আমাদের পরিবেশ | পাঠ ১ | ৫ম শ্রেণীর পরিবেশের প্রশ্নোত্তর

ডেইলি বরাক
By -

আমাদের পরিবেশ , Our Environment.

(toc)

আমাদের পরিবেশ

অনুশীলনী

আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর প্রশ্ন উত্তর

১| উত্তর লেখো

(ক) পরিবেশের জৈবিক উপাদানগুলো কী কী?
উত্তর :- পরিবেশের জৈবিক উপাদানগুলো হচ্ছে- উদ্ভিদ,  প্রাণী, পাখি, কীট-পতঙ্গ,  অণুজীব ইত্যাদি। 

(খ) পেঙ্গুইনের দেহের গঠন কী রকম?
উত্তর :- পেঙ্গুইনের দেহের গঠন ডিম্বাকৃতি লম্বা শরীরে ছোটো ছোটো দুটি পাখনা আছে৷  ডানা দুটো ছোটো হওয়ার জন্য তারা উড়তে পারে না।  কিন্তু তারা হাঁটতে ও সাঁতার কাটতে পারে ৷

(গ) শিবসাগর জেলার দুটো কীর্তিচিহ্নের নাম লেখো।
উত্তর :- শিবসাগর জেলার দুটো কীর্তিচিহ্নের নাম – শিবদৌল,  জয়দৌল।

(ঘ) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী?
উত্তর :- পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হচ্ছে – বায়ু,  জল,  মাটি, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি।

(ঙ) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝ?
উত্তর :- প্রকৃতি থেকে পাওয়া  উপাদানগুলো দ্বারা নির্মাণ করা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সেতু, উদ্যান, উদ্যোগ, কীর্তিচিহ্ন ইত্যাদিই হচ্ছে মানবসৃষ্ট পরিবেশ।

(চ) অসমের দুটো মন্দির, দুটো দৌল এবং দুটো সত্তরের নাম লেখো।
উত্তর :- অসমের দুটো মন্দির- হয়গ্রীব মাধব মন্দির,  কামাখ্যা মন্দির। 
দুটো দৌলের নাম – শিবদৌল,  জয়দৌল
দুটো সত্তরের নাম- দক্ষিণপাট, কমলাবাড়ি সত্র৷

২। ক” অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –


উত্তর :-

৩।শূণ্যস্থান পূর্ণ করো-

(ক) মরুভূমি অঞ্চলের প্রাণীর শরীরের ত্বক লোমযুক্ত 
(খ) সাদা ভালুক মেরু অঞ্চলে থাকে।
(গ) তৃণভূমি অঞ্চলে পাওয়া যায়।
(ঘ) পানবাড়ির মিরজুমলার মসজিদ  ঐতিহ্যের প্রতীক ৷

৪। নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো –

(ক) সাদা ভালুক/হরিণ/জেব্রা মেরু অঞ্চলের প্রাণী।
উত্তর :- সাদা ভালুক মেরু অঞ্চলের প্রাণী।

(খ) সিল/বলগা হরিণ/ইয়াক্‌ এর শাখা-প্রশাখাযুক্ত লম্বা শিং থাকে।
উত্তর :- বলগা হরিণ এর শাখা-প্রশাখাযুক্ত লম্বা শিং থাকে।

(গ) জিরাফ্‌/সিংহ/বাঘের রঙ ধুসর।
উত্তর :- সিংহের রঙ ধুসর।

৫। টীকা লেখো- জলাভূমি, অণুজীব


উত্তর :-জলাভূমি – জলাভূমি ও তার পার্শ্বরতী অঞ্চলে নানা ধরনের ব্যাঙ, মৎস্য, সাপ, শামুক, কীট-পতঙ্গ, জলজ-মাকড়সা, কাকড়া ইত্যাদি প্রাণীর আবাসস্থল। এখানে বহু ধরনের অণুজীবও থাকে। তার পার্শ্ববর্তী অঞ্চলের বড়ো বড়ো গাছগুলোতে বক, হাড়গিলা, পানকৌড়ি, সারস, ডাউক, মাছরাঙা, চিল ইত্যাদি পাখি থাকে।  খাদ্যের জন্য জলাভুমির প্রাণীগুলো একে অন্যের উপর নির্ভরশীল।

অণুজীব – অণুজীব, ব্যাক্টেরিয়া, ভাইরাস ইত্যাদি জীব এতো ছোটো যে খালি চোখে এদের দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদের দেখা যায়। সেইজন্য এদের অণুজীব বলা হয়। ওরা জল, বায়ু, মাটি সর্বত্রই থাকে৷ কিছু কিছু ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ বা প্রাণীর পচন ঘটিয়ে পচন সার তৈরি করতে সাহায্য করে।

আমাদের পরিবেশ পাঠের অতিরিক্ত প্রশ্নোত্তর

➡️ জলাভূমিতে পাওয়া যাও এমন কয়েকটি উদ্ভিদ ও প্রাণীর নাম

উত্তর:-  জলাভূমিতে পাওয়া যাও এমন কয়েকটি উদ্ভিদের নাম হচ্ছে – কচুরিপানা,  নল-খাগড়া, ঘাস,  কলমি শাক,   বিভিন্ন ধরনের কচু ইত্যাদি।

জলাভূমিতে পাওয়া যাও এমন কয়েকটি প্রাণীর নাম হচ্ছে- ব্যাঙ, মৎস্য, সাপ, শামুক,  কীট-পতঙ্গ,  জলজ মাকড়সা, কাঁকড়া ইত্যাদি। 

➡️ জলাভুমির দুটো অজৈবিক উপাদানের নাম
উত্তর:- জলাভুমির দুটো অজৈবিক উপাদানের নাম হল – জল, মাটি৷

➡️  জলাভূমির আশে পাশে থাকা দুপ্রকার পাখির নাম
উত্তর:- মাছরাঙা, চিল । 

*****

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!