১ | অ | চিহ্ন নেই |
২ | আ | া |
৩ | ই | ি |
৪ | ঈ | ী |
৫ | উ | ু |
৬ | ঊ | ূ |
৭ | ঋ | ৃ |
৮ | এ | ে |
৯ | ঐ | ৈ |
১০ | ও | ো |
১১ | ঔ | ৌ |
স্বরচিহ্নের ব্যবহার ও উদাহরণ
ক্ + অ = ক; যেমন – কলম, কলস
ক্ + আ = কা ; যেমন – কান, কাজ
ক্
+ ই = কি ; যেমন – কিশলয়, কিরণ
ক্ + ঈ = কী ; যেমন -কেতকী, কীট
ক্ +
উ = কু ; যেমন – কুশল, কুমুদ
ক্ + ঊ = কূ ; যেমন – কূজন, কূল
ক্ + ঋ
= কৃ; যেমন – কৃষক, আকৃতি
ক্ + এ = কে ; যেমন – কেশ, কেয়া
ক্ + ঐ =
কৈ ; যেমন – কৈলাশ, কৈশোর
ক্ + ও = কো ; যেমন – সাঁকো, কোদাল
ক্ + ঔ
= কৌ ; যেমন – কৌরব, কৌতুক
Frequently Asked Question (FAQ)
1. স্বরচিহ্ন কয়টি?
Ans:স্বরচিহ্ন ১১টি ।
2. স্বরচিহ্ন কয়টি ও কি কি?
Ans:স্বরচিহ্ন ১১টি যেমন— আ-া, ই- ি, ঈ- ী, উ- ু, ঊ- ূ, ঋ- ৃ, এ- ে, ঐ- ৈ, ও- ো, ঔ- ৌ ।
3. স্বরবর্ণের কার চিহ্ন কতটি?
Ans: স্বরবর্ণের 'অ' ছাড়া প্রত্যেকের একটি করে স্বরচিহ্ন আছে, মোট ১০টি।