শব্দার্থ | বাংলা শব্দ-সম্ভার | Bengali Word Meaning

ডেইলি বরাক
By -

শব্দের ‘অর্থ’ বা ‘মানে’কেই এককথায় শব্দার্থ বলে।

অর্থই হল শব্দের প্রাণ। অর্থ ছাড়া শব্দ হয় না, হয় ধ্বনিসমস্টি। আবার, শব্দের অর্থ সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যেতে পারে। প্রায়ই দেখা যায়, একটি শব্দের পূর্বে যা অর্থ ছিল বর্তমানে তার অন্য অর্থ রয়েছে। শব্দার্থের এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের অর্থ নিয়ে আধুনিক ভাষাবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা রয়েছে যাকে বলা হয় শব্দার্থতত্ত্ব (Semantics)। এই পৃষ্ঠায় কোন শব্দের কি ‘অর্থ’ বা ‘মানে’ তার একটি তালিকা দেওয়া হলো –

শব্দার্থ | বাংলা শব্দ-সম্ভার


(toc)
শব্দার্থ

অ – দিয়ে শব্দার্থ

শব্দ–———–অর্থ

অগ্নিশর্মা – অত্যন্তরাগী
অর্জন – লাভ, আয়, উপার্জন
অজুহাত – কারণ, হেতু, ছুতো, সাফাই
অদম্য – দমন করা যায়না
অনবরত – অবিশ্রাম, অবাধে
অন্তর্গত – মধ্যে বা ভেতরে আছে এমন
অনাগতবিধাতা – পরিণাম বিবেচনা করে
ব্যবস্থা করে এমন ব্যক্তি
অনাড়ম্বর – সাদাসিধে
অনুগ্রহ – দয়া
অনুষ্ঠান – সভা, অধিবেশন
অনুসন্ধান – খোঁজ
অনুসরণ – পিছে পিছে যাওয়া
অপরিসীম – সীমাহীন, অশেষ
অবদান – বিশেষ দান বা মহত্বপূর্ণ দান
অবলম্বন – নির্ভর,ভরসা
অবিশ্রান্ত – যাথামেনা
অবিস্মরণীয় – চিরকাল মনে থাকে এমন
অলি – মৌমাছি, ভ্রমর
অস্থির – চঞ্চল, ছটফটে
অতুলনীয় – তুলনা নেই এমন
অনুপ্রাণিত – উৎসাহিত
অধম – নীচ, হীন, মন্দ
অনুষ্ঠান – উদ্যোগ,আয়োজন
অনন্তর – . তারপর, অতঃপর
অন্যতম – অনেকের মাঝে একজন
অনবরত – অবিশ্রাম, অবাধে
অর্জন – লাভ,পাওয়া, শ্রম দ্বারা প্রাপ্তি
অনুপ্রেরণা – উৎসাহ
অবদান – প্রশংসার যোগ্য কাজ
অকুণ্ঠ – স্বছন্দ
অক্ষুণ্ণ – অটুট
অঞ্চল – ভূভাগ
অট্টালিকা – ইটের তৈরি বাড়ি,  দালান
অনিষ্ট – ক্ষতি
অহংকার – গর্ব বা দর্প
অবনী -পৃথিবী, দেশ
অমৃত – সুধা, দেবতার পানীয়
অগণন – অসংখ্য
অবনত – বিনত
অধ্যয়ন – মনোযোগ পূর্বক পাঠ
অটুট – অভগ্ন, ত্রুটিহীন
অকপট – সরল, অমায়িক
অবা অবাক – বাক্যহীন, বিস্ময়ে নির্বাক
অনুশীলন – চর্চা, অভ্যাস
অতিষ্ঠ – অস্তির, বিরক্ত, উত্যক্ত
অভিবাদন – নমস্কার, অভ্যর্থনা
অনাথ – অভিভাবকহীন
অনর্গল – অবাধ, অর্গলহীন
অদ্ভুত – আশ্চর্য
অকাল – স্বাভাবিক কালের নয়
অসাধারণ – বিশেষ, অসামান্য
অক্লান্ত – ক্লান্তহীন
অনটন – অভাব
অনুভব – উপলব্ধি
অকস্মাত – হঠাৎ, অপ্রত্যাশিতভাবে
অকাল – অশুভ কাল, অসময়
অকুণ্ঠ – অকাতর, স্বচ্ছন্দ
অক্লেশে – অনায়াসে, বিনা পরিশ্রমে
অগাধ – অতি গভীর
অগ্রাধিকার – সকলের আগে সুবিধা লাভের অধিকার
অগ্রাহ্য – গ্রহণের অযোগ্য, অবজ্ঞা
অজস্র – অসংখ্য, প্রচুর
অজান্তে – না জেনে
অট্টালিকা – বড়ো পাকা বাড়ি
অণুজীব- অতিক্ষুদ্র জীব
অতিক্রম – পার হওয়া
অতিবাহিত – অতিক্রম করা হয়েছে এমন
অতিরিক্ত – দরকারের চেয়ে বেশি
অত্যন্ত – খুব বেশি
অদম্য – অদমনীয়
অধিষ্ঠিত – অবস্থিত
অধ্যবসায় – লেগে থাকা, অবিরাম চেষ্টা
অধ্যয়ন – মনোযোগ সহকারে পাঠ
অনন্ত – অশেষ
অনবরত – অবিশ্রাম
অনল – আগুন, অগ্নি
অনাদর – আদর বা যত্নের অভাব
অনাবশ্যক – অদরকারি
অনুচর – পিছে পিছে যায় এমন অনুসরণকারী
অনুপ্রেরণা – উৎসাহ
অনুভব  – উপলব্ধি, বোধ
অনুভুতি – বোধ, সাড়, চেতনা
অনুরাগী – আসক্ত
অনুরোধ – প্রার্থনা, সুপারিশ
অনুসন্ধান – খোঁজ, তল্লাশ
অন্তরাল – আড়ালে, দৃষ্টির বাইরে থাকে
অন্যতম – বহুর মধ্যে একজন
অপকার – অনিষ্ঠ, ক্ষতি
অপরিসীম – সীমা নেই এমন, অশেষ
অপেক্ষা – প্রতীক্ষা, বিলম্ব, দেরি
অবগত – জানা হয়েছে এমন
অবদান – মহৎ কীর্তি
অবলম্বন – ভরসা, নির্ভর
অবসর – অবকাশ, ফুরসত, কর্ম থেকে বিদায়
অবিশ্বাস্য – যা বিশ্বাস করা যায় না
অভিপ্রায় – ইচ্ছা, উদ্দেশ্য
অভ্যন্তরীণ – ভিতরকার
অভ্যর্থনা – সমাদরে বরণ করা
অমল – ময়লা নেই এমন, নির্মল, পরিষ্কার
অর্জিত – প্রাপ্ত, লব্ধ
অলংকৃত – সজ্জিত, ভূষিত
অর্থবহ – গভীর অর্থ বহন করে
অশেষ – অতি, প্রচুর
অশ্রু – চোখের জল
অসহায় – নিরুপায়, নিঃসহায়
অসীম – সীমাহীন
অহরহ – প্রতিদিন, সবসময়
অকস্মাৎ – হঠাৎ, অপ্রত্যাশিতভাবে
অগ্রদূত – পথ প্রদর্শক
অতুল – প্রচুর
অতীতচারী – বিগতকালের বিষয়ে যে ভাবে
বা চর্চা করে
অর্থনৈতিক – অর্থ বিষয়ক নীতি
অদ্ভুত – অস্বাভাবিক, বিস্ময়কর
অধ্যক্ষা – তত্ত্বাবধায়ক, প্রধান
অনর্গল – অবাধ, কোনো বাধা বা প্রতিবন্ধ নেই এমন
অনাবশ্যক – অদরকারি
অনুকম্পা – দয়া, সহানুভূতি
অনুরূপ – একই রকম, তুল্য
অনুজ্ঞা – আদেশ, অজ্ঞা অনুমতি
অনুপ্রেরণা – উৎসাহ
অন্বেষণ – অনুসন্ধান, খোঁজ
অপূপ – পিষ্টক, পিঠা
অপ্রত্যাগত – যে ফিরে আসেনি
অবরুদ্ধ – আবদ্ধ, আটক
অবলম্বী – যে আশ্রয় নিয়েছে
অবলোকন – দর্শন, দেখা
অভিচারানলে – মন্ত্র প্রভাবে দৈবশক্তি সম্পন্ন অগ্নি
অভিবাদন – বন্দনা, নমস্কার, অভিনন্দন
অভিযান – দেশ জয় বা যুদ্ধে সদলবলে যাত্রা
অভিশপ্ত – শাপ দেওয়া হয়েছে এমন
অভিহিত – কথিত, উক্ত
অভ্যবহার – ভক্ষণ, ভোজন
অর্কপত্র – আকন্দগাছের পাতা
অরি – শত্রু
অলক্ষে – কেউ দেখতে পায়নি এমন
অশনি – বজ্র
অশরনা – আশ্রয়হীন নারী
অস্তাচলাবলম্বী – অস্ত যাবার পথে
অস্তিত্ব – আছে এমন

