জীবনধারণ প্রণালী Class 5 Environment Lesson 8

ডেইলি বরাক
By -

Class 5 bengali medium evs, class 4 evs bengali medium, Class 5 Environment book Question Answer, Class 5 Environment book Question Answer bengali Medium, Class 5 Environment SCERT Assam Class V Environment Science All Question Answer পঞ্চম শ্রেণির পরিবেশ পাঠক্রমের প্রশ্ন উত্তর Bengali Medium Solutions by Daily Barak.

(toc)

Class 5 Environment Lesson 8 জীবনধারণ প্রণালী, is a textbook prescribed by the Assam SCERT Board Class 5 Environment in Bengali Medium Students will find the Answer very useful for exam preparation. Class 5 Environment Lesson 8 জীবনধারণ প্রণালী The experts of The Daily Barak provide solutions for every textbook question Answer to help students understand and learn the language quickly. Class 5 Amader Paribesh (আমাদের পরিবেশ) Question Answer are free to use and easily accessible.

জীবনধারণ প্রণালী

অনুশীলনী প্রশ্নোত্তর:

প্রশ্ন ১। উত্তর লেখো―

(ক) গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কী?ওরা কী কী চাষ করে?

উত্তরঃ গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষিকাজ।গ্রামের বাসিন্দারা সাধারণত ধান,ডাল, পাট,তিল, সরিষা,আখ নানা প্রকার শাকসবজি ইত্যাদির চাষ করে।

(খ) চর অঞ্চলের লোকরা কী কী চাষ করে ?

উত্তরঃ চর অঞ্চলের লোকরা সাধারণত রবি শস্যের চাষ করে।চর অঞ্চলে মাটিতে পলিযুক্ত বালি বেশি হওয়ায় জন্য শুকনো মরশুমে প্রচুর পরিমানে ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদি চাষ হয়।

(গ) জুম চাষ কাকে বলে?এই কৃষি পদ্ধতিতে কী কী চাষ করা হয় ?

উত্তরঃ পাহাড়ী অঞ্চলে মানুষরা পাহাড়ের ঢালু স্হানে কুদাল দিয়ে মাটি কেটে যে চাষ করা হয় তাকে জুম চাষ বলা হয়।জুম চাষ পদ্ধতিতে প্রধানত আউস ধান,মকাই,তিল, আদা,হলুধ ইত্যাদির চাষ করা হয়।

(ঘ) নদী-অঞ্চলের লোকরা কিভাবে জীবন নির্বাহ করে?

উত্তরঃ নদী-অঞ্চলের লোকরা কিছু সংখক কৃষি কার্যের সঙ্গে যুক্ত থেকে জীবন নির্বাহ করে।আবার কিছু সংখ্যক লোকরা মৎস্যজীবি হিসাবেও জীবন নির্বাহ করে। গোরু,ছাগল,হাঁস, মুরগি,শূকর ইত্যাদি পালন করেওএই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে।

(ঙ) চা-বাগানের শ্রমিকরা কী কী কাজের সঙ্গে জড়িত?

উত্তরঃ চা-বাগানের শ্রমিকরা কচি চা-পাতা সংগ্রহ, কারখানায় বস্তু আনা-নেওয়া, যন্ত্রপাতি চলানো ইত্যাদি বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। 

                    চা-বাগানে শ্রমদান করে উপার্জিত অর্থে এরা জীবিকা নির্বাহ করে।

প্রশ্ন ২। ‘ক’অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও–

উত্তরঃ 

প্রশ্ন ৩। শূন্যস্থান পূর্ণ করো―

(ক) শুকনো মরশুমে পাহাড়ি অঞ্চলে____অভাব হয়।

উত্তরঃ জলের।

(খ) পাহাড়ি অঞ্চল ছারা বাকি অঞ্চলগুলোতে সাধারণত____ভূমি।

উত্তরঃ সমতল।

(গ) পাহাড়ি অঞ্চলের মানুষরা সাধারণত____করে।

উত্তরঃ জুম চাষ।

(ঘ) অসমের পাহাড় সমতল দুটো স্থানেই____ অঞ্চল আছে।

উত্তরঃ গ্রাম।

(ঙ) ____মানুষরা কুটির শিল্পের সঙ্গে জড়িত।

উত্তরঃ গ্রামাঞ্চলের।

প্রশ্ন ৪। নীচের বাক্যগুলোর অশুদ্ধ অংশ বেছে শুদ্ধ করে লেখো―

(ক) প্রাচীন কালে মানুষ স্থায়ী ভাবে ঘর-বাড়ি বানিয়ে উন্নত জীবনযাপন করত।

উত্তরঃ অশুদ্ধ।

(খ) উদ্যোগ, চাকরি,ব্যাবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায়।

উত্তরঃ শুদ্ধ।

(গ) শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের যান-বাহনের সংখ্যা কম।

