তুমি নির্মল কর মঙ্গল করে (Tumi Nirmolo Koro lyrics) বাংলার অন্যতম সেরা প্রার্থনামূলক গান। গানটির স্রষ্টা ও রচয়িতা হলেন রজনীকান্ত সেন। এই গানের কথা মনকে পবিত্র করে এবং জীবনকে সত্য ও সুন্দর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
(toc)
কবিতা / গান: তুমি নির্মল কর মঙ্গল করে
তুমি নির্মল কর মঙ্গল-করে
মলিন মর্ম মুছায়ে;
তব পুণ্যকিরণ দিয়ে যাক মোর
মোহ-কলিমা ঘুচায়ে।
লক্ষ্য-শূন্য লক্ষ বাসনা
ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন
অকূল-গরল-পাথারে।
প্রভু, বিশ্ব-বিপদ হন্তা,
তুমি দাঁড়াও রুধিয়া পন্থা,
তব শ্রীচরণতলে নিয়ে এসো মোর
মত্ত-বাসনা ঘুচায়ে।
আছ অনল-অনিলে, চির-নভোনীলে,
ভূধরসলিলে, গহনে,
আছ বিটপী-লতায়, জলদের গায়,
শশী-তারকায় তপনে।
আমি নয়নে বসন বাঁধিয়া,
বসে আধারে মরি গো কাঁদিয়ে;
আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু,
দাও হে দেখায়ে বুঝায়ে।
Tumi Nirmolo koro lyrics
অনেক পাঠক ও সংগীতপ্রেমী ইন্টারনেটে “Tumi Nirmolo koro lyrics” খুঁজে থাকেন। উপরের কবিতাটি/গানটি তারই সম্পূর্ণ লিরিক্স।
তুমি নির্মল কর মঙ্গল করে স্বরলিপি
এই গানের স্বরলিপি বিভিন্ন রবীন্দ্র-নজরুল ও রজনীকান্ত সঙ্গীত শিক্ষাকেন্দ্রে শেখানো হয়ে থাকে। শিক্ষার্থীরা এই গানের মাধ্যমে সাহস, আলোর পথে চলা ও মানবিকতার শিক্ষা পায়।
তুমি নির্মল কর মঙ্গল করে গানটির রচয়িতা কে?
অনেকের মনে প্রশ্ন আসে – “তুমি নির্মল কর মঙ্গল করে গানটির রচয়িতা কে?”
এর উত্তর হলো – এই গানের রচয়িতা হলেন রজনীকান্ত সেন (Rajanikanta Sen)।
রজনীকান্ত সেনের লেখা এই গানটি আজও বাঙালির হৃদয়ে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। এর গভীর অর্থ মানুষকে সাহসী, সত্যনিষ্ঠ ও আলোকিত হতে অনুপ্রাণিত করে।