আ – দিয়ে শব্দার্থ

আকর্ষণ – নিজের দিকে টেনে আনা
আকাঙক্ষা – ইচ্ছা,কামনা
আখ্যান – কাহিনি, গল্প
আদিম – প্রথম, খুব প্রাচীন
আন্তরিক – অকপট, অকৃত্রিম
আপ্যায়ন – আদর, যত্ন, খাতির
আবিষ্কৃত – আগে জনা ছিল না তার
নতুন প্রকাশ
আবেশ – আচ্ছন্ন ভাব
আমোদ – আনন্দ, খুশি
আয়ু – জীবন কাল
আলাপ – কথাবর্তা ‘
আস্‌কে – চালের গুড়ো দিয়ে ছাঁচে
তৈরি পিঠেবিশেষ
আহার – খাদ্য,খাবার
আহ্বাদ – আনন্দ,আমোদ
অঙ্কিত – আঁকা
আকর্ষিত – নিজের দিকে টেনে আনা
আগত – যে বা যা এসছে, উপস্থিত
আবদার – বায়না, অনুরোধ
আভাস – অস্পষ্ট প্রকাশ
আত্মহারা – নিজেকে হারিয়েছে এমন
আবিষ্কার – যা আগে জানা ছিল না তার খোঁজ
আগ্রহী – উৎসুক
আঁশ – চোকলা,  খোসা
আরশি – আয়না
আসন্ন – ঘটতে চলেছে এমন
আকার – রূপ
আখ্যা – নাম বা উপাধি
আগ্রহী – ইচ্ছুক
আত্মীয় – স্বজন/আপনজন
আনন্দ – খুশি
আপ্রাণ চেষ্টা – যথাসাধ্য চেষ্টা
আবরণ – আচ্ছাদন
আমন্ত্রণ – সসম্মানে আহ্বান
আঁশ – গাছপালা, ফল-মূলের সরু তত্ত
আশ্চর্য – বিস্ময়কর
আশ্রম – তপোবন
আহুতি – মহৎ কাজে আত্মবির্সজন
আবদার – স্নেহের অধিকারে বিনীত ভারে চাওয়া
আক্রোশ – রাগ, ক্রোধ
আবিষ্কার – অজ্ঞাত বিষয়ের সন্ধান লাভ
আয়ত্ত – অর্জন
আন্তর্জাতিক – বিভিন্ন জাতি সম্পর্কিত
আজাদ – স্বাধীন
আত্মাহুতি – নিজেকে উৎসর্গ করা
আওড়ানো – আবৃত্তি করা
আচানক – হঠাৎ
আসন – বসার স্থান
আয়তন – আকার
আরবার – আবার
আক্রান্ত – যাঁকে আক্রমণ করা হয়েছে
আকর্ষিত – যাঁকে আকর্ষণ করা হয়েছে
আকর – খনি
আর্তজন – দুঃখী মানুষ
আজীবন – জীবন ভর
আঁকড়ে – জড়িয়ে ধরা, বেষ্টন করা
আকর্ষণীয় – টেনে রাখতে পারে এমন
আকস্মিক – আচমকা, হঠাৎ
আকাঙ্ক্ষা – ইচ্ছা, কামনা
আক্রান্ত – পীড়িত, যার ওপরে হামলা করা হয়েছে এমন
আগামবার্তা – আগে দেওয়া খবর
আগ্রাস – হামলা হয়েছে এমন
আগ্রহ – ঝোঁক, উৎসাহ
আছড়ে – পশলা, ছিটে বা ছিটা
আত্মহারা – আপনহারা, নিজেকে হারিয়েছে এমন
আত্মোৎসর্গ – নিজের জীবন দান
আদর্শ – নমুনা, অনুকরণের যোগ্য
আধিপত্য – কর্তৃত্ব, প্রভুত্ব
আভাস – ইঙ্গিত
আমোদ – মজা, আনন্দ
আলোকপাত – অজানা তথ্যাদি পরিবেশন
আলোড়ন – আন্দোলন, প্রবল নাড়াচাড়া
আহ্বান – আমন্ত্রণ, ডাক, নিমন্ত্রণ
আষ্ঠেপৃষ্ঠে – সারা গায়ে, সর্বাঙ্গে
আগ্নেয়াস্ত্র – যে অস্ত্র থেকে আগুনের গোল
বা গুলি বেরিয়ে আসে
আততায়ী – খুন করার উদ্দেশ্যে আগত
আক্রমণকারী
আত্মগোপন – নিজেকে লুকিয়ে রাখা
আত্মসাৎ – অন্যায়ভাবে হস্তগত
আদাব – নমস্কার
আদিষ্ট – আজ্ঞাপ্রাপ্ত
আদ্যোপান্ত – আগাগোড়া
আধিপত্য – কর্তৃত্ব, প্রভূত্ব
আপাত – ঘটনাকাল
আবশ্যকতা – প্রয়োজনীয়তা
আসক্তি – অনুরাগ
আশ্বাস – ভরসা, সান্তনা, অভয়
আহ্বান – ডাক, আমন্ত্রণ

ই – দিয়ে শব্দার্থ

ইত্যাদি – এইটি এবং  এমন আরও প্রভৃতি
ইতস্তত – এখানে ওখানে,  নানা দিকে
ইতিমধ্যে – এর ভেতরে / এর মধ্যে
ইঙ্গিত – ইশারা
ইতস্তত – এখানে-সেখানে, এদিকে-ওদিকে
ইহলোক – এই পৃথিবী, মর্তলোক
ইতিমধ্যে – এর মধ্যে
ইচ্ছানুক্রম – ইচ্ছা অনুযায়ী

উ – দিয়ে শব্দার্থ

উত্তম – খুব ভালো,  শ্রেষ্ট
উত্তরীয় – চাদর,  উড়নি
উৎপাদন – ফলানো, ফসল
উপাচার্য – বিশ্ববিদ্যালয়ের প্রধান
উপাধি – পদবি, বিশেষ গুনের জন্য প্রাপ্ত  পদবি
উদ্ধৃতি – কোনো রচনা থেকে তুলে আনা অংশ
উচ্চারণ – শব্দ করে বলা
উত্তপ্ত – খুব গরম
উত্তোলন – ওপরে ওঠানো
উদযাপন – পালন
উদাত্তকণ্ঠে – গম্ভীর ও উচ্চ স্বরে
উৎসর্গ – সৎ উদ্দেশ্যে নিবেদন
উৎসাহ – আগ্রহ
উক্ত – কথিত
উৎসাহিত – উৎসাহ পেয়েছে এমন
উত্তম – খুব ভালো
উদ্যোগ – আয়োজন চেষ্টা
উদ্ধার – মুক্তি
উদ্ভব – সৃষ্টি,  উৎপত্তি
উদিবে – উঠবে
উচ্ছ্বসিত – স্ফীত
উজান – স্রোতের প্রতিকোল দিক
উপযুক্ত – যোগ্য
উৎসাহ – উদ্যম, অধ্যবসায়
উদ্যোগ – আয়োজন
উদার – বদান্য, দানশীল
উপাধি – পদবি, সম্মান
উপার্জন – আয়
উৎপত্তি – জন্ম, উদ্ভব
উদ্বোধন – সূচনা
উচ্ছ্বাস – স্ফুরণ, স্ফীতি, ভাবের আবেগ
উপলব্ধি – অনুভূতি, বোধ
উৎসর্গ – স্বত্ব-ত্যাগ, দান
উড়ন্ত – উড়ছে এমন
উৎকর্ষ – শ্রেষ্ঠতা, উন্নতি, বৃদ্ধি
উৎক্ষেপণ – উপরের দিকে নিক্ষেপ
উৎস – আদি বা মূল কারণ, উৎপত্তি স্থল
উৎসর্গ – নিবেদন, পরিত্যাগ, অর্পণ
উৎসাহিত – কাজে আগ্রহ পেয়েছে এমন
উত্তীর্ণ – সফল, কৃতকার্য
উত্তেজনা – তীব্র বা প্রবল মানসিক আবেগ, উদ্দীপনা
উদগিরণ – নির্গমন
উদ্দেশ – অভিপ্রায়, খোঁজ, সন্ধান
উদ্ভাবন – আবিষ্কার
উন্নতি – শ্রীবৃদ্ধি, উচু অবস্থা
উন্নয়ন – উন্নতিসাধন৷
উপকরণ – উপাদান, কোনো কার্য সাধনের জন্য প্রয়োজনীয় বস্তু।
উপকূল – নদী বা সমুদ্র তীরের নিকটবতী স্থান, বেলাভূমি।
উপনীত – আগত, পৌছেছে এমন।
উপভোগ – সম্ভোগ, তৃপ্তি বা আনন্দের সঙ্গে ভোগ।
উপভোগ্য – উপভোগ করতে হবে এমন, মনোরম ।
উপমা – তুলনা, সাদৃশ্য।
উপলক্ষ্য – প্রয়োজন, অজুহাত, উদ্দেশ্য।
উপাসনা – আরাধনা, পূজা।
উল্লাস – হর্ষ, আনন্দের চিৎকার।
উজাড় – খালি, শূন্য
উৎকর্ণ – কোনো কিছু শোনার জন্য কানখাড়া অবস্থা যার
উৎকর্ষ – উন্নতি, বৃদ্ধি
উদর –  পেট
উদ্‌গার – বমণ ঢেকুর
উদ্‌গ্রীব – অত্যন্ত আগ্রহযুক্ত
উদঘাটন – প্রকাশ করা
উদিত – ওঠা
উন্মত্ত – পাগল, ক্ষিপ্ত
উন্মাদ – পাগলামি, পাগল
উপসংহার – শেষাংশ, পরিশেষ
উপাধ্যায় – শিক্ষক, অধ্যাপক
উল্লাস – অতিশয় আনন্দ

এ – দিয়ে শব্দার্থ

একগুঁয়ে – যে কোনো বিষয় শহজে ছাড়ে না,  একরোখা।
একান্ত – খুব,  খাস, বিশ্বাসী
এন্তার – প্রচুর
একাগ্রতা – এক বিষয়ে সম্পর্ণ মনোযোগ
এক্কাদোক্কা – ঘর-কাটা ছকের মধ্যে ছোটো ছেলে-মেয়েদের লাফিয়ে লাফিয়ে খেলা

ঐ – দিয়ে শব্দার্থ

ঐতিহ্য – ভাবধারা,  বরাবর চলে আসছে এমন কাহিনি প্রথা।
ঐক্যতান – সমস্বর বাদ্য৷ 
ঐশ্বর্য – ধনসম্পত্তি
ঐতিহ্য – পরম্পরা
ঐতিহ্য – পরম্পরায় চলে আসে এমন চিন্তা বা ভাবধারা বা বিশ্বাস