উত্তরঃ শুদ্ধ ।

(ঘ) কৃষিকর্ম ছাড়াও গ্রাম অঞ্চলের কিছু মানুষ চাকরিজীবী হিসেবে জীবিকা নির্বাহ করে।

উত্তরঃ শুদ্ধ।

(ঙ) চর-অঞ্চলে বসবাসকারী মানুষেরা সাধারণত রবি শস্যের চাষ করে।

উত্তরঃ শুদ্ধ।

প্রশ্ন ৫। আগুনের আবিষ্কার কিভাবে হয়েছিল ?

উত্তরঃ আদিম মানুষেরা খাদ্য সংগ্রহ করার জন্য জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় ঘটনাক্রমে দুখণ্ড পাথরের ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ উৎপন্ন হতে দেখেছিল । সেই স্ফুলিঙ্গশুকনো ডাল-পাতার সংস্পর্শে এসে আগুনের সৃষ্টি করেছিল।এভাবে আগুনের আবিষ্কার হয়েছিল।

প্রশ্ন ৬। আদিম কালে মানুষ কী কী কার্য্যে পাথরের সরঞ্জাম ব্যবহার করত ?

উত্তরঃ আদিম কালে মানুষ নিজেদের কাজের উপযুগী করে তৈরি করে শিকার করা খাদ্যবস্তু কাটা বা গুঁড়ো করা, ছবি আঁকা ইত্যাদি কার্য্যে পাথরের ব্যবহার করতো।  

প্রশ্ন ৭। পার্থক্য লেখো―

(ক) গ্রাম ও শহর।

(খ) সমতল ও পাহাড়ি অঞ্চল।

উত্তরঃ (ক) গ্রাম ও শহরের পার্থক্য –

গ্রাম শহর
(১) গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকার উপায় হলো কৃষি। (১) শহরের বাসিন্দাদের প্রধান জীবিকার উপায় হলো চাকরি, ব্যবসা ইত্যাদি।
২) গ্রামে যান-বাহনের সংখ্যা কম। (২) শহরে যান-বাহনের সংখ্যা বেশি।
(৩) গ্রামের জনবসতি কম। (৩) শহরের জনবসতি বেশি।
(৪) গ্রামের যাতায়ত ব্যবস্থা অনুন্নত। (৪) শহরের যাতায়ত ব্যবস্থা খুব উন্নত।
(৫) গ্রামে শিক্ষা ও চিকিৎসার সুবিধা কম। (৫) শহরে শিক্ষা ও চিকিৎসার সুবিধা বেশি।

(খ) সমতল ও পাহাড়ি অঞ্চলের পার্থক্য―

সমতল অঞ্চল পাহাড়ি অঞ্চল
(১)সমতল অঞ্চলে যাতায়ত ব্যবস্থা পাহাড়ি অঞ্চলের থেকে উন্নত। (১) পাহাড়ি অঞ্চলের যাতায়ত বব্যস্থা সমতলের থেকে অনুন্নত।
(২) সমতল অঞ্চলের মানুষের জীবন নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয় না। (২) পাহাড়ি অঞ্চলের মানুষরা জীবন নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে হয়।
(৩) সমতল অঞ্চলে জলের অভাব হয় না। (৩) পাহাড়ি অঞ্চল শুষ্ক মরহশুমে জলের অভাব হয়।
(৪) সমতল অঞ্চলের মানুষের জীবিকার উপায় ভিন্নমুখী। (৪) পাহাড়ি অঞ্চলের জীবিকার উপায় সমতল অঞ্চলরের থেকে অনেক কম।

ক্রিয়াকলাপ

প্রশ্ন ১। আদিম মানুষ কেন দলবদ্ধভাবে থাকত?

উত্তরঃ আদিম মানুষ বন্যপ্রাণী, বিষাক্ত সাপ ইত্যাদি থেকে সুরক্ষিত থাকার জন্য সব সময় দলবদ্ধভাবে থাকত ।

প্রশ্ন ২। আদিম মানুষ পাথরকে কেনো সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছিল?