ও – দিয়ে শব্দার্থ

ওস্তাদ – নিপুণ, পটু

ক – দিয়ে শব্দার্থ

কর্ম- কাজ, কার্য
কভু – কখনো
কারাবাস – জেলে আটক থাকা
কারুকার্য – শিল্পকর্ম
কৃপা – দয়া,করুণা
কলাই – শিম জাতীয় ফসল
কৃতজ্ঞতা – যে উপকারীর উপকার মনে
রাখে এমন।
কাঁকর – পাথরের ছোটো টুকরো
কাতর – আর্ত, বিপন্ন, দুঃখিত, ভীত
কোমল – নরম, মৃদু
কালজয়ী – সময়কে যিনি জয় করছেন
খেশর – সিংহ-ঘোড়া প্রভৃতি প্রাণীর | ক্ষুদ্র
ঘাড়ের দীর্ঘ লোমরাজি
কচুরি –  ভেতরে পুর দিয়ে ময়দার তৈরি এক ধরনের ভাজা খাবার
কলরব – গোলমাল
কলাবিদ – নানা শিল্পে নিপুণ ব্যক্তি
কাতারি – ছুরি
কিংকর্তব্যবিমুঢ় – হতবুদ্ধি
কাঁসা – এক ধরনের মিশ্র ধাতু (তামা ও রাং গলিয়ে তৈরি)
কুচি – খুব ছোটো টুকুরা
কৌশল – উপায়,নিপুণতা, দক্ষতা
কাহিল – দুর্বল
কিরণ – আলোর ছটা
কীটপতঙ্গ – পোকামাকড়
কোচওয়ান – ঘোড়ার গাড়ির চালক
কোনা – কোণ বা প্রান্ত
কৃষক – যে জমি চাষ করে বা কৃষক
ক্ষার – সোডা
ক্ষেত্র – খেত
ক্ষীর – চিনির সঙ্গে পাক করা ঘন দুধ
ক্ষুদ্র – আকারে ছোটো
ক্রোধ – রাগ, রোষ, কোপ
কাঁপানি – কম্পন
কারাগার – কয়েদখানা
কম্পমান – যা কাঁপছে
কল্পনা – উদ্ভাবনা, অনুমান
কৌশল – দক্ষতা, কুশলতা
কদম-কদম – পায়ে পায়ে
কুচকাওয়াজ – সৈন্য দলের দলবদ্ধ যাতা
কিম্ভুতকিমাকার – অদ্ভুত, কুশ্রী
কক্ষপথ – গ্রহগুলোর পরিভ্রমণ পথ
কণ্টক – কাঁটা
কণ্ঠ – গলা, গলদেশ
কমল – পদ্ম
কর্তব্যপরায়ণ – অত্যন্ত একনিষ্ঠ
কলঙ্ক – দাগ, মরচে, অখ্যাতি
কলরব – সমবেত বছ লোকের মিশ্রিত অস্পষ্ট শব্দ
কাঁচুমাচু – লজ্জিত, ক্ষমাপ্রার্থী ভাবের
কপাট- দরজা
কাপুরষ – ভীরু, সাহসহীন, অপদার্থ
কাব্য – পদ্য সাহিত্য, কবিতা গ্রন্থ
কামনা – ইচ্ছা, অভিলাষ
কার্যকারিতা – উপযোগিতা
কালক্রম – কিছু কাল পরে
কালজয়ী – সময় বা কালকে জয় করেছেন যিনি
কীর্তি – খ্যাতি, যশ
কুশ – এক ধরনের ঘাস
কুসংস্কার – যুক্তিহীন ভ্রান্ত ধারণা
কৃত্রিম – নকল
কোমল – মৃদু,নরম
ক্ষেপণাস্ত্র – পারমাণবিক অস্ত্র ক্ষেপণ
কতিপয় – কয়েকটি, কয়েকজন
কদাচ – কখনো
কপট – ছলমনাময়, প্রতারক
কর্মচঞ্চল – কাজে ব্যস্ত
কলেবর – দেহ, শরীর
কাঙ্গালিনী – নিঃস্ব, যাচিকা
কার্ফিউ অর্ডার – নির্দিষ্ট সময়ে ঘরের বাইরে যাতে কেউ না বেরোয় সে বিষয়ে নিষেধ জারি
কিন্নরী – হিন্দু পুরাণে কল্পিত দ্বেলোকের এক সুকণ্ঠ গায়ক জাতি
কিংবদন্তি – জনশ্রুতি, মুখে মুখে প্রচলিত কথা
কুপিত – রুষ্ট, ক্রুদ্ধ
ক্রমোন্নতি – ক্রমশ উন্নতি

খ – দিয়ে শব্দার্থ

খোক্কস – কাল্পনিক রাক্ষস জাতীয় প্রাণীবিশেষ।
খাজা – ঘিয়ে ভাজা একধরনের ময়দার মিষ্টি
খাস্তা – অবশিষ্ট, ভালো, মচমচে
খাজা – ময়দার তৈরি ঘিয়ে ভাজা মিষ্টান্ন
খুরি – বাটির আকারের মাটির পাত্র
খলুই – মুখ সরু পেট মোটা এমন এক ধরনের বাঁশ বা ঘাঁসের তৈরি মাছ রাখার ঝুড়ি
খ্যাতনামা – প্রসিদ্ধ, বিখ্যাত
খেয়াল – কল্পনা, স্বপ্ন
খালি – কেবল
খিঁচুনি – বিকারবশত হাত-পা ছোঁড়া
খরস্রোতা – বেগমান জল প্রবাহ

গ – দিয়ে বাংলা থেকে বাংলা শব্দার্থ

গণ্ডা – চার-চারটি করে জিনিসের ভাগ
গাঁথন – একটির পরএকটি সাজানো গাঁথা
গম্বুজ – গোলাকার চূড়া
গুমো – পচন ধরা
গুঞ্জরিয়া – গুণ গুণ করে
গজা – ঘিয়ে ভাজা চিনির সরে পাক করা ময়দয়ার মিষ্টি খাবার
গণমান্য – সমাদরের পাত্র
গুচ্ছ – গোছা, আঁটি, স্তবক
গুল্ম – ছোটো গাছের ঝাড়
গোধূলি – দিন ও রাত্রির সন্ধিক্ষণ
গগন – আকাশ
গ্রাহ্য – মেনে নেওয়া
গাঁয়ে – গ্রামে
গিরিরাজ – পর্বতের রাজা
গুহা – গহ্বর
গৌরব – গরিমা, মহিমা
গুরু – আচার্য, শিক্ষাদাতা
গ্রাহ্য – বোধগম্য, গ্রহণযোগ্য
গগন – আকাশ
গণ্য – গ্রাহ্য, মান্য
গন্তব্য – যেখানে যেতে হবে
গবেষণা – অন্বেষণ করা, খোঁজ
গভীর – জটিল, দুর্গম
গৌরবময় – মহিমাময়, সম্মানযুক্ত
গন্ধর্ব – স্বর্গগায়ক
গোচারণ – গোরু চরানো
গবেষক – বিদ্যার কোনো নির্দিষ্ট ও অনালোচিত বিষয়ে অন্বেষণকারী

ঘ – দিয়ে বাংলা থেকে বাংলা শব্দার্থ

ঘেরা – ঘিরে থাকা
ঘোলাটে – অস্পষ্ট, ঝাপসা
ঘানি – তেল বের করার যন্ত্র
ঘুঁটে – জ্বালানি হিসেবে ব্যবহৃত গোবরের শুকনো চাকতি
ঘিরি – ঘিরে থাকা
ঘুরপাক – চক্রবৎ পরিভ্রমণ
ঘুঙুর – নৃত্যকালে পায়ে বাঁধার গুচ্ছ ঘণ্টা
ঘর্ষণ – ঘষা বা মার্জন করা
ঘুচিবে – লোপ পেয়ে যাবে,  বিনষ্ট হয়ে যাবে
ঘৃণা – অবজ্ঞা,  অপমান বোধ
ঘোষণা – সর্বসাধারণকে জানানো, বিজ্ঞপ্তি

চ – দিয়ে বাংলা থেকে বাংলা শব্দার্থ

চূড়ান্ত – সর্বশেষ, চরম
চিরস্মরণীয় – চিরকাল মনে রাখা উচিত এমন
চেকনাই – চকচকে আভা
চক্ষু – চোখ
চামর – চমরী গোরুর ল্যাজের লোমে তৈরি এক ধরনের পাখা আ ঝাড়ন
চুমকি – সোনা-রুপোর চকমকে ছোট ছোট পাত
চাষাবাদ – কৃষিকার্য
চিহ্নিত – দাগ দেওয়া হয়েছে এমন
চরণ – পা
চর্চা – অভ্যাস, অনুশীলন
চিহ্ন – রেখা, দাগ
চিকিৎসক – যিনি চিকিৎসা করেন, বৈদ্য
চলমান – চলন্ত, যা চলছে
চর্ব্য – যা চেবানো যায়
চোষ্য – যা চোষা যায়
চলন্ত – গতিযুক্ত, চলতি
চুলচেরা – অতি সূক্ষ্ম ভাগ, বিচার
চর্তুগুণ – বহুগুণ,  খুব বেশি
চরণ – পা, পদ, কবিতার পদ বা পংক্তি
চর্চা – আলোচনা, অনুশীলন
চলচিত্র – সিনেমার ছবি
চিরস্মরণীয় – যাকে চিরদিন মনে রাখা হয়

চক্রপাণি – চক্রহাতে যার (নারায়ণ)
চক্ষুষ্মান – যার চোখ আছে
চন্দ্রানন – চাঁদের মতো সুন্দর মুখ যার
চর্ব্য – চিবিয়ে খেতে হয় এমন খাদ্য
চুষ্য – চোষা হয় বা যায় এমন

ছ – দিয়ে শব্দার্থ বাংলা

ছানি  – খর দিয়ে ঘরের ছাউনি বা চাল,  চোখের দৃষ্টিতে বাধা দেয় এমন রোগ বিশেষ
ছকা – ছয় রকম বা নানা রকমের আনাজের তরকারি
ছদ্মবেশ – আত্মগোপন করার জন্য যে বেশ ধারণ করা হয়।
ছোঁয়াছে – ছুঁলেই যে রাগ সঞ্চার হয়, ছুঁলেই যে রোগ এক দেহ থেকে অন্য দেহে গমন করে৷

জ – দিয়ে শব্দার্থ বাংলা

জগৎ – পৃথিবী
জননী – মা
জ্ঞাপন – জানানো
জন্মভূমি – যে দেশে জন্ম হয়, জন্মস্থান
জলো – জল মেশানো, অল্প ভেজা
জব্দ – পরাজিত, নাকাল
জ্যোৎস্না – চাঁদের আলো
জীবনাবসান – মৃত্যু
জ্যোতি – আলোক
জগৎ – ভুবন, বিশ্ব
জনপদ – লোকালয়
জিজ্ঞাসাবাদ – জিজ্ঞাসা ও কথাবার্তা
জনগোষ্ঠী – নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ
জ্বালানি – ইন্ধন, যার সাহায্যে আগুন জ্বলে
জীবাণু – অতি ক্ষুদ্র প্রাণী
জননী – মা, মাতা
জঙ্গম – গতিশীল, গমনশীল
জ্ঞাপন – জানানো

ঝ – দিয়ে বাংলা থেকে বাংলা শব্দার্থ

ঝান্ডা – পতাকা
ঝিকিমিকি – অল্প অল্প উজ্জ্বলতা
ঝুম-ঝুম – জোরে বৃষ্টি
ঝড় – ঝটিকা, প্রবল বায়ুপ্রবাহ
ঝাড়া – পরিষ্কার করা, বাছাই করা
ঝাঁড়ফুক – মন্ত্র দিয়ে রোগ বা বিষ -এর প্রকোপ দূর করার অনুষ্ঠান

ড – দিয়ে বাংলা থেকে বাংলা শব্দার্থ

ডাঙা – স্থলভাগ, উঁচু জমি, যে জায়গায় জল জমেনা
ডরি – ভয় পাই

ঢ – বাংলা শব্দার্থ

ঢাল – লড়াই-এর সময় অস্ত্রের আঘাত ঠেকানোর জন্য চামড়া বা ধাতু দিয়ে তৈরি ফলক

ত – বাংলা শব্দার্থ

তৎক্ষণাত – তথখনই, তাড়াতাড়ি
তত্ত্ব – সত্য, তথ্য
তন্দ্রা – ঘুমের ভাব
তিরস্কার – বকুনি, ভর্ৎসনা
ত্যাগ – ছাড়া,বর্জন
তৃপ্তি – সম্তোষ, পরিতোষ
ত্রাস – ভয়, শঙ্কা
তুষি – খুশি, সুখী, তুষ্ট
ত্যজি – ত্যাগকরা, ছেড়ে যাওয়া
তড়িৎ – বিদ্যুত
তুমুল – ঘোরতর, ভীষণ
তিতি – তিতা/তেতো
তাণ্ডব – শিবের নৃত্য
তপ্ত – গরম
তন্ময় – একাগ্রচিত্ত
তলাতল – কোনো ঘরের তলায়
বিশেষ ধরনের ঘর
তৈলকুপ – যে কূপ থেকে খনিজ তেল তোলা হয়
তাত – কাপড় বোনবার জন্য ব্যবহৃত দেশি যন্ত্র
তরুণ – নবযুবক, যুবা
তীর্থ – পুণ্যস্থান
তেজ – শক্তি, প্রভাব
তীক্ষ্ণ – ক্ষুরধার
ত্রিবর্ণ – তেরঙ্গা
তামাশা – কৌতুক, পরিহাস
তৎকালীন – সেই সময়কার
তত্ত্ব – জ্ঞান, সত্য
তথ্য – যথার্থ, ঠিক খবর
তাবিজ – মাদুলি, কবচ
তালিম – শিক্ষণ, অনুশীলন
তুমুল – ঘোরতর, প্রবল
তৃণাঙ্কুর – ঘাসের নতুন পাতার সুক্ষ্ম অগ্রভাগ
তান্ত্রিক – তন্ত্র শাস্ত্রের বিধান অনুসারে সাধনাকারী
তত্ত্ব – সত্য, তথ্য, স্বরূপ
তত্ত্বানুসন্ধিৎসা – তথ্যের খোঁজ
তপন – সূর্য

দ – বাংলা শব্দার্থ

দরদি – মমতাশীল
দানো – দানব
দিগ্-বিদিক – সর্বদিক
দিল – প্রাণ
দুষ্কর – দুঃসাধ্য
দুর্বল – হীনবল, শক্তিহীন
দুর্ভিক্ষ – আকাল, দেশব্যাপী খাদ্যাভাব
দূরাস্তর – দূরদেশ
দৃঢ়চেতা – যে কোনো ধরনায় অটল যে লোক
দোর – দরজা
দশা – অবস্থা, ভাব
দৃঢ় – কঠিন, মজবুত
দক্ষিণা – দান
দিঘি – বড়ো পুকুর
দেশভক্তি – দেশের প্রতি শ্রদ্ধা
দৃঢ় – মজবুত
দ্বন্দ্ব – কলহ বা বিবাদ
দিনমণি – সূর্য
দীক্ষিত – যে দীক্ষা নিয়েছে
দ্বীপ – চতুর্দিকে জলবেষ্টিত স্থলভাগ
দণ্ড – সাজা
দীক্ষা – ব্রতসাধনে নিয়োগ
দক্ষতা – নিপুণতা, পটুতা
দেশপ্রেম – দেশের প্রতি ভালোবাসা
দৃষ্টিশক্তি – দেখার ক্ষমতা
দুর্গম – যেখানে যাওয়া কষ্টকর
দৃঢ় – শক্ত, কঠিন
দুরবস্থা – যাঁর অবস্থা মন্দ
দৃঢ়তা – অটল বিশ্বাস
দর্শন – দৃষ্টিপাত, দেখা
দাবানল – বনের গাছে-গাছে ঘর্ষণের ফলে যে আগুন সৃষ্টি হয়
দিগন্ত – দিনের সীমা, দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়।
দিনু – দেওয়া
দুর্ঘটনা – ক্ষতিকর ঘটনা, আকস্মিক ঘটনা
দুর্দান্ত – দমন করা বা বশে আনা যায় না এমন
দুর্বলতা – বল না শক্তির অভাব
দৃঢ় – শক্ত,  কঠিন, মজবুত, পোক্ত
দৃষ্টিভঙ্গি – দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন
দ্রব্য – বস্তু, পদার্থ, জিনিস
দাঙ্গা – দলবদ্ধভাবে মরামারি, খুন, জখম, লুণ্ঠন
দায়বদ্ধতা – কর্তব্য পালনের দায়িত্ব আছে
এমন
দিগন্ত – আকাশ যেখানে মেশে
দীনা – দরিদ্র নারী
দুর্লভ – পাওয়া দুঃসাধ্য এমন
দৃষ্টিনন্দন – যা দেখলে আনন্দ হয়
দৈববৈদ্য – দেবিতাদের চিকিৎসক

ধ – শব্দার্থ বাংলা টু বাংলা

ধেনো – ধান মেশানো
ধেনু – গাভী, গোরু
ধূম্র – ধোঁয়ার মতো
ধূসর – ছাই রং
ধানভানা – ধান কাঁড়া
ধূর্ত – চালাক
ধ্বনি – শব্দ
ধামাইল – অঙ্গ ভঙ্গী করে নাচগান
ধৈর্য্য – সহিষ্ণুতা
ধুম – জাঁকজমক, উদ্দীপনা বাড়া
ধরা – পৃথিবী
ধরণি – পৃথিবী, ধরা
ধারা – স্রাব, প্রবাহ
ধৈর্য্য – সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা
ধ্বনি – শব্দ, রব
ধন্দ –  ধাঁধা
ধ্বংসাবশেষ – ধ্বংসের পর যা থাকে
ধাইল – ছুটে গেল

ন – শব্দার্থ বাংলা টু বাংলা

নাছোড়বান্দা – যে লোক ছাড়ার পাত্র নয়
নিয়োজিত – কোনো কাজে বহাল হয়েছে এমন
নাদুস-নুদুস – মোটাসোটা, গোলগাল
নিত্যি – সর্বদা, প্রত্যহ
নিরহংকারী – যিনি গর্বিত নয়
নিবেদন – সমর্পন
নিরাময় — সুস্থ, নীরোগ
নিয়মিত – নিয়ম অনুযায়ী
নিষ্ঠা – কোনো কাজে গভীর মনোযোগ
নিড় – পাখির বাসা
নোলা – জিহ্বা, খাওয়ার লোভ
নৃত্যাঙ্গনা – নাচ করেন যে রমণী
নির্যাতন – পীড়ন, অত্যাচার
নির্বাচন – অনেকের মধ্যে থেকে বেছে নেওয়া
নিখুঁতি – দোষহীন
নিষ্ঠাবান – কর্তব্যে গভীর অনুরাগ
নামঘর – বৈষ্ণবদের উপাসনা গৃহ, কীর্তন ঘর
নিদর্শন – উদাহরণ, দৃষ্টান্ত
নিশ্চিত – নির্ণীত, স্থির
নির্দেশ – আদেশ
নিঃস্বার্থ – স্বার্থহীন
নব্য – নতুন
নক্ষত্র – তারা,  তারকা
নাবিক – জাহাজ চালনার কাজ করেন যিনি
নিঃস্বার্থ – স্বার্থহীন, স্বার্থবোধহীন
নিজস্ব – যাতে কেবল নিজের অধিকার আছে
নিন্দিত – নিন্দা করা হয়েছে এমন
নিমিষে – চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে
নিবেদন – আবেদন, সমর্পণ
নিয়োজিত – নিযুক্ত, বিনিয়োগ করা হয়েছে এমন
নিরসন- দূরীকরণ, মোচন, খণ্ডন
নিরীক্ষণ – বিশেষভাবে দেখা, মনোযোগের সঙ্গে দেখা
নির্দিষ্ট – নির্দেশ করা হয়েছে এমন, নির্ধারণ করা
নির্ধারিত – স্থির করা হয়েছে এমন
নির্বাহ – চালানো, সমাপ্তি, নিষ্পত্তি
নির্ভীক – ভয় নেই এমন
নির্মাণ – গঠন, রচনা, প্রস্তুত করা
নির্মাতা – গঠন করেন যিনি
নিশ্চেষ্ট – কোনো চেষ্টা করেনা এমন
নিষ্কাম – কামনা বা ভোগের আকাশক্ষা না করা
নিষ্কমণ – নির্গত হওয়া
নিহত – বধ করা হয়েছে এমন
নিহিত – স্থাপিত, অর্পিত, রক্ষিত
নিরাময় – নীরোগ, সুস্থ
নিরীহ – শান্ত শিষ্ট, গোবেচারা
নীরব – নিঃশব্দ, বাক্যহীন
নেহাত – একেবারে, নিতান্ত
ন্যুন – অপেক্ষাকৃত কম বা অল্প
নদীগর্ভ – নদীর দুই তীরের মাঝের তলাকার মাটি
ননী – মাখন
নবজাগরণ – নতুনভাবে জড়তা থেকে মুক্তি
নবস্ফুট – নতুনভাবে ফোটা
নবীন – নতুন
নিদর্শন – উদাহরণ, দৃষ্টান্ত
নিধি – ধন
নিবেদন – উৎসর্গ, উপস্থাপন
নিযুক্ত – কর্মের ভার প্রাপ্ত
নির্মূল – সমূলে বিনষ্ট
নির্জীব – জীবন নেই এমন
নিষ্পেষণ – সম্পূর্ণরূপে চুর্ণন, পেষণ, মর্দন
নিষিদ্ধ – নিষেধ বা বারণ করা হয়েছে এমন
নিরবচ্ছিন্ন – একটানা, ছেদহীন
নিশ্চিহ্ন – কোনো চিহ্ন নেই এমন
নিষ্ফল – ব্যর্থ, বিফল
নিষাদ – ব্যাধ, চন্ডাল
নিস্তব্ধ – স্থির, নিশ্চল
নিস্পন্দ – কাঁপছে না এমন
নেতের অঞ্চল – কাপড়ের আঁচল
নেহারি – দেখে
নৈশ – রাত্রি বা নিশাকালীন