উত্তরঃ আদিম মানুষ পাথরকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করেছিল কারণ পাথর সব জায়গায় পাওয়া যেত।

প্রশ্ন ৩। আদিম যুগের মানুষ নিজের প্ৰয়োজনীয় বস্তুর অভাব কিভাবে পূরণ করতো ?

উত্তরঃ আদিম যুগের মানুষ ‘বিনিময় প্রথা’র দ্বারা নিজের ভাগের অতিরিক্ত খাদ্যবস্তু অন্যের সঙ্গে বিনিময় করে নিজের প্ৰয়োজনীয় অভাব পূরণ করতো । 

প্রশ্ন ৪। পানিক নামের দলটি কেন অরণ্য ঘোরাঘুড়ি  করছিল ?

উত্তরঃ পানিক নামের দলটি আহারের খুঁজে অরণ্য ঘোরাঘুড়ি  করছিল ।

প্রশ্ন ৫। অরণ্য ঘোরাঘুড়ি করার সময় পানিক দলটির মানুষেরা কী লক্ষ করেছিল ?

উত্তরঃ অরণ্য ঘোরাঘুড়ি করার সময় পানিক দলটির মানুষেরা লক্ষ করেছিল যে গাছের বীজ মাটিতে কিছুদিন পড়ে থাকার ফলে একেই ধরণের গাছ গজিয়ে উঠে।

প্রশ্ন ৬। কেন  ওরা একটি স্থানে অনেক দিন ধরে থেকেছিল ?

উত্তরঃ ওরা তাদের বাসস্থানের কাছে নিজেরা বীজ পুঁতে গাছের চারার বৃদ্ধি কিভাবে হয় তা লক্ষ করে খুব আনন্দ পেয়ে চিন্তা-ভাবনা না করে একই স্থানে বহুদিন থেকেছিলো।

প্রশ্ন ৭। পানিকদেরকে তাদের পূর্বের স্থান কেন ছেড়ে চলে যেতে হয়েছিল ?

উত্তরঃ কেকয় নামের একটি শক্তিশালী দল এসে পানিক দের তাড়িয়ে দিলে তাদের পূর্বের স্থান ছেড়ে চলে যেতে হয়েছিল ।

প্রশ্ন ৮। চাষ-বাস শুরু করার সময় তারা কী কী সমস্যার সম্মুখীন হয়েছিল ?

উত্তরঃ শস্যের কিছু বীজ নদীর ধারের উর্বর মাটিতে ছিটিয়ে বীজগুলো গজানোর চেষ্টা করলে পাখিরা সেই বীজগুলো খেয়ে ফেলে।এরপর বীজগুলো মাটি খুঁড়ে পুঁতে রাখলে বীজ লাগানো জায়গাটি নিচু হওয়ার জন্য নদীর জল ওঠে বীজগুলো নষ্ট করে ফলে,চাষ-বাস শুরু করার সময় তারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল।

প্রশ্ন ৯।পানিকরা কেন স্থায়িভাবে বসতি স্থাপন করতে লাগলো ?

উত্তরঃ ‘পানিক’রা জঙ্গলে উঁচু নিরাপদ স্থান বেছে নিয়ে পাথরের নির্মিত কোদাল,তীক্ষ্ণ লাঠি ইত্যাদি দিয়ে স্থানটি খুঁড়ে নরম করে চাষের উপযুগী করে সেই মাটিতে চাষ-বাদ শুরু করে।চাষের সুবিধার জন্য তারা চাষের জমির আশে-পাশে বসতি স্থাপন করতে লাগলো ।

প্রশ্ন ১০। আদিম মানব কী কী জীব-জন্তু পুষত ?

উত্তরঃ আদিম মানব গোরু,ছাগল,ভেড়া,শূকর, ঘুড়া,গাধা ইত্যাদি জীব-জন্তু পুষত ।

প্রশ্ন ১১। জীব-জন্তুরা কী কী কাজে ব্যবহৃত হত ?

উত্তরঃ জীব-জন্তুরা মাংস,দুধ,কৃষিকাজ ও বস্তু-সামগ্রী বহনের কাজে ব্যবহৃত হত ।

প্রশ্ন ১২। তোমাদের অঞ্চলে কী কী শস্য চাষ করা হয় ?

উত্তরঃ নিজ নিজ অঞ্চলের উপর ভিত্তি করে উত্তর লিখতে হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!