– Bangla Shabdarth

পদক্ষেপ – পা ফেলা
পরিবেশন – বিতরণ
পন্থা – পথ, উপায়
পরিদর্শন – বিশেষভাবে দেখা
পরম – শ্রেষ্ঠ, মহান
পুনরাবৃত্তি – আবার বলা
পরম্পরা – পরপর ধারা
প্রকাশক – বই ছাপিয়ে বিক্রির ব্যবস্থা করেন যিনি
পরশমণি – যাকে স্পর্শ করলেই যে-কোনো ধাতু সোনা হয়ে যায়
প্রখর – কড়া,অতিউগ্র
পরামর্শ – যুক্তি,বিবেচনা
প্রখ্যাত – নাম করা, বিখ্যাত
পানতো – কড়া করে ভাজা ও চিনির রসে ডোবানো ছানার মিষ্টি,  পানতোয়া
প্রচলিত – চলছে অমন
প্রত্যক্ষ – দেখা, স্পষ্ট
প্রতিফলন – আয়নায় পড়ে আলোর প্রত্যাবর্তন
পাটকিলে – ইটের মতো রং
পারদর্শী – নিপুণ,পঢু
প্রত্যাখ্যান – ফিরিয়ে দেওয়া ।
পরিত্যাগ – বর্জন, বিসর্জন
প্রতুৎপন্নমতি – উপস্থিত বুদ্ধি আছে যার
প্রাক্তন – পূর্বে যা হয়েছে এমন
পরিণত – ভালোভাবে পাকা
পদক –  সম্মান বা প্রশংসার নিদর্শনস্বরূপ প্রদত্ত ধাতু ভয়ানক নির্মিত তক্তি, মেডেল
প্রচণ্ড – প্রবল, ভয়ানক
প্রদর্শন – দেখানো, প্রকাশ করা
পরমাত্মীয় – অতি আপনার জন
প্রফুল্ল- আনন্দিত 
প্রচণ্ড – প্রবল,  ভয়ানক
প্রদান – দেওয়া
পরাস্ত – পরাজিত
পরিবেশন – বিতরণ,  প্রদর্শন
পাল – বাতাসের সাহায্যে নৌকা চালানোর জন্য মাস্তুলে খাটানো পর্দা বিশেষ
পারাবার – সমুদ্র
পোড়া – অনেক দিন ব্যাবহার হয়নি এমন
পিলসুজ – সরু ও লম্বা বাতিদান
পুঞ্জ – স্তূপ, রাশি
পুষ্প – ফুল
পুঁতি – ফুটোওয়ালা রঙিন কাঁচের দানা
পুরি – আটার তৈরি লুচি
প্রমুখ – প্রভৃতি, ইত্যাদি, আদি
প্রচ্ছদ – আবরণ
প্রাণপণ – যথাসাধ্য
প্রতিকার – প্রতিবিধান
প্রতিজ্ঞ – সংকল্প
প্রতিভা – বুদ্ধি
প্রতিহত – বাধাপ্রাপ্ত
প্রতিভাসম্পন্ন – অসাধারণ বুদ্ধি
প্রতীক – চিহ্ন, রূপ
প্ররণা – উৎসাহ লাভ
প্রসিদ্ধ – খ্যাতি
পরখ – যাচাই,  পরীক্ষা
পার্থক্য – প্রভেদ
পূব – পূর্বদিক
পেখন – ময়ুরের বাহারি পুচ্ছ
পোক্ত – কঠিক
প্রজাতি – কোনো প্রাণী অথবা উদ্ভিদের শ্রেণি বা জাতি
প্রতিপালন – পালন বা পোষণ
প্রশস্ত – চওড়া
প্রসিদ্ধ – বিখ্যাত
পুরাতন – প্রাচীন
প্রহরী – রক্ষী
প্রতি – দিকে, অভিমুখে
পরহিত – পরোপকার
পত্তর – পত্র
পদচিহ্ন – পায়ের দাগ
পরখ – যাচাই, পরীক্ষা
পরামর্শ – যুক্তি, বিবেচনা
পরিবেশ – চারপাশ, প্রাকৃতিক পরিমণ্ডল
প্রতিভা – বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্ব
প্রয়াণ – মৃত্যু
প্রতিষ্ঠান – কোনো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত সংঘ বা সমিতি
পাষাণ – পাথর, শিলা
প্রশান্তি – শান্ত অবস্থা
পর্যটক-আবাস – ভ্রমণকারীর থাকার স্থান
পর্যটন – ভ্রমণ
পরিযায়ী – ভ্রমণশীল
প্রৌঢ় – যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের মানুষ, প্রবীন
পারিপার্শ্বিক – আশে-পাশের, পরিপার্শ্ব
প্রতিবেশী – পড়শি
পুঁথি – পুস্তক
পশ্চাদপসরণ – পিছিয়ে যাওয়া
পরিদর্শন – পর্যবেক্ষণ
পরিপূরক – যাকে পরিপূর্ণ করে এমন
প্রশিক্ষণ – হাতে কলমে শিক্ষা
পতাকা – কেতন, ধ্বজা, নিশান
পরিবাহী – যার ভিতর দিয়ে তাপ/বিদ্যুৎ প্রবাহিত হতে পারে
পাচক – রাঁধুনি
প্রতিবন্ধকতা – বাধাবিঘ্ন
পরিক্রমা – ঘোরা, পরিভ্রমণ করা
পণ্য – বিক্রয় যোগ্য
পদদলিত – পায়ের তলায় পিষ্ট
পদ্ধতি – প্রণালী, রীতি
পানই – জুতো, খড়ম
পরান – প্রাণ
পরামর্শ – মন্ত্রণী, যুক্তি, আলোচনা
পরিকল্পনা – চিন্তা, কাজের প্রণালী সম্পর্কে চিন্তন
পরিক্রমা – ভ্রমণ, চতুর্দিকে ঘোরা
পরিণত – পরিপক্ক
পরিবেশ – চারপাশের অবস্থা
পরিমাণ – মাপ, ওজন, মাত্রা
পরিষেবা – পরিচর্যা,
পরিস্থিতি – অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা
পার্বণ – পর্ব, উৎসব
পাশ্চাত্য – পশ্চিম দেশীয়
পিতৃপুরুষ – পিতা পিতামহ প্রভৃতি পূর্বপুরুষগণ
পুঁথি – হাতে লেখা প্রাচীন বই
প্রকল্প – পরিকল্পনা, সংকল্প
প্রকোপ – বৃদ্ধিপ্রাপ্ত, ক্রুদ্ধ
প্রচলিত – চালু, প্রচলন করা হয়েছে এমন
প্রচারক – সকলের অবগতির জন্য কথা প্রকাশ করেন যিনি
প্রচুর – অনেক, বহু, ঢের
প্রচেষ্টা – প্রয়াস, বিশেষ চেষ্টা
প্রজন্ম -পুরুষ পরম্পরায় বিশেষ এক স্তর
প্রজ্বলিত – জ্বলন্ত, প্রদীপ্ত
প্রতিকুলতা – অসুবিধাজনক
গতিক্রিয়া – ক্রিয়া বা কার্যের পরিণাম
প্রতিনিয়ত – সবসময়
প্রতিবন্ধকতা – বাধা, বিঘ্ন, অন্তরায়
প্রতিরক্ষা – রাষ্ট্রের সুরক্ষা ব্যবস্থা
প্রতিরোধ- নিবারণ, বাধাদান
প্রতিষ্ঠান – অবস্থান
প্রতিযোগী – বিরোধী, প্রতিদ্বন্দ্বী
প্রতীক – চিহ্ন
প্রদর্শন – যে দেখায়
প্রবল – প্রচণ্ড, তীব্র
প্রবাহ – জ্রোত
প্রবৃত্ত – রত, নিযুক্ত
প্রভা – দীপ্তি, কিরণ, তেজ
প্রভাব – প্রতাপ
প্রভাবিত – বশীভূত, অন্যের প্রভাব দ্বারা আচ্ছন্ন
প্র‍য়াস – পরিশ্রমের সঙ্গে চেষ্টা, অভিলাষ
প্রলয়ংকারী – নাশকারী
প্রশমন – নিবারণ, দমন
প্রশাসন – শাসন সংক্রান্ত, শাসন বিষয়ে
প্রসারিত – ব্যাপ্ত, বিস্তৃত
প্রসিদ্ধি – খ্যাতি
প্ররণ – পাঠানো
পতিত – যা পড়ে গেছে, অস্পৃশ্য
পরবাসী – পরের ভূমিতে বাসকারী
পরমত – অপরের মতামত সহ্য করতে পারে এমন।
পর্যালোচনা – সম্যক আলোচনা
পরস্পর – উভয়ের মধ্যে বা অনেকের মধ্যে
পরহিত – অন্যের ভালো করা
পরাণ – প্রাণ
পরান্মুখ – বিমুখ, নিবৃত্ত
পরিকল্পনা – সবদিক চিন্তা-ভাবনা করে কাজ বা ব্যাপার
পরিণতি – শেষ অবস্থা, পূর্ণতাপ্রাপ্তি
পার্থিব – পথিবী সম্বন্ধীয়, জাগতিক
পাদদেশ – তলদেশ, নিম্নদেশ
পুরঃসর – পূর্বক
পুরোভাগে – সম্মুখে
পুলোকিত – রোমাঞ্চিত
পূর্তি – পূরণ করা
পেয় – পান করার যোগ্য
প্রমত্ত – অত্যন্ত মত্ত
প্রমাদ – বিপদ
প্রতিকার – প্রতিবিধান
প্রতিকূল – বিপরীত, বিপক্ষে
প্রতিক্ষণ – হাতে কমলে শিক্ষা
প্রতিধ্বনি – একবার শব্দ হলে তার অনুরূপ
যে শব্দ শোনা যায়
প্রতিফলিত – প্রতিবিম্ব
প্রতিভাত – প্রকাশিত
প্রতিরোধ – বাধাদান, নিবারণ
প্রতিষেধ – নিষেধ, নিবারণ
প্রতিষ্ঠা – সংস্থাপন
প্রতিসিদ্ধ – নিবারিত
প্রতিহিংসা – প্রতিশোধ
প্রণিধান – একাগ্রচিত্তে বোঝবার চেষ্টা
প্রবিষ্ট – যে প্রবেশ করেছে
প্রস্থান – গমন, যাওয়া
প্রোদষ ভাগে – সন্ধ্যাকালে
প্রত্যাখ্যাত – অস্বীকৃত
প্রত্যাগমনপূর্বক – ফিরে এসে

ফ – Bangla Shabdarth

ফুৎকার – ফুঁ দেওয়া
ফুলকো – ফুলে উঠেছে এমন
ফলন্ত – ফল ধরেছে এমন
জুঁই – এক ধরনের ফুল
ফলার – চিঁড়ে, দই, দুধ মিষ্টান্ন ফল ইত্যাদি খাওয়া বা ভাত ছাড়া অন্য নিরামিষ আহার
ফেরি – লঞ্চ
ফলাহার – মলভক্ষণ
ফৌজ – সৈন্য
ফলশ্রুতি – কর্মের বা পুণ্য কর্মের ফল বর্ণনা
ফোয়ারা – প্রস্রবন, ঊর্ধমুখি জলধারা

ব – Bangla Shabdarth

বরণ – অভ্যর্থনা
বরন – রং, বর্ণ
বয়স্ক – সাবালক, বেশি বয়স যার বিলীন
বদ্ধপরিকর – দৃঢ়প্রতিজ্ঞ
বাধিত – কৃতজ্ঞ
বাধ্য – অনুগত, বশীভূত
বিদিত – জানা আছেবা জনা গেছে এমন
বিদ্রূপ – ঠাট্টা, উপহাস, তামাশা
বিধান – নিয়ম, আইন
বিনাশ – লোপ, ধ্বংস, মৃত্যু
বিনীত – শান্ত, সংযত
বিরাজিত – প্রকাশিত
বিরামহীন – যার বিশ্রাম নেই
বিভ্রান্ত – কী করতে হবে বুঝতে পারে না এমন
বিলীন – সম্পূর্ণ লোপ পেয়ে গেছে এমন
বিশদ – ছড়ানো, খোলামেলা
বিশ্বময়ী- পৃথিবী জুড়ে, পৃথিবীর মাতা
বুদবুদ – জলের বুড়বুড়ি
বৎসল – স্নহযুক্ত
ব্যক্তি – লোক, জন, মানুষ
ব্যবস্থা – বন্দোবস্ত, আয়োজন
ব্যঙ্গ – ঠাট্টা, উপহাস, তামাশা
বুদ্ধিদীপ্ত – বুদ্ধিমান, বিচক্ষণ
বনজঙ্গলে – ঝোপঝাড় বা বনবাদাড়
বরিষা – যে সময়ে বৃষ্টি হয় সেই কাল বা সময়
বাঞ্ছা – ইচ্ছা, বাসনা, কামনা
বালাই – আপদ বা বিপদ
বাহার – মন ভোলানো সৌন্দর্য
বিদেশি – বিদেশের অধিবাসী
বিভিন্ন – নানারকম
বিভুষিত – বিশেষভাবে অলংকৃত
বীর – সাহসী বা তেজস্বী
বীরাঙ্গনা – সাহসী নারী
বৃদ্ধি – বাড়া বা প্রসার
ব্যথা – বেদনা
বজ্রপাত – বাজপড়া
বিতাড়িত – তাড়িয়ে দেওয়া হয়েছে এমন
বসুন্ধরা – পৃথিবী
বিস্মিত – আশ্চর্য
বহুমুখী – বহুবিষয় সংক্রান্ত
বীরত্ব – বীরের গুণ
বহিষ্কার – বিতাড়িত, বর্জন
বুদ্বুদ/বুদবুদ- জলের বুড়বুড়ি বা ভুরভুরি
বাণিজ্য – ব্যবসা
বোঁদে – বুন্দিয়া, গুলির মতো ছোটো ছোটো দানা মিষ্টি
বিক্রম – বীরত্ব, পরাক্রম, শক্তি, বল
বিচলিত – অস্থির,চঞ্চল
ব্যাকুলতা – অধীর বা অস্থির
বিজ্ঞানী – বিজ্ঞান শাস্ত্রে দক্ষ
বীণা – বাদ্যযন্ত্র বিশেষ
বেণু – বাঁশি
বন – জঙ্গল
ব্রত – পুণ্যলাভের উদ্দেশ্যে পালিত ধর্মকর্ম
বিশাল – বড়ো
বৃত্তি – পেশা
বাগ্মী – বক্তা
বিভিন্ন – বিবিধ
বক্তৃতা – ভাষণ
বরাক – ভারতের অসম রাজ্যের কাছাড় (শিলচর) জেলার একটি নদী।
বর্ষণ – বৃষ্টিপাত
বক্তৃতা – সমবেত শ্রোতাদের সামনে ভাষণ
বাৎসল্য – স্নেহ রসবিশেষ
বাতিল – নাকচ, পরিত্যক্ত
বাণিজ্য – ব্যবসায়, ব্যাপার
বারণ – নিষেধ, মানা
বাস্তব – প্রকৃত,  যথার্থ
বাহবা – প্রশংসা, প্রবল সমর্থন
বর্জন – ত্যাগ
বর্ষণ – বৃষ্টিপাত
বিকশিত – বিকাশ লাভ করেছে এমন, প্রকাশিত
বিগত – অতীত হয়েছে এমন
বিঘ্ন – বাধা, ব্যাঘাত
বিচক্ষণ – সুবিবেচক
বিতরণ – বিলিয়ে দেওয়া, ভাগ করে দেওয়া
বিতর্ক – আলোচনা, বাদানুবাদ
বিদগ্ন – নিপুণ
বিনিময় – বদল, আদান-প্রদান
বিশ্ব – পৃথিবী ও তার বাইরের গ্রহ নক্ষত্র সমন্বিত সমস্ত স্থান
বিশেষজ্ঞ – বিশেষ কোনো বিষয়ে পণ্ডিত
বিশ্লেষণ – বিশদ আলোচনা
বিষাদময় – দুঃখময়, স্ফূর্তিহীনতা
বিসর্জন – ত্যাগ
বেপরোয়া – কিছুকে বা কাউকে গ্রাহ্য করে না এমন
বৈজ্ঞানিক – বিজ্ঞানে অভিজ্ঞ
ব্যক্তিত্ব – ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য
ব্যতিক্রমী – অসাধারণ হিসাবে গণনীয়
ব্যবহার্য – ব্যবহারের যোগ্য,ব্যবহার করতে হবে এমন
বিহঙ্গ – পাখি
ব্রহ্মাণ্ড – মহাবিশ্ব
বৎস – বাছা
বদন – মুখ
বিদ্বেষ -হিংসা
বিদ্যাধর – দেবতা বিশেষ
বয়ান – উক্তি, মুখ
বরণীয় – বরণ করার যোগ্য
বহমান – প্রবাহিত
বাদল – মেঘ
বাপজান – পিতা, বাবা
বাহ্য – বহিস্থ, বাহিরের
বিচ্ছিন্ন – আলাদা হয়ে পড়েছে এমন
বিড়ম্বনা – অনর্থক কষ্টভোগ
বিপণন – বাজারে বিক্রির ব্যবস্থা
বিপর্যয় – উলট্‌ পালট্‌, বিশৃঙ্খল অবস্থা
বিফলতা – ব্যর্থতা
বিব্রত – বিচলিত, ব্যাকুল
বিভীষিকাময় – ভয়ংকর ব্যাপার
বিরাজিত – যা রয়েছে এমন
বিলক্ষণ – নিশ্চয়, চমৎকার
বিশ্ববিশ্রুত – পৃথিবী বিখ্যাত
বিষাদ – দুঃখ
বিস্তারিত – ছড়ানো হয়েছে এমন
বুদ্ধিসম্পন্ন – বুদ্ধি আছে এমন
বৃত্তি – জীবিকা, ব্যবসায়
ব্যবধান – দুরত্ব
ব্যাপকভাবে – বহুদূর ছড়িয়ে পড়েছে এমন
ব্যোমযান – আকাশগামী যান
বৈচিত্র্য – বিভিন্নতা
বৈশিষ্ট্য – অনন্যতা, প্রভেদ, বিশেষত্ব

ভ – Shabdarth

ভিত – দেওয়ালের যে অংশ মাটির নিচে গাঁথা
ভোগ – সুখ-দুঃখ-কষ্ট ইত্যাদির অনুভূতি
ভারেভারে – বোঝায়-বোঝায়
ভীষণ – ভয়ংকর বা ভয়ানক
ভ্রূক্ষেপ – মন দেওয়া
ভূমি – ভূপৃষ্ঠ, পৃথিবী
ভেলা – কলাগাছের কাণ্ড কিংবা কাঠের তক্তা দিয়ে তৈরি ছোটো জলযান
ভিটামিন – খাদ্যপ্রাণ
ভাঁড়ার – ভাণ্ডার
ভাবাদর্শ – ভাবের আদর্শ
ভিনগ্রহ – অন্যগ্রহ
ভাটিয়ালি – মাঝিদের গানের সুর বিশেষ
ভারসাম্য – বিভিন্ন দিকের ওজনের সমতা
ভাষণ – বক্তৃতা 
ভীষণ – দারুণ, অত্যন্ত
ভৃত্য – চাকর, পরিচারক, বেতনভোগী
ভাষ্যকার – বাখ্যা করেন যিনি
ভূমি – মাটি, ভূপৃষ্ঠ, মেঝে
ভূষণ – গহনা, সজ্জা, অলংকার
ভূয়সী – প্রচুর
ভক্ষণ – খাওয়া
ভক্ষ্য – খাওয়া যায় এমন
ভগ্ন হৃদয় – হতাশা
ভাতি – মতো
ভাবশিষ্যা – শিষ্যার মতো
ভিক্ষাজীবী – ভিক্ষা দ্বারা যে জীবিকা নির্বাহ করে
ভোজ্য – খাওয়ার উপযুক্ত
ভ্রম – ভুল, ধাঁধা লাগা
ভৌতিক – ভূত সম্বন্ধীয়

ম – Shabdarth

মজবুত – শক্ত, দৃঢ় বা স্থায়ী
মজাদার – আনন্দদায়ক
মর্ত – পৃথিবী বা মনুষ্যলোক
মহৎ – উদার, শ্রেষ্ঠ
মাতব্বর – অঞ্চলের মধ্যে বয়স্ক ও নেতৃত্ব দেওয়ায় মতো ক্ষমতা সম্পন্ন মানুষ
মুগ্ধ – মোহিত
মন্ডা – চিনির রসে সেদ্ধ ছানার মিষ্টি
মহীয়ান – সুমহান
মর্মর – মারবেল পাথর
মনোবাঞ্ছা – মনের সাধ
মুদলে – চোখ বন্ধ করলে
মতিচুর – মিহিদানা
মেধাবী – বুদ্ধিমান
মহাপরাক্রম – প্রবল বিক্রম বা বীরত্ব
মৃদঙ – তালবাদ্যের যন্ত্রবিশেষ, খোল বা পাখোয়াজ
মহানন্দ – খুবখুশি
মহীয়সী – সুমহান
মঙ্গল – কল্যান,শুভ
মাসোহারা – প্রতি মাসে প্রদেয় ভাগ বৃত্তি বা দান
মঞ্জুর  – মনজুর, অনুমোদিত
মনিব – প্রভু, কর্তা
মাহাত্য – মহিমা, গৌরব
মন্দিরা – কাঁসা বা পিতলের খুব ছোটো করতাল
মুড়কি – গুড় কিংবা চিনির রসে মাখা খই
মনোহর – মন ভুলিয়ে দেয় এমন সুন্দর
মুহূর্ত – অতি অল্প সময়, ক্ষণ মাত্র
মহানুভব – উদারচিত্ত, মহাপ্রাণ
মৃদঙ্গ – তালবাদ্য যন্ত্র বিশেষ
মহিমা – গৌরব
মেধাবী – বুদ্ধিমান
মার্জনা – ক্ষমা
মোচন – খোলা, উদঘাটন
মন্ত্র – পূজা উপাসনায় উচ্চারিত শ্লোক
মৌন – নীরবতা
মহান – মহৎ
মন্ত্রণা – পরামর্শ
মঠ- আখড়া
মুষড়ে পড়া – ঘাবড়ে যাওয়া
ময়রা – যে মিষ্টি তৈরি করে
মহান – মহৎ
মানচিত্র – কোনো পৃথিবীর আকৃতি ও আকার অনুযায়ী নকশা
মনোবল – মনের শক্তি
মুক্তিযুদ্ধ – দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ
মুক্তহস্তে – হাত খুলে, দ্বিধা না করে
মগ্ন – বিভোর, তন্ময়
মন্থন – আলোড়ন, দমন
মনীষী – অসাধারণ প্রতিভা ও গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি
মনোনিবেশ – মনোযোগ দেওয়া
মনোরম – সুন্দর
মহানুভব – উদারচিত্ত, মহামতি
মরণোত্তর – মৃত্যুর পর
মর্মাহত – বেদনাহত
মহামূল্য – অত্যন্ত দামি, অতি মূল্যবান
মাদুলি – কবচ, তাবিজ
মুখস্থ – যা মনে বা স্মৃতিতে ধরা আছে, কণ্ঠস্থ
মুগ্ধ – মোহিত, আত্মহারা, বিভোর
মৃদু – কোমল, নরম, আলতো
মেধা – বোধশক্তি, স্মরণশক্তি
মেধাবী – বোধশক্তি সম্পন্ন
মোকাবিলা – সামনা সামনি বোঝাপড়া
মৈত্রী – মিত্রতা, বন্ধুত্ব
মোহন – মুগ্ধ করা, সম্মোহন
মজ্জা – জীবদেহের হাড়ের মধ্যে নরম স্নেহজাতীয় পদার্থ
মরম – স্নেহ
মহাজাগতিক – মহাবিশ্ব সংক্রান্ত
মহিমা – মহত্ব
মার্জন – পরিষ্কার করা, মাজা
মারাত্মক – সাংঘাতিক, বিপজ্জনক
মৃত্তিকা – মাটি
মৃত্যুগ্রস্থ – মরণ গ্রাস করছে এমন
মৃদু – কোমল, নরম
মৈত্রী – মিত্রতা, বন্ধুত্ব
মোলাকাত – দেখা হওয়া
মোলিক – মূলগত

য – Sobdartho Bengali

যুক্তিযুক্ত – যথোচিত,  বিচারসন্মত
যদভবিষ্য – ভবিষ্যতে যা ঘটবে এমন
যথেষ্ট – প্রচুর
যম – মৃত্যুর দেবতা
যত্ন – প্রচেষ্টা
যথার্থ – সত্যতা, প্রকৃত তথ্য

র – Sobdartho Bengali

রম্ভা – কলা
রাষ্ট্রপতি – গণতান্ত্রিক দেশে নির্বাচিত সর্বোচ্চ শাসনকর্তা
রত্ন – মূল্যবান মণিমুক্তা
রাং – সাদা নরম এক ধরনের ধাতু (তামা ও রাং গলিয়ে তৈরি)
রাগিনী – মোট ছত্রিশটি সুরের সাধারণ নাম
রাবড়ি – ধন দুধের সর পরতে পরতে তুলে চিনি মিশিয়ে তৈরি মিষ্টি
রব – কণ্ঠস্বর, ডাক
রক্ষী – যে রক্ষা করে, প্রহরী
রঞ্জিত – চিত্রিত
রত – নিযুক্ত
রিপু – শত্রু
রুদ্ধশ্বাস – শ্বাসবায়ু বন্ধ হয়েছে এমন
রুধির – রক্ত
রূপান্তরিত – ভিন্ন রূপ ধারন করেছে এমন
রূপায়ণ – বাস্তবে পরিণত করা
রঙ্গ – তামাশা, মজা
রুদ্ধ – বন্ধ
রুষ্ঠ – ক্রুদ্ধ, রেগে গেছেন যিনি
রূপান্তরিত – ভিন্নমূর্ত্তি বা ভিন্ন অবস্থা লাভ করেছে এমন
রোমাঞ্চিত – শিহরিত

ল – Sobdartho Bengali

লগ্ন – শুভক্ষণ, সংযুক্তি
লয় – নেওয়া, মিশে যাওয়া
লহরী – তরঙ্গ
লড়াই – যুদ্ধ, ঝগড়া
লাঘব – কম করা, হ্রাস
লাবণ্যময়ী – সৌন্দর্যময়ী, কান্তিযুক্ত
লাশ – মৃতদেহ
লাঞ্ছিত – অপমানিতা,  উৎপীড়িতা
লুপ্ত – নিঃশেষ
লেহ্য – লেহন করার যোগ্য যা
লোহিত – লাল

শ – Sobdartho

শ্রদ্ধেয় – শ্রদ্ধার উপযুক্ত
শাখী – শাখা, গাছের ডাল
শিস – সিটি
শোক – দুঃখ
শোভা – সৌন্দর্য
শৈলী – রীতি, ধারা, ভঙ্গি
শৌখিন – শখ আছে যার এমন
শ্রেষ্ঠ – সকলের মধ্যে ভালো
শখ – রুচি, পছন্দ
শীঘ্র – তাড়াতাড়ি
শ্রেষ্ঠত্ব – সর্বপ্রধান, সর্বোত্তম
শ্রোতা – যে শোনে
শ্বেত – সাদা রঙ
শিয়র – মাথার দিক
শতাব্দী – শতক
শুশ্রূষা – সেবা
শিল্প – কারুকর্ম
শ্রবণশক্তি – শোনার শক্তি
শপতি – শপথ, প্রতিজ্ঞা
শহিদ – ন্যায়সংগত অধিকার লাভের জন্য নিহত ব্যক্তি
শুভ – মঙ্গল, কল্যাণ
শ্রম – দৈহিক খাটুনি, পরিশ্রম
শঙ্কিত – ভীত, এস্ত
শশী – চাঁদ
শাশ্বত – নিত্য, চিরন্তন
শৈথিল্য – শিথিলতা
শৈল – পাহাড়, পর্বত
শ্রান্তি – ক্লান্তি
শ্রুতি – শ্রবণ, কর্ণ
শ্রেয় – শুভ, হিত

স – Sobdartho

সংগ্রাম – যুদ্ধ
সদাগর – বড়ো ব্যবসায়ী
সমকক্ষ – সমান, তুল্য
স্মৃতি – মনে মনে পুরোনো বিষয় চিন্তা
সম্নন্বয় – সংগতি, মিলন
সম্মতি – রাজি
সম্পন্ন – শেষ
সম্প্রদায় – দল, সমাজ
সরঞ্জাম – উপকরণ, আয়োজন
সহিষ্ণু – সহনশীল, ধৈর্যশীল
সাংস্কৃতিক – শিক্ষা ও সভ্যতা বিষয়ক
সিদ্বহস্ত – কোনো কাজে দক্ষ বা নিপুণ
স্তূপ – এক জায়গায় গাদা করা অনেক জিনিস
সুখো – জলশূন্য, শুকনো
সুখ্যাতি – প্রশংসা
সুদক্ষ – কোনো কাজে পটু
সুনাম – সুখ্যাতি, যশ
সুনিপুণ – খুব পটু, দক্ষ
সেরা – সব চেয়ে ভালো
স্বয়ং – নিজে
স্বচ্ছ – যার ভেতর দিয়ে আলো যেতে পারে এমন, পরিষ্কার
স্নিগ্ধ – কোমল, মধুর
সজ্জিত – সাজানো হয়েছে এমন
সর্বঙ্গীন – সম্পূর্ণ
সন্নিবিষ্ট – সংযুক্ত
সত্ব – স্থিতি, প্রাণ, চৈতন্য
সংকল্প – অভিপ্রায়, মনোবাসনা
সত্যাগ্রহী – সত্যও অধিকারের জন্য দৃঢ় সংকল্প যিনি
সংক্রান্তি – মাসের শেষে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন
সত্যান্বেষী – যথার্থের অনুসন্ধান করেন যিনি
সংগঠন – সুচারুরূপে গঠিত প্রতিষ্ঠান
সংরক্ষণ – রক্ষণাবেক্ষণ
সম্পন্ন – সম্পূর্ণ
সম্বলিত – যুক্ত
সম্মান – মান, সমাদর, গৌরব
সদস্য – কোনো প্রতিষ্ঠান বা সমিতির সভ্য
সুরকি – ইটের গুড়ো
সুরক্ষিত – খুব ভালো ভাবে রাখা হয়েছে এমন
স্পষ্টবাদী – গোপন করে বা সংকোচ
করে কথা বলে না এমন
সৃষ্টি – কোনো কিছুর জন্ম দেওয়া ৷
সমর্থন – কোনো বিষয়ের বা কারো মতের আনুকূল্য
স্থল – ভূমি |
স্পৃহা – ইচ্ছা,কামনা |
স্মরণীয় – মনে রাখার যোগ্য
সক্রিয় – কাজে নিরত, কার্যকর
সমৃদ্ধ – ঐশ্বর্যশালী
স্বচ্ছন্দ – জড়াতাহীন
সলতে – সরু করে পাকানো কাপড় কিংবা তুলো যা দিয়ে প্রদীপ জ্বালানো হয়
স্বনামধন্য – নিজের নামেই পরিচিত বা প্রসিদ্ধ
সাধনা – উপাসনা, আরাধনা
স্বরাজ – দেশবাসীর নিজেদের দেশ-শাসনের ক্ষমতা
সাঁঝ – সন্ধ্যা
সিদ্ধান্ত – মীমাংসা
স্বাবলম্বী – নিজের উপর নির্ভরশীল
সুখ্যাতি – প্রশংসা, যশ
স্বীকার – মেনে নেওয়া
সক্রিয়ভাবে -ক্রিয়াশীল, উৎসাহী
সদ্ভাব – বন্ধুত্ব
সফলতা – সার্থকতা,  কৃতকার্যতা
সমাধি – কবর, গভীর ধ্যান
সম্পদ – ধন, সম্পত্তি
সম্ভ্রান্ত – সম্মানিত
সলা-পরামর্শ – যুক্তি, মন্ত্রণা
সংগ্রহশালা – যেখানে সংগ্রহ করে রাখা হয় (মিউজিয়াম), জাদুঘর
সংযোগ – মিশ্রণ, সর্ম্পক
সংরক্ষণ – রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান
সুন্দর – দেখতে ভালো
সুরারোপ – গানের কথায় সুর বসানো
সারিগান – মাঝিদের গানবিশেষ
স্থান – জায়গা, স্থল
স্বাধীনতা – অন্যের অধীন নয় এমন অবস্থা
স্থায়ী – নিত্য
সুড়ঙ্গ – মাটির নীচ দিয়ে বা পাথরের গা ফুটো করে কাটা গর্তপথ
সজনী – শখী
সর্ব – সব
সংহতি – ঐক্য, সংঘবদ্ধতা
সম্মেলন – সভা
সমন্বয় – সংহতি
সমর্পণ – দান
সংগ্রাম – যুদ্ধ
সাম্যবাদী – সাম্যবাদে বিশ্বাসী
সম্পদ – ধন
সহোদরা – এক মাতার গর্ভজাত ভগ্নী
স্মৃতিসৌধ – স্মৃতি রক্ষার্থে নির্মিত সৌধ
সহকর্মী – কর্মে সহযোগী
স্মরণ – মনে মনে অতীতের কোনো বিষয়ের পুনরাবৃত্তি,  মনে করা
সংকেত – ইশারা
সন্দেহ – সংশয়
সদ্যোজাত – সবে মাত্র জন্ম নিয়েছে এমন
সরসতা – রসালতা
সত্র – বৈষ্ণবদের একসাথে থাকার স্থান, যজ্ঞ, যেখানে অন্নজলাদি বিতরণ করা হয়
সেবা – পরিচর্যা
সান্নিধ্য – নৈকট্য
সীমাবদ্ধ – সীমাযুক্ত
স্পষ্ট – পরিস্কার
স্নেহ – আদর
সবল – বলশালী
স্পর্শ – ছোঁয়া
স্বচ্ছল – সমৃদ্ধ

সংকলন – সংগ্রহ, একত্রীকরণ
সংকল্প – কোনো কাজ করার দৃঢ় ইচ্ছা
সংকুচিত – কমানো হয়েছে এমন, গুটিয়ে বা কুঁচকে গেছে এমন
সংক্রমক – ছোঁয়াচে, ছুঁলেই যে রোগ সঞ্চার হয়
সংগ্রাম – যুদ্ধ, লড়াই, সংঘর্ষ, বিবাদ
সংক্ষিপ্ত – ছোটো করা হয়েছে এমন
সংমিশ্রণ – একত্রীকরণ, সম্পূর্ণরূপে মিশ্রণ
সংযোগ – সম্পর্ক, যোগাযোগ
সদস্য – সংঘ প্রতিষ্ঠান দল ইত্যাদির সভ্য, সভাসদ
সঞ্চালন – চালনা, নিয়ন্ত্রণ, নির্দেশনা
সমসাময়িক – একই সময়ের
সন্তুষ্টি – অতিশয় তৃপ্তি
সমর্পিল – সঁপা
সমৃদ্ধশালী – ঐশ্বর্যযুক্ত
সম্যক – সর্বপ্রকারে, সমগ্রভাবে
সম্পন্ন – সম্পূর্ণ, যুক্ত, বিশিষ্ট
সম্বোধন – দূর থেকে আহ্লান, আহ্লানসুচক ডাক
সম্ভাবনা – হয়তো হবে বা ঘটবে এমন ভাব
সম্ভাষণ – সম্বোধন, আলাপ, কথাবার্তা
সর্বনাশ – ঘোর অনিষ্টকারী
সর্বোচ্চ – সকলের চেয়ে উঁচু বা উন্নত
সম্মেলন – জনগণকে মিলিত করা
সহমর্মী – সহানুভূতিশীল


শহযোগী – সাহায্যকারী, সহকারী
সহিষ্ণুতা – সহনশীলতা, সহ্য করতে পারে এমন
সাকার – আকারযুক্ত, মূর্তিবিশিষ্ট
সাক্ষাৎকার – পরস্পর দর্শন ও আলাপ
সাঙ্গ – সমাপ্ত
সাড়া – আহ্বানের উত্তর
সাদর – আদরের সঙ্গে
সার্থক – সফল, চরিতার্থ
সিদ্ধান্ত – মীমাংসা, নির্ধারণ
সিদ্ধি – সাফল্য, জয়লাভ
সীমাবদ্ধ – পরিমিত, নির্ধারিত সীমানা
সুখ্যাতি – যশ, সুনাম
সুযোগ্য – সম্পূর্ণ উপযুক্ত
স্তবক – গুচ্ছ, সমূহ, কবিতার ভাগ
স্থাপন – প্রতিষ্ঠা করা হয়েছে এমন
স্বচ্ছ – অতি নির্মল, আলোকদ্বারা ভেদ্য
স্বনির্ভর – নিজের উপর নির্ভর বা আশ্রয়
স্বরূপ – প্রকৃতি, নিজের রূপ, স্বাভাবিক অবস্থা
স্বার্থ – নিজের লাভ বা উপকার
স্বাভাবিক – প্রাকৃতিক, প্রকৃতিগত
স্বীকৃতি – সম্মতি, মেনে নেওয়া
স্মরণশক্তি – মনে রাখবার ক্ষমতা
স্রাব – প্রবাহিত হচ্ছে এমন, ধারা
সংকল্প- অভিপ্রায়, প্রতিজ্ঞা
সংকেত – ইঙ্গিত, ইশারা
সংগৃহীত – জোগাড় করা হয়েছে এমন
সংরক্ষণ – রক্ষণাবেক্ষণ
সংযুক্ত – মিলিত, যুক্ত আছে এমন
সংস্পর্শ – সম্বন্ধ, সংযোগ
সতর্ক – সাবধান, সজাগ
সদস্য – কোনো প্রতিষ্ঠান কিংবা সমিতির সভ্য
সন্দিহান – সন্দেহযুক্ত
সন্নিবিষ্ট – মিলিত, যুক্ত আছে এমন
সমর্পন – স্বত্ব ছেড়ে দান
সমভিব্যাহারে – সঙ্গে, একত্রে গমন
সমীকরণ – একজাতীয় করা
সমীপে – কাছে, নিকটে
সমীরণ – বায়ু, বাতাস
সমুদায় – সফল, সব
সম্প্রচার – ব্যাপক ঘোষণা
সর্বাঙ্গীন – পূর্ণাঙ্গ, সম্পূর্ণ
সম্বর – সামলানো
সম্বল – পাথের, পুঁজি, অবলম্বন
স্বল্পকাল – একটু সময়
সলিল – জল
সহধর্মিনী – স্ত্রী, পত্নী
সহিষ্ণুতা – সহনশীল, ধৈর্যশীল
সাতিশয় – খুব বেশি
সাধ্যগণ – সাধন যোগ্য যারা
সাধ্যমতো – ক্ষমতা অনুযায়ী
সাম্য – মৈত্রী, সাদৃশ্য
সায়াহ্ন – সন্ধ্যাকাল
সিদ্ধ – নিপুণ, পারদশশী
সিন্ধু – সমুদ্র
সুপরিকল্পিত – ভালোভাবে সবদিক চিন্তা-ভাবনা করে কাজ বা ব্যাপার
সুফি – মুসলমানদের একটি সম্প্রদায় যাঁরা ঈশ্বরকে প্রেমাস্পদ হিসেবে উপাসনা করেন
সুষ্ঠু – ভালোভাবে, যথাযথ, নিখুঁত
সূক্ষ্ম – সরু, মিহি
সোহাগ – আদর
স্থাপত্য – পুরোনো মন্দির, প্রাসাদ ইত্যাদি
স্থাবর – অচল, স্থায়ী
স্থূল – মোটা
স্থিতি – থাকা, অবস্থান
স্বাবলম্বী – নিজের উপর নির্ভরশীল যিনি
স্মরণীয় – স্মরণ করার যোগ্য
স্মরণপথারাঢ় – স্মরণে থাকা

হ – Bengali Shabdarth

হাতলাগানো – সাহায্য করা
হাতে কলমে – নিজের হাতে
হাবিলদার – নিম্নপদস্থ সৈনিক কর্মচারী
হাঁড়ি – গোল পেটমোটা পাত্র যাতে ভাতরান্না করা হয় অথবা যার মধ্যে জিনিস রাখা হয়
হুংকার – গর্জন
হাঁকডাক – শব্দকরা, ডাকাডাকি
হাতছানি – হাতের ইশারা, হাতের ইঙ্গিত
হত্যালীলা – মেরে ফেলা, খুন
হত্যাকারী – খুনি, ঘাতক
হামা – হাত ও হাঁটুতে ভর দিয়ে চলা
হেংদাঙ – বড়ো তলোয়ার
হরিৎ – সবুজ
হ্যালো – সম্বোধন সূচক অব্যয়, হে, ও হে
হাজা – পঁচে যাওয়া জল ঘাঁটাঘাঁটি করার ফলে হাত পায়ের আঙুলের ঘা।
হতাশ – নিরাশ, আশাহীন
হদ্দ – যথাসাধ্য
হন্তদন্ত – অতি ব্যস্ত, ব্যস্ত সমস্ত
হাতেখড়ি – প্রথম শিক্ষারম্ভ
হিতকর – মঙ্গলজনক,উপকারী
হিন্দোল – দোলা, ঝুলন, সংগীতে রাত্রিকালীন রাগ বিশেষ
হিয়া – হৃদয়
হৃদরোগ – বুকের ব্যাধি
হৃদয় – বক্ষস্থল, বুকের অভ্যন্তরভাগ
হৃদয়বিদারক – অত্যন্ত শোকজনক
হানা – ছোঁড়া, আক্রমণ
হিরন্ময় – স্বর্ণময়
হিল্লোল – তরঙ্গ
হৃদয়-তন্ত্রী – হৃদয় রূপ তন্ত্রী

আরোও পড়ুন

যুক্তবর্ণ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!